Ajker Patrika

পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনির গাড়িচাপায় দুই ইসরায়েলি নিহত

পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনির গাড়িচাপায় দুই ইসরায়েলি নিহত

পূর্ব জেরুজালেমের একটি বাসস্ট্যান্ডে এক ফিলিস্তিনির গাড়িচাপায় দুই ইসরায়েলি নিহত হয়েছেন। তাঁদের মধ্য একজন ছয় বছর বয়সী বালক ও অপরজন ২০ বয়সী যুবক। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

গতকাল শুক্রবারের এ হামলাটি গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা সৃষ্টিকারী মারাত্মক ঘটনার মধ্যে সর্বশেষ বড় ঘটনা। 

পুলিশ বলছে, পূর্ব জেরুজালেমের রামোট জংশনে ৩১ বছর বয়সী এক ফিলিস্তিনি নীল রঙের কার গাড়িটি ইচ্ছাকৃতভাবে রাস্তার পাশের খুঁটিতে ধাক্কা দেয়। সজোরে ধাক্কা খেয়ে গাড়িটি বাসস্ট্যান্ড সংলগ্ন ফুটপাতে এসে থেমে যায়। তাৎক্ষণিকভাবে গাড়ির চালককে আটক করা হয়। 

আহতদের উদ্ধারে আসা একজন স্বেচ্ছাসেবী চিকিৎসক ইসরায়েলের আর্মি রেডিওকে বলেন, ‘সবাই সড়কে পড়ে ছিল, খুব বাজে অবস্থা ছিল।’ 

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই চালকের বাড়িটি সিলগালা করে ধ্বংস করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। 

গত কয়েক মাস ধরে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। গত মাসের শেষের দিকে, পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি অভিযানে দুই বেসামরিক নাগরিকসহ ১০ ফিলিস্তিনি নিহত হন। জঙ্গি হামলার পরিকল্পনা ঠেকাতে ইসরায়েল এ হামলা করে বলে জানিয়েছিল। এ ঘটনার কয়েক ঘণ্টা পর, এক ফিলিস্তিনি বন্দুকধারী পূর্ব জেরুজালেমের একটি উপাসনালয়ের বাইরে ইহুদি উপাসক এবং পথচারীদের ওপর গুলি চালায়। এতে সাতজন নিহত হয়। 

পরের দিন সকালে, পূর্ব জেরুজালেমেই ১৩ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর একদল ইসরাঈলির ওপর গুলি করে। এতে ইসরায়েলি বাবা-ছেলে আহত হন। 

গত সপ্তাহে জেরিকো শহরের পশ্চিম তীরের কাছে ইসরায়েলি রেস্তোরাঁয় গুলি চালানো পাঁচ ফিলিস্তিনি ইসরায়েলের সৈন্যদের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হন। এ ছাড়া ইসরায়েল সৈন্যদের ওপর ছুরি নিয়ে হামলা ও গুলি করা দুই ফিলিস্তিনিও ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। 

এই বছর পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে জঙ্গি ও বেসামরিক লোক রয়েছেন। কারণ সেখানে জঙ্গিদের বিরুদ্ধে প্রায় বছরব্যাপী সামরিক অভিযান অব্যাহত রয়েছে। চলতি বছরের শুরু থেকে ফিলিস্তিনিদের হামলায় আটজন ইসরায়েলি ও একজন ইউক্রেনীয় নিহত হয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত