Ajker Patrika

ময়মনসিংহের নির্বাচনী অফিস উদ্বোধনকালে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ২১: ০৮
নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহের ধোবাউড়ায় নির্বাচনী অফিস উদ্বোধন করতে গিয়ে ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৪৬) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় (১৬ জানুয়ারি) ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে এ ঘটনা ঘটে।

নজরুল ইসলাম রামসিংহপুর এলাকার মফিজ উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ধোবাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠান হয়। এ সময় দুর্বৃত্তরা নজরুলকে ছুরিকাঘাত করে। পরে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।

জানতে চাইলে ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সন্ধ্যায় ছুরিকাঘাতে একজন মারা যায়। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত