Ajker Patrika

ফিলিস্তিন বিরোধী মন্তব্য করে বাহরাইনে চাকরি গেল ভারতীয় চিকিৎসকের

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১২: ২৭
ফিলিস্তিন বিরোধী মন্তব্য করে বাহরাইনে চাকরি গেল ভারতীয় চিকিৎসকের

সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাক্সে (সাবেক টুইটার) ফিলিস্তিন বিরোধী পোস্ট দিয়ে বাহরাইনের একটি হাসপাতাল থেকে চাকরিচ্যুত হয়েছেন সুনীল রাও নামে ভারতীয় এক চিকিৎসক। 

শুক্রবার এনডিটিভি জানায়, চলমান হামাস-ইসরায়েল সংঘাতের মধ্যে গাজায় পরিচালিত ইসরায়েলি অভিযানকে সমর্থন করে একের পর এক পোস্ট দিচ্ছিলেন রয়্যাল বাহরাইন হসপিটালের চিকিৎসক সুনীল। 

এ অবস্থায় অ্যাক্স মাধ্যমেই হাসপাতাল কর্তৃপক্ষ সুনীলকে চাকরিচ্যুত করার ঘোষণা দিয়ে লিখেছে, ‘আমাদের নজরে এসেছে যে, ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কাজ করা ডাক্তার সুনীল রাও এমন কিছু টুইট করছেন—যা আমাদের সমাজের প্রতি আক্রমণাত্মক। আমরা নিশ্চিত করতে চাই, তার টুইট এবং আদর্শ একান্তই ব্যক্তিগত এবং এগুলো দিয়ে হাসপাতালের মতামত ও মূল্যবোধ প্রকাশিত হয় না।’ 

হাসপাতাল কর্তৃপক্ষ তাদের পোস্টে আরও লিখেছে, ‘এটি স্পষ্টতই আমাদের আচরণবিধির লঙ্ঘন এবং আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছি এবং তার সেবা অবিলম্বে বন্ধ করে দেওয়া হচ্ছে।’ 

এদিকে আরেকটি পোস্টে নিজের মতামতের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন সুনীল রাও। তিনি লিখেছেন, ‘এই প্ল্যাটফর্মে আমি যে পোস্ট করেছি তার জন্য ক্ষমা চাই। চলমান পরিস্থিতির প্রেক্ষিতে বিষয়টি খুবই স্পর্শকাতর। চিকিৎসক হিসেবে আমার কাছে সব জীবনই মূল্যবান। গত ১০ বছর ধরে এখানে বসবাস করছি এবং এই দেশ, দেশের মানুষ ও ধর্মকে আমি গভীরভাবে সম্মান করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত