গাজায় ইসরায়েলি আগ্রাসনের ২৫০ দিনে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। গতকাল বুধবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনীর হামলা শুরু হওয়ার পর এখন পর্যন্ত গাজা উপত্যকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ২০২ জন। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮৪ হাজার ৯৩২ জন আহত হয়েছে। যাদের বেশির ভাগই নারী ও শিশু। এর মধ্যে শিশু ১৪ হাজার ৮০০ জনের বেশি এবং নারী ৮ হাজার জনের বেশি। এ ছাড়া নিখোঁজ হয়েছে আরও অন্তত ৮ হাজার জন।
এদিকে, ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর প্রায় ৮ মাস পর গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রস্তাব পাশ করেছে। তবে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হলেও ইসরায়েল অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নৃশংসতা অব্যাহত রেখেছে। আল-কুদসের প্রতিবেদন অনুসারে, দখলদারত্ব ইসরায়েলি দখলদার বাহিনী গত ২৪ ঘণ্টায় ৩টি গণহত্যা চালিয়েছে। এতে ৩৮ জন নিহত ও অন্তত ১০০ জন আহত হয়েছেন।
এর আগে, গত ৭ অক্টোবর গাজার নিকটবর্তী ইসরায়েলি শহর ও গ্রামে হামাসের অভিযানের সময় অন্তত ১ হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়। সেদিন হামাস ২৪৩ জনকে জিম্মি করে আনে। প্রতিক্রিয়ায় সেদিনই ইসরায়েল গাজায় আগ্রাসন শুরু করে।
ইসরায়েলি হামলায় গাজায় বেসামরিক প্রাণহানির পাশাপাশি অঞ্চলটির হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এ ছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের ২৫০ দিনে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। গতকাল বুধবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনীর হামলা শুরু হওয়ার পর এখন পর্যন্ত গাজা উপত্যকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ২০২ জন। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮৪ হাজার ৯৩২ জন আহত হয়েছে। যাদের বেশির ভাগই নারী ও শিশু। এর মধ্যে শিশু ১৪ হাজার ৮০০ জনের বেশি এবং নারী ৮ হাজার জনের বেশি। এ ছাড়া নিখোঁজ হয়েছে আরও অন্তত ৮ হাজার জন।
এদিকে, ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর প্রায় ৮ মাস পর গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রস্তাব পাশ করেছে। তবে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হলেও ইসরায়েল অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নৃশংসতা অব্যাহত রেখেছে। আল-কুদসের প্রতিবেদন অনুসারে, দখলদারত্ব ইসরায়েলি দখলদার বাহিনী গত ২৪ ঘণ্টায় ৩টি গণহত্যা চালিয়েছে। এতে ৩৮ জন নিহত ও অন্তত ১০০ জন আহত হয়েছেন।
এর আগে, গত ৭ অক্টোবর গাজার নিকটবর্তী ইসরায়েলি শহর ও গ্রামে হামাসের অভিযানের সময় অন্তত ১ হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়। সেদিন হামাস ২৪৩ জনকে জিম্মি করে আনে। প্রতিক্রিয়ায় সেদিনই ইসরায়েল গাজায় আগ্রাসন শুরু করে।
ইসরায়েলি হামলায় গাজায় বেসামরিক প্রাণহানির পাশাপাশি অঞ্চলটির হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এ ছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
পুলিশ জানিয়েছে, সূর্যাংশু নামের ওই যুবককে দুই বছর ধরে চিনতেন হামলার শিকার শিক্ষিকা। তাঁর প্রতি সূর্যাংশুর দুর্বলতা ছিল বলেও জানা গেছে। কিন্তু তাতে কখনোই সায় দেননি তিনি। গত বছর নিয়মবহির্ভূত কার্যকলাপের জন্য স্কুল থেকে ওই ছাত্রকে বের করে দেওয়া হয়। এরপর চলতি বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আবারও স্কুলে
৩৮ মিনিট আগেউত্তর কোরিয়ার কাছে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম চোরাচালানের দায়ে এক চীনা নাগরিককে আট বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। ওই চীনা নাগরিকের নাম শেনঘুয়া ওয়েন (৪২)।
৪৪ মিনিট আগেঅস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আলবানিজ অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কে ‘পরিত্যাগ’ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগেমঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে কিম ইয়ো জং বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক কোনো দিনই স্বাভাবিক হবে না। তিনি দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্রের ‘বিশ্বস্ত কুকুর’ বলেও অভিহিত করেন। বলেন, ‘উত্তর কোরিয়ার জন্য দক্ষিণ কোরিয়াই সবচেয়ে ক্ষতিকর। তারা যুক্তরাষ্ট্রের পোষা কুকুর।
১ ঘণ্টা আগে