অবৈধ প্রবাসীদের ধরতে ব্যাপক আকারে ধরপাকড় শুরু করেছে সৌদি আরব। এর অংশ হিসেবে মাত্র এক সপ্তাহে ১১ হাজারের অধিক অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছেন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ প্রবাসীদের ধরতে গত ২১ থেকে ২৭ সেপ্টেম্বর সারা দেশে যৌথ অভিযান পরিচালনা করেছে সৌদি নিরাপত্তা বাহিনী। এসব অভিযানে আবাসন, শ্রম আইন, সীমান্ত বিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে ১১ হাজার ৪৬৫ প্রবাসীকে গ্রেপ্তার করেছেন তাঁরা।
তাঁদের মধ্যে ৭ হাজার ১৯৯ জনকে অবৈধভাবে বসবাস ও আবাসন আইন লঙ্ঘন; ২ হাজার ৮৮২ জনকে সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন এবং ১ হাজার ৩৮৪ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সৌদি সীমান্ত অতিক্রমের চেষ্টার সময় আরও ৭১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিরা কোন কোন দেশের তা প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।
বর্তমানে সৌদি আরবে ৪৩ হাজারের বেশি অবৈধ প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তাঁদের মধ্যে ৩৬ হাজার পুরুষ এবং ৭ হাজার ৩৬৮ জন নারী। এ ছাড়া ৩৮ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে তাঁদের প্রয়োজনীয় ভ্রমণ নথির জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে রেফার করা হয়েছে।
এর আগে গত ১৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চালানো অভিযানে সৌদি আরবে ১৫ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্য ১০ হাজার জনকে তাৎক্ষণিক নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়।
অবৈধ প্রবাসীদের ঠেকাতে সম্প্রতি একের পর এক কঠোর পদক্ষেপ গ্রহণ করছে সৌদি কর্তৃপক্ষ। এমনকি কাউকে অবৈধভাবে সৌদি আরবে অনুপ্রবেশে সহায়তা, যাতায়াত আশ্রয় বা অন্য যেকোনো উপায়ে সহযোগিতা করলে ১৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ রিয়াল জরিমানা করার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
অবৈধ প্রবাসীদের ধরতে ব্যাপক আকারে ধরপাকড় শুরু করেছে সৌদি আরব। এর অংশ হিসেবে মাত্র এক সপ্তাহে ১১ হাজারের অধিক অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছেন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ প্রবাসীদের ধরতে গত ২১ থেকে ২৭ সেপ্টেম্বর সারা দেশে যৌথ অভিযান পরিচালনা করেছে সৌদি নিরাপত্তা বাহিনী। এসব অভিযানে আবাসন, শ্রম আইন, সীমান্ত বিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে ১১ হাজার ৪৬৫ প্রবাসীকে গ্রেপ্তার করেছেন তাঁরা।
তাঁদের মধ্যে ৭ হাজার ১৯৯ জনকে অবৈধভাবে বসবাস ও আবাসন আইন লঙ্ঘন; ২ হাজার ৮৮২ জনকে সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন এবং ১ হাজার ৩৮৪ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সৌদি সীমান্ত অতিক্রমের চেষ্টার সময় আরও ৭১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিরা কোন কোন দেশের তা প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।
বর্তমানে সৌদি আরবে ৪৩ হাজারের বেশি অবৈধ প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তাঁদের মধ্যে ৩৬ হাজার পুরুষ এবং ৭ হাজার ৩৬৮ জন নারী। এ ছাড়া ৩৮ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে তাঁদের প্রয়োজনীয় ভ্রমণ নথির জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে রেফার করা হয়েছে।
এর আগে গত ১৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চালানো অভিযানে সৌদি আরবে ১৫ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্য ১০ হাজার জনকে তাৎক্ষণিক নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়।
অবৈধ প্রবাসীদের ঠেকাতে সম্প্রতি একের পর এক কঠোর পদক্ষেপ গ্রহণ করছে সৌদি কর্তৃপক্ষ। এমনকি কাউকে অবৈধভাবে সৌদি আরবে অনুপ্রবেশে সহায়তা, যাতায়াত আশ্রয় বা অন্য যেকোনো উপায়ে সহযোগিতা করলে ১৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ রিয়াল জরিমানা করার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কোকা-কোলা তাদের জনপ্রিয় কোমল পানীয় ‘অ্যাপলটাইজার’ বাজার থেকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। ধারণা করা হচ্ছে, বিপজ্জনক মাত্রার রাসায়নিক উপাদান থাকার আশঙ্কায় এমন নির্দেশনা দিয়েছে কোকা-কোলা। এ ছাড়া যুক্তরাজ্য ও ইউরোপের ক্রেতাদের এই পণ্য না খাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
১০ মিনিট আগেবিদেশি কোম্পানিগুলোকে বিরল খনিজ মজুত না করার নির্দেশ দিয়েছে চীন। বৈশ্বিক প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ এ খনিজের সরবরাহে প্রভাব বজায় রাখতে এবং সম্ভাব্য রপ্তানি সীমাবদ্ধতার মধ্যে বিদেশে মজুত রোধ করতে এ পদক্ষেপ নিয়েছে বেইজিং।
১ ঘণ্টা আগেভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক হুমায়ুনের সমাধিসৌধ চত্বরে একটি গম্বুজ ধসে পড়েছে। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে অনেকের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনার খবর পাওয়া যায়।
২ ঘণ্টা আগেআধুনিক ও দক্ষ পরিকাঠামোয় উন্নত ও বিশ্বব্যাপী আর্থিক কর্মকাণ্ডের একটি কেন্দ্র হিসেবে পরিচিত সিঙ্গাপুর পর্যটকদের জন্য জনপ্রিয়। সে সঙ্গে বহু বিদেশিও স্থায়ীভাবে বসবাসের জন্য দেশটিকে পছন্দের তালিকায় প্রথম দিকে রাখেন। স্থায়ীভাবে বসবাস করতে চাইলে সিঙ্গাপুরে পার্মানেন্ট রেসিডেন্সি (পিআর)...
৩ ঘণ্টা আগে