Ajker Patrika

এক সপ্তাহের মধ্যেই হয়ে যেতে পারে গাজা যুদ্ধবিরতি: ট্রাম্প

অনলাইন ডেস্ক
আপডেট : ২৮ জুন ২০২৫, ১১: ০২
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় শিগগিরই যুদ্ধবিরতি হতে পারে। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ‘আমরা মনে করছি, আগামী এক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি হতে পারে।’ ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্প আরও বলেন, ‘আমাকে প্রায়ই এ বিষয়ে জিজ্ঞেস করা হয়। আমি মনে করি, এটা খুব কাছাকাছি। আমি এ বিষয়ে জড়িত কিছু মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতিটা খুবই ভয়াবহ।’

তিনি গাজায় যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তার ব্যাপকতার দিকটিও তুলে ধরেন। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গাজা মানবিক সহায়তা ফাউন্ডেশন (জিএইচএফ) ওই অঞ্চলের বেশির ভাগ সহায়তার ব্যবস্থা করছে।

তিনি বলেন, ‘আমরা ওই এলাকায় বিপুল পরিমাণ অর্থ ও খাদ্য পাঠাচ্ছি। আমাদের পাঠাতেই হচ্ছে। তাত্ত্বিকভাবে আমরা সরাসরি জড়িত নই, কিন্তু বাস্তবে আমরা জড়িত। মানুষ মারা যাচ্ছে। আমি ওই মানুষগুলোর দিকে তাকাই, যাদের কাছে খাবার নেই, কিছুই নেই। আমরাই সেখানে সহায়তা পৌঁছে দিচ্ছি।’

মানবিক সহায়তা চুরি হওয়ার বিষয়ে ট্রাম্প জানান, এখন সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা আরও উন্নত করা হয়েছে। তিনি বলেন, ‘কিছু সহায়তা খারাপ মানুষেরা নিয়ে যাচ্ছে, বিক্রি করছে। তবে এখন আমাদের একটি ভালো ব্যবস্থা আছে। আপনি দেখুন, মানুষ একবেলার খাবারের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইন দেয়। এটা খুবই দুঃখজনক। অন্যান্য দেশ সাহায্য করছে না। কেউই এগিয়ে আসছে না। আমরাই মানবিক কারণে এগিয়ে এসেছি।’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা গাজার বিষয়ে কাজ করছি। চেষ্টা করছি বিষয়টা সামাল দেওয়ার। প্রচুর খাবার পাঠানো হয়েছে সেখানে। বিশ্বের অন্যান্য দেশকেও এগিয়ে আসা উচিত।’

ইরানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তেহরান এখন আলোচনায় আগ্রহী এবং তারা পারমাণবিক অস্ত্র প্রকল্প নিয়ে এগোবে না। ট্রাম্প বলেন, ‘তারা স্বাভাবিক জীবনে ফিরতে চায়। পারমাণবিক প্রকল্প তাদের মূল চিন্তা নয়। তারা হয়তো বলছে, আমার সঙ্গে দেখা করবে না। কিন্তু আপনারা কি মনে করেন, তারা সত্যিই দেখা করতে চায় না? তারা কিন্তু বোকা নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাইপ্রাসে বিপুল জমি কিনছে ইসরায়েলিরা, দেশ বেদখলের শঙ্কা রাজনীতিবিদদের

যুদ্ধের পর এ যেন এক নতুন ইরান, জনগণের মতো বদলে গেছে সরকারও

কর্মীদের হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করল বিমান বাংলাদেশ

বংশরক্ষায় মৃত ছেলের শুক্রাণু চান মা, সংরক্ষণের নির্দেশ মুম্বাই হাইকোর্টের

আমাকে ধর্ষণের সময় পাশে দাঁড়িয়ে দেখছিল দুই যুবক: ধর্ষণের শিকার তরুণী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত