অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় শিগগিরই যুদ্ধবিরতি হতে পারে। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ‘আমরা মনে করছি, আগামী এক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি হতে পারে।’ ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্প আরও বলেন, ‘আমাকে প্রায়ই এ বিষয়ে জিজ্ঞেস করা হয়। আমি মনে করি, এটা খুব কাছাকাছি। আমি এ বিষয়ে জড়িত কিছু মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতিটা খুবই ভয়াবহ।’
তিনি গাজায় যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তার ব্যাপকতার দিকটিও তুলে ধরেন। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গাজা মানবিক সহায়তা ফাউন্ডেশন (জিএইচএফ) ওই অঞ্চলের বেশির ভাগ সহায়তার ব্যবস্থা করছে।
তিনি বলেন, ‘আমরা ওই এলাকায় বিপুল পরিমাণ অর্থ ও খাদ্য পাঠাচ্ছি। আমাদের পাঠাতেই হচ্ছে। তাত্ত্বিকভাবে আমরা সরাসরি জড়িত নই, কিন্তু বাস্তবে আমরা জড়িত। মানুষ মারা যাচ্ছে। আমি ওই মানুষগুলোর দিকে তাকাই, যাদের কাছে খাবার নেই, কিছুই নেই। আমরাই সেখানে সহায়তা পৌঁছে দিচ্ছি।’
মানবিক সহায়তা চুরি হওয়ার বিষয়ে ট্রাম্প জানান, এখন সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা আরও উন্নত করা হয়েছে। তিনি বলেন, ‘কিছু সহায়তা খারাপ মানুষেরা নিয়ে যাচ্ছে, বিক্রি করছে। তবে এখন আমাদের একটি ভালো ব্যবস্থা আছে। আপনি দেখুন, মানুষ একবেলার খাবারের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইন দেয়। এটা খুবই দুঃখজনক। অন্যান্য দেশ সাহায্য করছে না। কেউই এগিয়ে আসছে না। আমরাই মানবিক কারণে এগিয়ে এসেছি।’
ট্রাম্প আরও বলেন, ‘আমরা গাজার বিষয়ে কাজ করছি। চেষ্টা করছি বিষয়টা সামাল দেওয়ার। প্রচুর খাবার পাঠানো হয়েছে সেখানে। বিশ্বের অন্যান্য দেশকেও এগিয়ে আসা উচিত।’
ইরানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তেহরান এখন আলোচনায় আগ্রহী এবং তারা পারমাণবিক অস্ত্র প্রকল্প নিয়ে এগোবে না। ট্রাম্প বলেন, ‘তারা স্বাভাবিক জীবনে ফিরতে চায়। পারমাণবিক প্রকল্প তাদের মূল চিন্তা নয়। তারা হয়তো বলছে, আমার সঙ্গে দেখা করবে না। কিন্তু আপনারা কি মনে করেন, তারা সত্যিই দেখা করতে চায় না? তারা কিন্তু বোকা নয়।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় শিগগিরই যুদ্ধবিরতি হতে পারে। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ‘আমরা মনে করছি, আগামী এক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি হতে পারে।’ ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্প আরও বলেন, ‘আমাকে প্রায়ই এ বিষয়ে জিজ্ঞেস করা হয়। আমি মনে করি, এটা খুব কাছাকাছি। আমি এ বিষয়ে জড়িত কিছু মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতিটা খুবই ভয়াবহ।’
তিনি গাজায় যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তার ব্যাপকতার দিকটিও তুলে ধরেন। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গাজা মানবিক সহায়তা ফাউন্ডেশন (জিএইচএফ) ওই অঞ্চলের বেশির ভাগ সহায়তার ব্যবস্থা করছে।
তিনি বলেন, ‘আমরা ওই এলাকায় বিপুল পরিমাণ অর্থ ও খাদ্য পাঠাচ্ছি। আমাদের পাঠাতেই হচ্ছে। তাত্ত্বিকভাবে আমরা সরাসরি জড়িত নই, কিন্তু বাস্তবে আমরা জড়িত। মানুষ মারা যাচ্ছে। আমি ওই মানুষগুলোর দিকে তাকাই, যাদের কাছে খাবার নেই, কিছুই নেই। আমরাই সেখানে সহায়তা পৌঁছে দিচ্ছি।’
মানবিক সহায়তা চুরি হওয়ার বিষয়ে ট্রাম্প জানান, এখন সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা আরও উন্নত করা হয়েছে। তিনি বলেন, ‘কিছু সহায়তা খারাপ মানুষেরা নিয়ে যাচ্ছে, বিক্রি করছে। তবে এখন আমাদের একটি ভালো ব্যবস্থা আছে। আপনি দেখুন, মানুষ একবেলার খাবারের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইন দেয়। এটা খুবই দুঃখজনক। অন্যান্য দেশ সাহায্য করছে না। কেউই এগিয়ে আসছে না। আমরাই মানবিক কারণে এগিয়ে এসেছি।’
ট্রাম্প আরও বলেন, ‘আমরা গাজার বিষয়ে কাজ করছি। চেষ্টা করছি বিষয়টা সামাল দেওয়ার। প্রচুর খাবার পাঠানো হয়েছে সেখানে। বিশ্বের অন্যান্য দেশকেও এগিয়ে আসা উচিত।’
ইরানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তেহরান এখন আলোচনায় আগ্রহী এবং তারা পারমাণবিক অস্ত্র প্রকল্প নিয়ে এগোবে না। ট্রাম্প বলেন, ‘তারা স্বাভাবিক জীবনে ফিরতে চায়। পারমাণবিক প্রকল্প তাদের মূল চিন্তা নয়। তারা হয়তো বলছে, আমার সঙ্গে দেখা করবে না। কিন্তু আপনারা কি মনে করেন, তারা সত্যিই দেখা করতে চায় না? তারা কিন্তু বোকা নয়।’
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্প্রতি একটি বিলাসবহুল রিসোর্ট উদ্বোধন করেছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে এটিকে ‘জাতীয় সম্পদ-স্তরের পর্যটন নগরী’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এই জমকালো সমুদ্র তীরবর্তী স্থাপনাটি কিম সপরিবারের উপস্থিত থেকে উদ্বোধন করেছেন।
১৭ মিনিট আগেইসরায়েলি হামলায় নিহত ইরানের সামরিক বাহিনী ও বিজ্ঞানীদের জানাজায় অংশ নিতে তেহরানের ইঙ্গেলাব (ইনকিলাব বা বিপ্লব) স্কয়ারে জমায়েত হয়েছিলেন হাজারো মানুষ। আজ শনিবার সেই শোকসভায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ বাহরাইন, ইরাক ও আরও কয়েকটি আরব দেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন ইসলামি প্রজাতন্ত্রের...
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির একটি চুক্তিতে রাজি করানোর চেষ্টা করছেন। ইরান ও ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের পর যে সাময়িক শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, সেটির পরিপ্রেক্ষিতেই ট্রাম্প এই উদ্যোগ নিয়েছেন বলে জানা...
২ ঘণ্টা আগেআফ্রিকার বিবদমান দুই দেশ রুয়ান্ডা ও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো) অবশেষে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এক শান্তিচুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তির লক্ষ্য দুই দেশের কয়েক দশকের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটানো এবং সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের জন্য কঙ্গোর মূল্যবান খনিজ সম্পদের প্রবেশাধিকার...
৩ ঘণ্টা আগে