প্রকাশ্যে সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন দেওয়ায় ইরানের দুই খ্যাতনামা অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
অভিনেত্রী হেনগামেহ গাজিয়ানি ও কাতাইয়ুন রিয়াহিকে ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মামলায় আসামি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুই অভিনেত্রী এর আগে হিজাব ছাড়া জনসমক্ষে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি জানান।
হেনগামেহ গাজিয়ানি এবং কাতাইয়ুন রিয়াহি দুজনেই একাধিক পুরস্কার বিজয়ী অভিনেত্রী। রোববার (২০ নভেম্বর) ইরানি কর্তৃপক্ষের নির্দেশে তাঁদের আটক করা হয়েছে। দেশটির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে অভিনেত্রীরাও রয়েছেন, যারা বিক্ষোভকারীদের প্রতি সমর্থন দিচ্ছেন।
গ্রেপ্তারের আগে, অভিনেত্রী গাজিয়ানি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘যাই ঘটুক না কেন, জেনে রাখুন বরাবরের মতো আমি ইরানের জনগণের পাশে থাকব। হয়তো এটাই আমার শেষ পোস্ট।’
এর আগে রোববার, কাতার বিশ্বকাপে ইরানের জাতীয় ফুটবল দলের অধিনায়ক এহসান হাজসাফি বলেছিলেন, ‘আমাদের মেনে নিতে হবে যে দেশের পরিস্থিতি ঠিক নয় এবং আমাদের জনগণ ভালো নেই।’
ইরানের বক্সিং ফেডারেশনের প্রধান হোসেইন সোরি ঘোষণা দিয়েছেন যে তিনি তাঁর দেশে বিক্ষোভে সহিংস দমনপীড়নের কারণে স্পেনের একটি টুর্নামেন্ট থেকে আর দেশে ফিরবেন না।
গত সেপ্টেম্বরে পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর ইরান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর অভিযানে এখন পর্যন্ত প্রায় ৪০০ বিক্ষোভকারী নিহত হয়েছে। আর গ্রেপ্তার হয়েছে প্রায় ১৭ হাজার জন। এ ছাড়া বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে অন্তত পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
প্রকাশ্যে সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন দেওয়ায় ইরানের দুই খ্যাতনামা অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
অভিনেত্রী হেনগামেহ গাজিয়ানি ও কাতাইয়ুন রিয়াহিকে ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মামলায় আসামি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুই অভিনেত্রী এর আগে হিজাব ছাড়া জনসমক্ষে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি জানান।
হেনগামেহ গাজিয়ানি এবং কাতাইয়ুন রিয়াহি দুজনেই একাধিক পুরস্কার বিজয়ী অভিনেত্রী। রোববার (২০ নভেম্বর) ইরানি কর্তৃপক্ষের নির্দেশে তাঁদের আটক করা হয়েছে। দেশটির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে অভিনেত্রীরাও রয়েছেন, যারা বিক্ষোভকারীদের প্রতি সমর্থন দিচ্ছেন।
গ্রেপ্তারের আগে, অভিনেত্রী গাজিয়ানি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘যাই ঘটুক না কেন, জেনে রাখুন বরাবরের মতো আমি ইরানের জনগণের পাশে থাকব। হয়তো এটাই আমার শেষ পোস্ট।’
এর আগে রোববার, কাতার বিশ্বকাপে ইরানের জাতীয় ফুটবল দলের অধিনায়ক এহসান হাজসাফি বলেছিলেন, ‘আমাদের মেনে নিতে হবে যে দেশের পরিস্থিতি ঠিক নয় এবং আমাদের জনগণ ভালো নেই।’
ইরানের বক্সিং ফেডারেশনের প্রধান হোসেইন সোরি ঘোষণা দিয়েছেন যে তিনি তাঁর দেশে বিক্ষোভে সহিংস দমনপীড়নের কারণে স্পেনের একটি টুর্নামেন্ট থেকে আর দেশে ফিরবেন না।
গত সেপ্টেম্বরে পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর ইরান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর অভিযানে এখন পর্যন্ত প্রায় ৪০০ বিক্ষোভকারী নিহত হয়েছে। আর গ্রেপ্তার হয়েছে প্রায় ১৭ হাজার জন। এ ছাড়া বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে অন্তত পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
রাশিয়ার একটি ড্রোন সম্প্রতি পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করার পর ইউরোপের পূর্ব প্রান্তের প্রতিরক্ষা শক্তিশালী করতে ন্যাটো নতুন অভিযান শুরু করেছে। শুক্রবার এ তথ্য জানান ন্যাটো মহাসচিব মার্ক রুটে।
২ ঘণ্টা আগেনেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় শীতল নিবাসে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাঁকে শপথবাক্য পাঠ করান। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী প্রধানমন্ত্রী ও নির্বাহী প্রধানের দায়িত্ব নিলেন কারকি।
৪ ঘণ্টা আগেনেপালে জেন-জি বিক্ষোভে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) নেপাল পুলিশের মুখপাত্র ডিআইজি বিনোদ ঘিমিরে বিষয়টি নিশ্চিত করেছেন।
৪ ঘণ্টা আগেআমেরিকার জনপ্রিয় ডানপন্থী ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায় মূল সন্দেহভাজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার ইউটাহ অঙ্গরাজ্যের গভর্নর স্পেনসার কক্স জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম টাইলার রবিনসন। তাঁর বয়স ২২ বছর।
৫ ঘণ্টা আগে