Ajker Patrika

গাজায় যুদ্ধবিরতিতে রাজি হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের লড়াই চলবে

গাজায় যুদ্ধবিরতিতে রাজি হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের লড়াই চলবে

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি দেওয়া হলেও তা লেবানন–ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহর জন্য প্রযোজ্য হবে না। গতকাল শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্ত এ ঘোষণা দিয়েছেন বলে সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

টাইমস অব ইসরায়েলে তাঁকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘হিজবুল্লাহ যদি ভেবে থাকে, দক্ষিণে যুদ্ধবিরতি চললে তাদের সঙ্গেও যুদ্ধ বন্ধ থাকবে, তবে তারা বিরাট ভুল করছে।’ 

গালান্ত বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ইসরায়েল এমন কোনো পরিস্থিতিতে না পৌঁছাচ্ছে যেখানে (ইসরায়েলের) উত্তরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা থামব না। কূটনৈতিকভাবে হোক বা সামরিক উপায়ে, নিরাপত্তা ফিরিয়ে আনার পরই আমরা শান্ত হব।’ 

এর আগে গত ডিসেম্বরে গালান্ত হিজবুল্লাহকে দক্ষিণ লেবাননের লিতানি নদীর ওপারে পাঠিয়ে দেওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, ‘আমরা জাতিসংঘের ১৭০১ নম্বর প্রস্তাব অনুসারে হিজবুল্লাহকে একটি আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে লিতানির বাইরে ঠেলে দিয়ে বাসিন্দাদের নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই।’ 

এমনকি গত মাসে এ প্রস্তাব পুরোপুরি বাস্তবায়িত করতে প্রস্তুত বলে জানায় লেবানন সরকার। 

গত ৮ জানুয়ারি লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বউ হাবিব বলেন, ‘প্রস্তাব ১৭০১ পুরোপুরি কার্যকর করতে লেবানন প্রস্তুত। এর পরিবর্তে ইসরায়েলকে দখলকৃত লেবানন ভূমিকে মুক্ত করতে হবে এবং লেবাননের সার্বভৌমত্বে আঘাত করা বন্ধ করতে হবে।’ 

রেজুলেশনে ইসরায়েলের সহিংসতা সম্পূর্ণরূপে বন্ধ করার ও দক্ষিণ লেবানন দখলমুক্ত করার আহ্বান জানানো হয়েছে। 

গত অক্টোবর থেকেই লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে। পাল্টাপাল্টি হামলা চলছে। ২০০৬ সালের সর্বাত্মক যুদ্ধের পর এই প্রথম দুই পক্ষ এমন মাত্রার লড়াইয়ে জড়াল। 

গত ৭ অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা চালানোর পর থেকেই লেবানন–ইসরায়েল সীমান্তে উত্তেজনা শুরু হয়। গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ২৭ হাজার ১৩১ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৬৬ হাজার ২৮৭ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত