অনলাইন ডেস্ক
হামাসের প্রয়াত শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের স্ত্রী সামার আবু জামার গাজা থেকে পালিয়ে তুরস্কে গিয়ে আবারও বিয়ে করেছেন। গাজা থেকে পাওয়া একটি সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ওয়াইনেট’ এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রথম কয়েক মাসে গাজা থেকে হামাস নেতাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার একটি বড় অভিযানের অংশ হিসেবে সামার আবু জামারকেও বের করে আনা হয়। পরে তাঁকে একটি ভুয়া পাসপোর্ট ব্যবহার করে রাফা সীমান্ত দিয়ে মিসরের পথে তুরস্কে পাঠানো হয়।
গাজার সূত্রটি ওয়াইনেটকে বলে, ‘তিনি (জামার) এখন আর এখানে নেই। তিনি তুরস্কে, বাচ্চারাও সঙ্গেও আছে।’ ওই সূত্র বলে, তিনি গাজার আরেক নারীর নামে ভুয়া পাসপোর্ট নিয়ে রাফা ক্রসিং পার হন। এর জন্য প্রয়োজন হয় ব্যাপক সহায়তা ও প্রচুর অর্থ—যা সাধারণ কোনো গাজাবাসীর পক্ষে জোগাড় করা সম্ভব নয়।
প্রতিবেদন আরও উল্লেখ করেছে, তুরস্কে সামার আবু জামারের নতুন বিয়েতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন হামাসের রাজনৈতিক শাখার প্রভাবশালী সদস্য ফাতিহ হামাদ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজা থেকে নিখোঁজ রয়েছেন ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ারের স্ত্রী নাজওয়া সিনওয়ারও। তবে তাঁর গাজা ছেড়ে যাওয়ার স্পষ্ট প্রমাণ নেই। আবার তাঁর কোনো ছবি বা অবস্থানসংক্রান্ত তথ্যও সামনে আসেনি। এতে ধরে নেওয়া হচ্ছে—তিনিও আর গাজায় নেই।
এমন প্রেক্ষাপটে ইসরায়েলি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে, সামার আবু জামার ও নাজওয়া সিনওয়ার উভয়েই রাফা সীমান্ত দিয়ে গাজা ছাড়েন।
অন্যদিকে, একমাত্র গুরুত্বপূর্ণ নারী ব্যক্তিত্ব হিসেবে এখনো গাজায় অবস্থান করছেন মোহাম্মদ দেইফের স্ত্রী উম্মে খালেদ। অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, তিনি একটি সাদামাটা ঘরে তিন সন্তানকে নিয়ে অবস্থান করছেন এবং বলছেন, ‘আমি পালিয়ে যাচ্ছি না। আমি আমার জনগণের সঙ্গে আছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের ঘরে চারটি তোশক আর একটি চট রয়েছে। যুদ্ধের আগে যেমন ছিল, এখনো তেমনই আছে।’
হামাসের প্রয়াত শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের স্ত্রী সামার আবু জামার গাজা থেকে পালিয়ে তুরস্কে গিয়ে আবারও বিয়ে করেছেন। গাজা থেকে পাওয়া একটি সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ওয়াইনেট’ এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রথম কয়েক মাসে গাজা থেকে হামাস নেতাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার একটি বড় অভিযানের অংশ হিসেবে সামার আবু জামারকেও বের করে আনা হয়। পরে তাঁকে একটি ভুয়া পাসপোর্ট ব্যবহার করে রাফা সীমান্ত দিয়ে মিসরের পথে তুরস্কে পাঠানো হয়।
গাজার সূত্রটি ওয়াইনেটকে বলে, ‘তিনি (জামার) এখন আর এখানে নেই। তিনি তুরস্কে, বাচ্চারাও সঙ্গেও আছে।’ ওই সূত্র বলে, তিনি গাজার আরেক নারীর নামে ভুয়া পাসপোর্ট নিয়ে রাফা ক্রসিং পার হন। এর জন্য প্রয়োজন হয় ব্যাপক সহায়তা ও প্রচুর অর্থ—যা সাধারণ কোনো গাজাবাসীর পক্ষে জোগাড় করা সম্ভব নয়।
প্রতিবেদন আরও উল্লেখ করেছে, তুরস্কে সামার আবু জামারের নতুন বিয়েতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন হামাসের রাজনৈতিক শাখার প্রভাবশালী সদস্য ফাতিহ হামাদ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজা থেকে নিখোঁজ রয়েছেন ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ারের স্ত্রী নাজওয়া সিনওয়ারও। তবে তাঁর গাজা ছেড়ে যাওয়ার স্পষ্ট প্রমাণ নেই। আবার তাঁর কোনো ছবি বা অবস্থানসংক্রান্ত তথ্যও সামনে আসেনি। এতে ধরে নেওয়া হচ্ছে—তিনিও আর গাজায় নেই।
এমন প্রেক্ষাপটে ইসরায়েলি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে, সামার আবু জামার ও নাজওয়া সিনওয়ার উভয়েই রাফা সীমান্ত দিয়ে গাজা ছাড়েন।
অন্যদিকে, একমাত্র গুরুত্বপূর্ণ নারী ব্যক্তিত্ব হিসেবে এখনো গাজায় অবস্থান করছেন মোহাম্মদ দেইফের স্ত্রী উম্মে খালেদ। অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, তিনি একটি সাদামাটা ঘরে তিন সন্তানকে নিয়ে অবস্থান করছেন এবং বলছেন, ‘আমি পালিয়ে যাচ্ছি না। আমি আমার জনগণের সঙ্গে আছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের ঘরে চারটি তোশক আর একটি চট রয়েছে। যুদ্ধের আগে যেমন ছিল, এখনো তেমনই আছে।’
নানা অজুহাতে নিজে দেশের নাগরিকদেরই বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারতের বিজেপি সরকার। পশ্চিমবঙ্গ, আসামসহ বাঙালি অধ্যুষিত বিভিন্ন রাজ্যে এখন বাংলাদেশে ফেরত পাঠানোর আতঙ্কে আছেন বহু মানুষ। এই ভয়ে কলকাতায় এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
১৯ মিনিট আগেশাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা এক বিবৃতিতে জানিয়েছেন, হামাস যোদ্ধা এবং গাজার বেসামরিক নাগরিকেরা যা খায়, জিম্মিরাও তা-ই খায়। রেড ক্রসের আহ্বানকে স্বাগত জানালেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন, গাজার সব মানুষ যেমন আছে জিম্মিরা তেমনই থাকবে। কোনো বিশেষ সুবিধা তাদের দেওয়া হবে না।
২৬ মিনিট আগেইয়েমেন উপকূলে নৌকা ডুবে অন্তত ৬৮ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে এবং আরও ৭৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল রোববার বৈরী আবহাওয়ার...
১ ঘণ্টা আগেইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে সাম্প্রতিক সময়ে ঘন ঘন অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণকে ‘অস্বাভাবিক ও বিপজ্জনক’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য। এসবের মধ্যে অন্তত কিছু ঘটনার জন্য তিনি ইসরায়েলের সম্ভাব্য তৎপরতাকে দায়ী করেছেন।
১১ ঘণ্টা আগে