Ajker Patrika

টিভি সেন্টারে ইসরায়েলের হামলায় সাংবাদিক নিহত, সিপিজের নিন্দা

অনলাইন ডেস্ক
আপডেট : ১৭ জুন ২০২৫, ১৬: ১৯
গত সোমবার ইরানের রাষ্ট্রীয় টিভি স্টেশনে হামলা চালায় ইসরায়েল। ছবি: এএফপি
গত সোমবার ইরানের রাষ্ট্রীয় টিভি স্টেশনে হামলা চালায় ইসরায়েল। ছবি: এএফপি

সাংবাদিক সুরক্ষা কমিটি (সিপিজে) গতকাল সোমবার তেহরানে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের স্টুডিওতে ইসরায়েলের হামলায় ‘হতবাক’ হয়েছে। তারা গণমাধ্যমকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

সিপিজের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা আঞ্চলিক পরিচালক সারা কুদাহ বলেন, প্রতিবেদকেরা সরাসরি সম্প্রচারে থাকাকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে ইসরায়েলের বোমা হামলায় সিপিজে হতবাক।

সারা কুদাহ আরও বলেন, গাজায় ইসরায়েল নির্বিচারে অন্তত ১৮৫ জন সাংবাদিককে হত্যা করেছে। গাজার ঘটনায় একপ্রকার দায়মুক্তি পেয়ে যাওয়ায় তারা এই অঞ্চলের অন্যত্র গণমাধ্যমকে লক্ষ্যবস্তু করতে উৎসাহিত হয়েছে। এই রক্তপাত এখনই বন্ধ হওয়া উচিত।

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইএনএনের স্টুডিওতে ইসরায়েলের হামলার সময় সংবাদ উপস্থাপক সাহার ইমানির সরাসরি সম্প্রচারে ছিলেন। তিনি ইরানের ওপর চলমান হামলা সম্পর্কে খবর দিচ্ছিলেন। সিপিজের বিবৃতি অনুসারে, হামলার আগে ইমানি সরাসরি সম্প্রচারে বলেছিলেন, ‘শুনুন, আপনারা যা শুনছেন তা আক্রমণকারীর শব্দ।’

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত