Ajker Patrika

আমিরাতে হামলার জবাবে ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা, নিহত ১১ 

আমিরাতে হামলার জবাবে ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা, নিহত ১১ 

সংযুক্ত আরব আমিরাতে হামলার জবাবে ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। এই হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। ভুক্তভোগীদের পরিবার ও চিকিৎসকদের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

আকরাম আল আহদাল নামে একজন নিহতের আত্মীয় জানান, ১১ জন নিহত হয়েছেন। ধ্বংসাবশেষ থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। দুটি ভবনে বিমান হামলাটি চালানো হয়। হামলার পর ভবন দুটি ধসে পড়ে। 

এর আগে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্য সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ড্রোন হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে তিনজন নিহত হন। নিহতদের দু’জন ভারতীয় এবং অন্যজন পাকিস্তানি নাগরিক। এই হামলার জবাবেই গতকাল মঙ্গলবার ইয়েমেনের রাজধানী সানায় সৌদি জোট বিমান হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 
 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত