Ajker Patrika

ফিলিস্তিনিদের জাহান্নামে পাঠাতে বললেন সেলিব্রিটি মনোবিদ জর্ডান পিটারসন

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ২৩: ৫২
ফিলিস্তিনিদের জাহান্নামে পাঠাতে বললেন সেলিব্রিটি মনোবিদ জর্ডান পিটারসন

সর্বাধিক বিক্রীত বইয়ের লেখক ও জনপ্রিয় ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ড. জর্ডান বি পিটারসন। সোশ্যাল মিডিয়াতে রীতিমতো সেলিব্রিটি বিশেষজ্ঞ বুদ্ধিজীবী তিনি। গতকাল শনিবার ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার কিছুক্ষণ পরই এ নিয়ে এক্স প্ল্যাটফর্মে (টুইটার) সরব হয়েছেন পিটারসন। 

এক্সে দেওয়া স্ট্যাটাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ট্যাগ করে জর্ডান পিটারসন বলেছেন, ‘ওদের জেলে পাঠান নেতানিয়াহু। যথেষ্ট হয়েছে।’ 

শুধু তাই নয়, প্রেসিডেন্ট থাকাকালীন আরব–ইসরায়েল সমস্যা সমাধানে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের পক্ষে দাঁড়িয়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র সমালোচনাও করেছেন পিটারসন। তিনি মার্কিন প্রেসিডেন্টকে ট্যাগ করে লিখেছেন, ‘বাস্তবতা হলো, বাইডেন যদি তাদের অযৌক্তিকভাবে একঘরে করে না রাখতেন তাহলে সৌদি আরব ঠিকই আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করত। তাহলে এখন ইসরায়েলের বিরুদ্ধে ইরানের উসকানির ঠেকাতে নামত সৌদি আরব। (প্রেসিডেন্ট বাইডেন) এই দায় আপনার।’

peterson 01এই যুদ্ধের জন্য বারবার ইরানকেই দায়ী করছেন জর্ডান পিটারসন। আর ইরানের এই ঔদ্ধত্যের পেছনে বাইডেনের দায় আছে বলেও অভিযোগ করছেন তিনি। 

peterson 03ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে সোশ্যাল মিডিয়াতে সরব সমাজতান্ত্রিক ভাবধারার মানুষদেরও একহাত নিচ্ছেন জর্ডান পিটারসন। সমাজতান্ত্রিকদের একটি এক্স হ্যান্ডলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে স্ট্যাটাস দেওয়ায় তাদের তীব্র সমালোচনা করেছেন তিনি। স্ট্যাটাসটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘তোমরা খুনি, অ্যান্টি সেমিটিক (ইহুদি বিদ্বেষী) ইঁদুর!’

peterson 02উল্লেখ্য, নারীর সমান অধিকার, সমকামিতা ও এলজিবিটিকিউ অধিকার, ধার্মিকতা ইত্যাদি বিষয়ে রক্ষণশীল অবস্থানের কারণে বিশেষ করে ধার্মিকদের মধ্যে বেশ জনপ্রিয় জর্ডান পিটারসন। রক্ষণশীল মুসলিমদের মধ্যেও তাঁর অনেক ভক্ত রয়েছে। তবে হামাস ও ইসরায়েল সংঘাত ইস্যুতে তাঁর এই স্ট্যাটাসগুলোর কারণে অনেকে এক্স প্ল্যাটফর্মে পিটারসনকে আনফলো করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত