১৭ বছর বয়েসি এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। সোমবার অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে ওই কিশোরকে গুলি করে হত্যা করা হয়। এ সময় আহত হন আরও কয়েকজন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মোহাম্মদ আকরাম আবু সালাহ নামে ওই কিশোরকে জেনিনের সিলাত আল-হারিদিয়া গ্রামে হত্যা করা হয়। সেখানে ইসরায়েলি বাহিনীর সদস্যরা মোহাম্মদ জারাদাত নামে এক ব্যক্তির বাড়ি ভাঙতে এসেছিল। গত বছর জারাদাত এক ইসরায়েলি বসতি স্থাপনকারীকে হত্যা করেছিলেন এমন অভিযোগের ভিত্তিতে তাঁর বাড়ি ভেঙে দিতে এসেছিল ইসরায়েলি বাহিনীর সদস্যরা।
এ সময় ইসরায়েলি বাহিনী তাঁদের সঙ্গে একটি সামরিক বুলডোজার এনেছিল এবং সেই এলাকার রাস্তাঘাট আটকে রেখেছিল।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সিলাত আল-হারিদিয়ায় ইসরায়েলি বাহিনীর অভিযানের খবর শুনে আশপাশের এলাকা থেকে প্রচুর মানুষ পায়ে হেঁটে সেখানে পৌঁছান এবং ইসরায়েলি বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টা করেন। জনগণকে নিরস্ত করতে ইসরায়েলি সেনারা রাবার বুলেট ছুড়লে বেশ কয়েকজন আহত হন। আহতদের সরিয়ে নিতে গেলে প্যালেস্টাইন রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স প্রবেশেও বাধা দেয় ইসরায়েলিরা।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ঘটনাস্থলে ইসরায়েলি সেনা ও স্থানীয় বন্দুকধারীদের মধ্যে গোলাগুলি ঘটে। এ ছাড়া স্থানীয়রা ইসরায়েলি বাহিনীর ওপর পাথর নিক্ষেপ করে ও পেট্রোল বোমা ছুড়ে। বিপরীতে স্থানীয়দের হামলার জবাবে ইসরায়েলি বাহিনী গুলি ছুড়ে বলে এক বিবৃতিতে জানিয়েছে।
তবে ওই গোলাগুলিতে কেউ নিহত হয়েছেন এমন কোনো খবর জানায়নি ইসরায়েলি সেনারা।
১৭ বছর বয়েসি এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। সোমবার অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে ওই কিশোরকে গুলি করে হত্যা করা হয়। এ সময় আহত হন আরও কয়েকজন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মোহাম্মদ আকরাম আবু সালাহ নামে ওই কিশোরকে জেনিনের সিলাত আল-হারিদিয়া গ্রামে হত্যা করা হয়। সেখানে ইসরায়েলি বাহিনীর সদস্যরা মোহাম্মদ জারাদাত নামে এক ব্যক্তির বাড়ি ভাঙতে এসেছিল। গত বছর জারাদাত এক ইসরায়েলি বসতি স্থাপনকারীকে হত্যা করেছিলেন এমন অভিযোগের ভিত্তিতে তাঁর বাড়ি ভেঙে দিতে এসেছিল ইসরায়েলি বাহিনীর সদস্যরা।
এ সময় ইসরায়েলি বাহিনী তাঁদের সঙ্গে একটি সামরিক বুলডোজার এনেছিল এবং সেই এলাকার রাস্তাঘাট আটকে রেখেছিল।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সিলাত আল-হারিদিয়ায় ইসরায়েলি বাহিনীর অভিযানের খবর শুনে আশপাশের এলাকা থেকে প্রচুর মানুষ পায়ে হেঁটে সেখানে পৌঁছান এবং ইসরায়েলি বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টা করেন। জনগণকে নিরস্ত করতে ইসরায়েলি সেনারা রাবার বুলেট ছুড়লে বেশ কয়েকজন আহত হন। আহতদের সরিয়ে নিতে গেলে প্যালেস্টাইন রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স প্রবেশেও বাধা দেয় ইসরায়েলিরা।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ঘটনাস্থলে ইসরায়েলি সেনা ও স্থানীয় বন্দুকধারীদের মধ্যে গোলাগুলি ঘটে। এ ছাড়া স্থানীয়রা ইসরায়েলি বাহিনীর ওপর পাথর নিক্ষেপ করে ও পেট্রোল বোমা ছুড়ে। বিপরীতে স্থানীয়দের হামলার জবাবে ইসরায়েলি বাহিনী গুলি ছুড়ে বলে এক বিবৃতিতে জানিয়েছে।
তবে ওই গোলাগুলিতে কেউ নিহত হয়েছেন এমন কোনো খবর জানায়নি ইসরায়েলি সেনারা।
ভারতের উত্তরাখণ্ডে এক বিশেষ অভিযানে ১৪ ভুয়া সাধু-সন্ন্যাসী গ্রেপ্তার হয়েছে। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রাজ্যের অপরাধ ও আইনশৃঙ্খলা শাখার মহাপরিদর্শক নিলেশ আনন্দ ভরনে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ‘অপারেশন কালনেমি’ নামের বিশেষ এই অভিযানে এখন পর্যন্ত সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হ
২০ মিনিট আগেভারতীয় পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর থেকেই মোদি সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ বিরোধীরা। এরই জেরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল
২৪ মিনিট আগেমিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় ফের ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে। জান্তা সেনারা রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে (এএ) তিন দিক থেকে রাখাইন রাজ্যের ভেতরে ঠেলে দিতে ব্যাপক হামলা চালাচ্ছে। একদিকে লড়াই চলছে সীমান্তবর্তী এলাকায়, অন্যদিকে রাখাইনের ভেতরেও কৌশলগত জায়গাগুলোর দখল নিতে জান্তা বাহিনীর
৩৮ মিনিট আগেবার্তা সংস্থা ওয়াফার তথ্যমতে, শুধু গতকাল রোববারই রামাল্লা, বেথলেহেম, নাবলুসসহ পশ্চিম তীরের বিভিন্ন স্থান থেকে প্রায় ১৪ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনারা
১ ঘণ্টা আগে