Ajker Patrika

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনারা 

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনারা 

১৭ বছর বয়েসি এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। সোমবার অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে ওই কিশোরকে গুলি করে হত্যা করা হয়। এ সময় আহত হন আরও কয়েকজন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মোহাম্মদ আকরাম আবু সালাহ নামে ওই কিশোরকে জেনিনের সিলাত আল-হারিদিয়া গ্রামে হত্যা করা হয়। সেখানে ইসরায়েলি বাহিনীর সদস্যরা মোহাম্মদ জারাদাত নামে এক ব্যক্তির বাড়ি ভাঙতে এসেছিল। গত বছর জারাদাত এক ইসরায়েলি বসতি স্থাপনকারীকে হত্যা করেছিলেন এমন অভিযোগের ভিত্তিতে তাঁর বাড়ি ভেঙে দিতে এসেছিল ইসরায়েলি বাহিনীর সদস্যরা।

এ সময় ইসরায়েলি বাহিনী তাঁদের সঙ্গে একটি সামরিক বুলডোজার এনেছিল এবং সেই এলাকার রাস্তাঘাট আটকে রেখেছিল।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সিলাত আল-হারিদিয়ায় ইসরায়েলি বাহিনীর অভিযানের খবর শুনে আশপাশের এলাকা থেকে প্রচুর মানুষ পায়ে হেঁটে সেখানে পৌঁছান এবং ইসরায়েলি বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টা করেন। জনগণকে নিরস্ত করতে ইসরায়েলি সেনারা রাবার বুলেট ছুড়লে বেশ কয়েকজন আহত হন। আহতদের সরিয়ে নিতে গেলে প্যালেস্টাইন রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স প্রবেশেও বাধা দেয় ইসরায়েলিরা। 

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ঘটনাস্থলে ইসরায়েলি সেনা ও স্থানীয় বন্দুকধারীদের মধ্যে গোলাগুলি ঘটে। এ ছাড়া স্থানীয়রা ইসরায়েলি বাহিনীর ওপর পাথর নিক্ষেপ করে ও পেট্রোল বোমা ছুড়ে। বিপরীতে স্থানীয়দের হামলার জবাবে ইসরায়েলি বাহিনী গুলি ছুড়ে বলে এক বিবৃতিতে জানিয়েছে। 

তবে ওই গোলাগুলিতে কেউ নিহত হয়েছেন এমন কোনো খবর জানায়নি ইসরায়েলি সেনারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং: বিমানের সঙ্গে থাকবে বিদেশি কোম্পানি

চন্দ্রগ্রহণের সময় মুমিনের করণীয় আমল

শেখ হাসিনার শত্রু ছিলাম, তাঁকে বের করেছি, তাঁর ভাগনির চাকরি খেয়েছি: ববি হাজ্জাজ

বেতন চাইলে গৃহকর্মীদের পিস্তল দেখান সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা, ৯৯৯-এ কল পেয়ে গ্রেপ্তার

চন্দ্রগ্রহণ চলছে, ব্লাড মুন দেখা যাবে রাত সাড়ে ১১টায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত