Ajker Patrika

উত্তরাখণ্ডে ভুয়া সাধু-সন্ন্যাসীর বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছে পুলিশ, গ্রেপ্তার ১৪

কলকাতা প্রতিনিধি  
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৫৭
উত্তরাখণ্ডে ‘ভুয়া’ সাধু গ্রেপ্তার। ফাইল ছবি
উত্তরাখণ্ডে ‘ভুয়া’ সাধু গ্রেপ্তার। ফাইল ছবি

ভারতের উত্তরাখণ্ডে এক বিশেষ অভিযানে ১৪ ভুয়া সাধু-সন্ন্যাসী গ্রেপ্তার হয়েছে। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রাজ্যের অপরাধ ও আইনশৃঙ্খলা শাখার মহাপরিদর্শক নিলেশ আনন্দ ভরনে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ‘অপারেশন কালনেমি’ নামের বিশেষ এই অভিযানে এখন পর্যন্ত সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এক হাজারের বেশি মানুষের বিরুদ্ধে।

ভুয়া সন্ন্যাসী বা সাধুদের দ্বারা সংঘটিত প্রতারণাসহ নানা ধরনের অপরাধ নিয়ন্ত্রণে এই অভিযান চালানো হচ্ছে।

নিলেশ আনন্দ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। কেউ ভুয়া কাগজপত্রের মাধ্যমে চিকিৎসক সেজে ভুলভাল চিকিৎসা দিচ্ছেন। কেউ আবার আধ্যাত্মিক পদ্ধতিতে রোগ সারানোর কথা বলে নারীদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ছেন।

অভিযানের আওতায় হরিদ্বারে প্রায় ২ হাজার ৭০০ জনের বিরুদ্ধে তদন্ত করা হয়, বিপরীতে গ্রেপ্তার হন তিনজন। দেরাদুনে ৯২২ জনকে জিজ্ঞাসাবাদ করে পাঁচজনকে ধরা হয়। পাশাপাশি টেহরি, পাউরি, আলমোড়া, নৈনিতালসহ একাধিক জেলায় একই ধরনের অভিযান চলছে। সব ভুয়া ‘বাবা’কে গ্রেপ্তার না করা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেন জানান তিনি।

পুলিশ বলছে, দেবভূমির ‘পবিত্র ভাবমূর্তি’ রক্ষা করার স্বার্থেই এ অভিযান চালানো হচ্ছে। কারণ, উত্তরাখণ্ড হিন্দুধর্মাবলম্বীদের কাছে বিশেষ আধ্যাত্মিক গুরুত্বের জায়গা। চারধাম যাত্রা, হরিদ্বারের গঙ্গাতট কিংবা কেদারনাথ-বদ্রিনাথ—সবই এই রাজ্যের অংশ। সেখানে যদি ভুয়া সাধু-সন্ন্যাসীর আস্তানা গড়ে ওঠে, তবে সেই ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।

রামায়ণে রাক্ষসরাজ রাবণের মামা মারিচের ছেলের নামে এই অভিযানের নামকরণ হয়েছে ‘কালনেমি’। পৌরাণিক কাহিনি অনুযায়ী, সঞ্জীবনী বুটি আনার সময় সাধুর বেশে ছদ্মবেশী হয়ে হনুমানকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ হাসিনার শত্রু ছিলাম, তাঁকে বের করেছি, তাঁর ভাগনির চাকরি খেয়েছি: ববি হাজ্জাজ

চন্দ্রগ্রহণের সময় মুমিনের করণীয় আমল

বেতন চাইলে গৃহকর্মীদের পিস্তল দেখান সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা, ৯৯৯-এ কল পেয়ে গ্রেপ্তার

চন্দ্রগ্রহণ চলছে, ব্লাড মুন দেখা যাবে রাত সাড়ে ১১টায়

ভারতে শেখ হাসিনার পরিণতি নিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তদন্ত সংস্থাকে যা বলেছেন বদরুদ্দীন উমর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত