প্রয়োজনীয় খাদ্যের অভাবে গাজায় সামাজিক রীতিনীতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। প্রায় বন্ধ হয়ে গেছে আহতদের চিকিৎসাসেবাও। অবরুদ্ধ গাজা উপত্যকার এই বেহাল দশায়ও হামলা বন্ধ করেনি ইসরায়েল। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ছাড়িয়েছে ১৮ হাজার ২০০। এ অবস্থায় আশঙ্কা করা হচ্ছে, সীমান্তের বাধা উপেক্ষা করে মিসরে চলে যেতে পারে বিপুলসংখ্যক গাজাবাসী।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে ১৮ হাজার ২০৫ জন, যার অর্ধেকেরই বেশি শিশু ও নারী। এ ছাড়া ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধলক্ষ। গতকাল সোমবার সন্ধ্যায় নিয়মিত আপডেটে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার মানুষ আহত হয়েছে।
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় সবাইকেই ঘরছাড়া হতে হয়েছে ইসরায়েলি হামলার কারণে। তাদের প্রায় অর্ধেকই এখন অনাহারে।
গাজায় শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের প্রতিষ্ঠান ইউএনআরডব্লিউএ গাজায় তীব্র খাদ্যসংকটের কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, ‘ক্ষুধা সবাইকে তাড়িয়ে বেড়াচ্ছে।’ সংস্থাটি জানিয়েছে, এ অবস্থায় গাজায় সামাজিক মূল্যবোধ, রীতিনীতি ভেঙে পড়েছে। শরণার্থী শিবির পালিয়ে মিসরের দিকে চলে যাওয়ার ঝোঁক বাড়ছে।
সংস্থাটি জানিয়েছে, গাজার মানুষ কেবল খাবারের অভাব বোধ করছে তা নয়, নিরাপদ আশ্রয় না থাকায় তীব্র শীতেও তারা অসুস্থ হয়ে পড়ছে। প্রয়োজনীয় খাবার তো নেইই, যা-ও বা আছে, তার মূল্য এত বেশি যে তা প্রায় সবারই নাগালের বাইরে। এই অবস্থায় অবরুদ্ধ অঞ্চলটিতে সামাজিক রীতিনীতির ভাঙন দেখা দিয়েছে। লুট, ডাকাতির মতো কার্যক্রম শুরু হয়ে গেছে।
এই অবস্থায় জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় মানবিক যুদ্ধবিরতির লক্ষ্যে একটি প্রস্তাব উত্থাপিত হতে যাচ্ছে আজ মঙ্গলবার। এই প্রস্তাবটি গত রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল তার অনুরূপ। নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব বাস্তবতা বিবর্জিত বলে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। ভোট দেওয়া থেকে বিরত থাকে যুক্তরাজ্য।
প্রয়োজনীয় খাদ্যের অভাবে গাজায় সামাজিক রীতিনীতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। প্রায় বন্ধ হয়ে গেছে আহতদের চিকিৎসাসেবাও। অবরুদ্ধ গাজা উপত্যকার এই বেহাল দশায়ও হামলা বন্ধ করেনি ইসরায়েল। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ছাড়িয়েছে ১৮ হাজার ২০০। এ অবস্থায় আশঙ্কা করা হচ্ছে, সীমান্তের বাধা উপেক্ষা করে মিসরে চলে যেতে পারে বিপুলসংখ্যক গাজাবাসী।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে ১৮ হাজার ২০৫ জন, যার অর্ধেকেরই বেশি শিশু ও নারী। এ ছাড়া ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধলক্ষ। গতকাল সোমবার সন্ধ্যায় নিয়মিত আপডেটে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার মানুষ আহত হয়েছে।
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় সবাইকেই ঘরছাড়া হতে হয়েছে ইসরায়েলি হামলার কারণে। তাদের প্রায় অর্ধেকই এখন অনাহারে।
গাজায় শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের প্রতিষ্ঠান ইউএনআরডব্লিউএ গাজায় তীব্র খাদ্যসংকটের কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, ‘ক্ষুধা সবাইকে তাড়িয়ে বেড়াচ্ছে।’ সংস্থাটি জানিয়েছে, এ অবস্থায় গাজায় সামাজিক মূল্যবোধ, রীতিনীতি ভেঙে পড়েছে। শরণার্থী শিবির পালিয়ে মিসরের দিকে চলে যাওয়ার ঝোঁক বাড়ছে।
সংস্থাটি জানিয়েছে, গাজার মানুষ কেবল খাবারের অভাব বোধ করছে তা নয়, নিরাপদ আশ্রয় না থাকায় তীব্র শীতেও তারা অসুস্থ হয়ে পড়ছে। প্রয়োজনীয় খাবার তো নেইই, যা-ও বা আছে, তার মূল্য এত বেশি যে তা প্রায় সবারই নাগালের বাইরে। এই অবস্থায় অবরুদ্ধ অঞ্চলটিতে সামাজিক রীতিনীতির ভাঙন দেখা দিয়েছে। লুট, ডাকাতির মতো কার্যক্রম শুরু হয়ে গেছে।
এই অবস্থায় জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় মানবিক যুদ্ধবিরতির লক্ষ্যে একটি প্রস্তাব উত্থাপিত হতে যাচ্ছে আজ মঙ্গলবার। এই প্রস্তাবটি গত রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল তার অনুরূপ। নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব বাস্তবতা বিবর্জিত বলে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। ভোট দেওয়া থেকে বিরত থাকে যুক্তরাজ্য।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ক্রিপ্টোকারেন্সি ব্যবসার শীর্ষ এক কর্তার কন্যা ও নাতিকে অপহরণ চেষ্টার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন পথচারীরা। মঙ্গলবার সকালে প্যারিসের ১১তম জেলার ব্যস্ত এক সড়কে চারজন অস্ত্রধারী এই অপহরণচেষ্টা চালিয়েছিল।
১২ ঘণ্টা আগেকাতার এয়ারওয়েজের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৬০টি বিমান কেনার একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর করেছে কাতার। আজ বুধবার এই চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বর্তমানে ট্রাম্প উপসাগরীয় আরব দেশগুলোতে...
১৩ ঘণ্টা আগেআহমেদ আল-শারা। একসময়ের আল-কায়েদা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট। বুধবার (স্থানীয় সময়) সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক তাঁর বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই বৈঠকেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন...
১৫ ঘণ্টা আগেকেউ মিথ্যা বলছে কি না, তা বুঝতে আমরা অনেক সময় মুখের অভিব্যক্তি, চোখের চাহনি বা কথাবার্তার ভঙ্গি পর্যবেক্ষণ করি। কিন্তু এফবিআই প্রশিক্ষিত যোগাযোগ বিশেষজ্ঞ হুয়ান ম্যানুয়েল গার্সিয়া লোপেজ জানালেন, আসল সংকেতটি লুকিয়ে থাকে মানুষের পায়ে।
১৫ ঘণ্টা আগে