দক্ষিণ লেবাননের ইসরায়েলি হামলায় গতকাল শনিবার একই পরিবারের চারজন সদস্যসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন নয়জন। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএর বরাতে খবরটি দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এনএনএ বলেছে, খিরবেত সেলম এলাকায় একটি বাড়িতে চালানো ওই হামলায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক দম্পতি ও তাঁদের দুই সন্তান এবং অন্য এক ব্যক্তি রয়েছেন। নিহত ওই মা গর্ভবতী ছিলেন।
ভয়াবহ এই হামলায় বাড়িটি ধ্বংস হয়ে গেছে এবং কাছাকাছি বসবাসকারী কমপক্ষে আরও নয়জন আহত হয়েছেন বলেও জানানো হয়। গত অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ শুরুর পর থেকেই লেবানন ও ইসরায়েলের সীমান্তে ইরান-সমর্থিত সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মধ্যে গুলি বিনিময় হয়ে দাঁড়িয়েছে প্রায় প্রতিদিনের ঘটনা।
এএফপির তথ্য অনুযায়ী, গত অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে অন্তত ৩১২ জন নিহত হয়েছেন। এদের বেশির ভাগই হিজবুল্লাহ যোদ্ধা। এ ছাড়া ইসরায়েলের হামলায় লেবাননের অন্তত ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
হিজবুল্লাহ ও আইডিএফের মধ্যকার সংঘাতটি মূলত সীমান্ত অঞ্চলেই হচ্ছে। তবে এই সংঘাত লেবাননেও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে।
গত মঙ্গলবার দক্ষিণ সীমান্তের গ্রাম হুলার একটি বাড়িতে ইসরায়েলি হামলায় লেবাননের এক দম্পতি ও তাঁদের ছেলে নিহত হন।
হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের অন্তত ১০ সেনা ও সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এএফপির পরিসংখ্যান অনুসারে, দক্ষিণ ইসরায়েলে হামাসের যে আক্রমণে গাজায় যুদ্ধের সূত্রপাত হয়েছিল, তাতে প্রায় ১ হাজার ১৬০ জন নিহত হয়েছেন। এরপর হামাসকে ধ্বংস করার জন্য ইসরায়েলের প্রতিশোধমূলক অভিযানে গাজায় এ পর্যন্ত ৩০ হাজার ৯৬০ জন নিহত হয়েছেন। হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, গাজায় নিহতের বেশির ভাগই নারী ও শিশু।
দক্ষিণ লেবাননের ইসরায়েলি হামলায় গতকাল শনিবার একই পরিবারের চারজন সদস্যসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন নয়জন। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএর বরাতে খবরটি দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এনএনএ বলেছে, খিরবেত সেলম এলাকায় একটি বাড়িতে চালানো ওই হামলায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক দম্পতি ও তাঁদের দুই সন্তান এবং অন্য এক ব্যক্তি রয়েছেন। নিহত ওই মা গর্ভবতী ছিলেন।
ভয়াবহ এই হামলায় বাড়িটি ধ্বংস হয়ে গেছে এবং কাছাকাছি বসবাসকারী কমপক্ষে আরও নয়জন আহত হয়েছেন বলেও জানানো হয়। গত অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ শুরুর পর থেকেই লেবানন ও ইসরায়েলের সীমান্তে ইরান-সমর্থিত সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মধ্যে গুলি বিনিময় হয়ে দাঁড়িয়েছে প্রায় প্রতিদিনের ঘটনা।
এএফপির তথ্য অনুযায়ী, গত অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে অন্তত ৩১২ জন নিহত হয়েছেন। এদের বেশির ভাগই হিজবুল্লাহ যোদ্ধা। এ ছাড়া ইসরায়েলের হামলায় লেবাননের অন্তত ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
হিজবুল্লাহ ও আইডিএফের মধ্যকার সংঘাতটি মূলত সীমান্ত অঞ্চলেই হচ্ছে। তবে এই সংঘাত লেবাননেও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে।
গত মঙ্গলবার দক্ষিণ সীমান্তের গ্রাম হুলার একটি বাড়িতে ইসরায়েলি হামলায় লেবাননের এক দম্পতি ও তাঁদের ছেলে নিহত হন।
হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের অন্তত ১০ সেনা ও সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এএফপির পরিসংখ্যান অনুসারে, দক্ষিণ ইসরায়েলে হামাসের যে আক্রমণে গাজায় যুদ্ধের সূত্রপাত হয়েছিল, তাতে প্রায় ১ হাজার ১৬০ জন নিহত হয়েছেন। এরপর হামাসকে ধ্বংস করার জন্য ইসরায়েলের প্রতিশোধমূলক অভিযানে গাজায় এ পর্যন্ত ৩০ হাজার ৯৬০ জন নিহত হয়েছেন। হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, গাজায় নিহতের বেশির ভাগই নারী ও শিশু।
চলমান যুদ্ধ বন্ধে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর যুক্তি, ‘রাশিয়া খুবই বড় শক্তি, ইউক্রেন নয়। তাই যুদ্ধ এড়িয়ে টিকে থাকতে হলে চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই।’ এই মন্তব্য ট্রাম্পের আলাস্কা বৈঠকের পর এসেছে...
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ক্ষমতায় থাকাকালে চীন কখনোই তাইওয়ানে আক্রমণ করবে না। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাঁকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ট্রাম্প। খবর রয়টার্সের।
২ ঘণ্টা আগেবোল্টন বলেছেন, ‘এই বৈঠকের পর ট্রাম্প কিছুই পাননি। যা পেয়েছেন তা হলো, আরও কিছু বৈঠকের প্রতিশ্রুতি। অন্যদিকে পুতিন ‘সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে অনেক দূর এগিয়ে গেছেন, যা আমি সব সময় তাঁর প্রধান লক্ষ্য বলে মনে করেছি।’
৪ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি হয়তো আশা করেছিলেন, এই বৈঠকে যুদ্ধ বন্ধের বিষয়ে একটি চুক্তি হবে। কিন্তু এমন কোনো কিছুই হয়নি। তাই ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনার জন্য সোমবার ওয়াশিংটনে যাচ্ছেন জেলেনস্কি।
৪ ঘণ্টা আগে