ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ছয় ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফুঁসে উঠেছেন দেশটির জনগণ। বিভিন্ন রাজনৈতিক দলও ধর্মঘট ডেকেছে।
টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়ছে।
হিস্তাদ্রুত লেবার ফেডারেশনের প্রধান আর্নন বার-ডেভিড গাজায় আটক জিম্মিদের মুক্তিতে ব্যর্থতার দায় সরকারের ওপর চাপিয়েছেন। এর প্রতিবাদে তিনি আগামীকাল সোমবার (২ সেপ্টেম্বর) সাধারণ ধর্মঘট ডেকেছেন। তিনি বলেছেন, ‘যেকোনো কিছুর চেয়ে শান্তিচুক্তিই অধিক গুরুত্বপূর্ণ।’
এ ছাড়া ইসরায়েলি সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ এবং বিরোধী দলীয় নেতা বেনি গানজও বিক্ষোভের ডাক দিয়েছেন।
একদিনের এই ধর্মঘট সোমবার সকাল ৬টায় শুরু হবে। তবে বার-ডেভিড বলেছেন, সোমবারের পরে কর্মসূচি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে। তেল আবিবের হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলি ফোরামের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজার টানেলে ইহুদিদের হত্যা করা হচ্ছে। এটা থামতে হবে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের কাছে থাকা এসব জিম্মিকে দুই-একদিন আগে হত্যা করা হয়েছে। এরপর তাদের উদ্ধার করেছেন তারা।
বিক্ষুব্ধরা বলছেন, নেতানিয়াহুর কারণে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করতে পারেনি। এ কারণে এসব জিম্মি জীবিত অবস্থায় ফিরতে পারেননি। অথচ ৩০০ দিনেরও বেশি সময় ধরে হামাসের কাছে জীবিত ছিলেন তাঁরা।
নেতানিয়াহুর বিরুদ্ধে আজ রোববার থেকেই বড় বিক্ষোভ শুরু হতে যাচ্ছে। ইসরায়েলি বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। এরমধ্যে অনেকে সেগুলো পালন করা শুরু করেছেন। জিম্মিদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে ইসরায়েলের রাজধানী তেলআবিবসহ বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া শুরু করেছেন।
ইসরায়েলের আইনসভা নেসেটের বাইরে বিক্ষোভকারীরা আগামীকাল ১২টায় একটি সমাবেশ ঘোষণা করেছে। একজন সংগঠক চিৎকার করে বলেন, ‘জাতির জন্য কী গুরুত্বপূর্ণ—সরকারের সদস্যরা এবার হাড়েহাড়ে টের পাবে। এই বিক্ষোভ শান্ত হবে না।
জিম্মিদের পরিবারের যে সংগঠন রয়েছে তারা ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে। সেখানে তারা প্রতীকী কফিন নিয়ে যাবেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
হামাস জানিয়েছে, আজ ইসরায়েলি বাহিনী যে ছয় জিম্মির মরদেহ উদ্ধার করেছে তাদের মধ্যে তিনজনকে চুক্তি হলেই মুক্তি দেওয়া হতো।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ছয় ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফুঁসে উঠেছেন দেশটির জনগণ। বিভিন্ন রাজনৈতিক দলও ধর্মঘট ডেকেছে।
টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়ছে।
হিস্তাদ্রুত লেবার ফেডারেশনের প্রধান আর্নন বার-ডেভিড গাজায় আটক জিম্মিদের মুক্তিতে ব্যর্থতার দায় সরকারের ওপর চাপিয়েছেন। এর প্রতিবাদে তিনি আগামীকাল সোমবার (২ সেপ্টেম্বর) সাধারণ ধর্মঘট ডেকেছেন। তিনি বলেছেন, ‘যেকোনো কিছুর চেয়ে শান্তিচুক্তিই অধিক গুরুত্বপূর্ণ।’
এ ছাড়া ইসরায়েলি সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ এবং বিরোধী দলীয় নেতা বেনি গানজও বিক্ষোভের ডাক দিয়েছেন।
একদিনের এই ধর্মঘট সোমবার সকাল ৬টায় শুরু হবে। তবে বার-ডেভিড বলেছেন, সোমবারের পরে কর্মসূচি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে। তেল আবিবের হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলি ফোরামের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজার টানেলে ইহুদিদের হত্যা করা হচ্ছে। এটা থামতে হবে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের কাছে থাকা এসব জিম্মিকে দুই-একদিন আগে হত্যা করা হয়েছে। এরপর তাদের উদ্ধার করেছেন তারা।
বিক্ষুব্ধরা বলছেন, নেতানিয়াহুর কারণে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করতে পারেনি। এ কারণে এসব জিম্মি জীবিত অবস্থায় ফিরতে পারেননি। অথচ ৩০০ দিনেরও বেশি সময় ধরে হামাসের কাছে জীবিত ছিলেন তাঁরা।
নেতানিয়াহুর বিরুদ্ধে আজ রোববার থেকেই বড় বিক্ষোভ শুরু হতে যাচ্ছে। ইসরায়েলি বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। এরমধ্যে অনেকে সেগুলো পালন করা শুরু করেছেন। জিম্মিদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে ইসরায়েলের রাজধানী তেলআবিবসহ বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া শুরু করেছেন।
ইসরায়েলের আইনসভা নেসেটের বাইরে বিক্ষোভকারীরা আগামীকাল ১২টায় একটি সমাবেশ ঘোষণা করেছে। একজন সংগঠক চিৎকার করে বলেন, ‘জাতির জন্য কী গুরুত্বপূর্ণ—সরকারের সদস্যরা এবার হাড়েহাড়ে টের পাবে। এই বিক্ষোভ শান্ত হবে না।
জিম্মিদের পরিবারের যে সংগঠন রয়েছে তারা ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে। সেখানে তারা প্রতীকী কফিন নিয়ে যাবেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
হামাস জানিয়েছে, আজ ইসরায়েলি বাহিনী যে ছয় জিম্মির মরদেহ উদ্ধার করেছে তাদের মধ্যে তিনজনকে চুক্তি হলেই মুক্তি দেওয়া হতো।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৭ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৯ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৯ ঘণ্টা আগে