Ajker Patrika

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন, ফল ঘোষিত হবে আজ

আপডেট : ১৯ জুন ২০২১, ১২: ৩৬
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন, ফল ঘোষিত হবে আজ

ঢাকা: ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ২টায় এই ভোট গ্রহণ সম্পন্ন হয়। আজ শনিবার সন্ধ্যার আগেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। 

 এর আগে শুক্রবার সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর একটানা ১৯ ঘণ্টা দেশের ভোটারদের তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয়। 

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টায় ভোট গ্রহণের মূল সময় শেষ হয়ে যাওয়ার পরও বহু মানুষ ভোটকেন্দ্রগুলোতে ভিড় করায় কয়েক দফা সময় বাড়ানো হয়। শেষ পর্যন্ত রাত ২টায় ভোটাভুটি শেষ হয়। অনেক কেন্দ্রে রাত ২টার পরও ভোটারদের ভোট দেওয়ার  সুযোগ দেওয়া হয়েছে। 

করোনাভাইরাসের প্রকোপের কারণে শুক্রবার সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ইরানব্যাপী প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। এ ছাড়া বিশ্বের আরও ১০১টি দেশে বসবাসরত প্রবাসী ইরানিদের জন্য ৪৫০টি ভোটকেন্দ্র খোলা হয়। এসব ভোটকেন্দ্রে প্রবাসী ভোটাররা বিপুল উৎসাহ নিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে খবর পাওয়া গেছে। 

ইরানের বিভিন্ন শহরে কঠোর লকডাউন ও কোয়ারেন্টিনে থাকা লোকজনের ভোট দেওয়ার  জন্য ভ্রাম্যমাণ ভোটকেন্দ্র খোলা হয়। হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের জন্য বিশেষ ব্যবস্থায় ব্যালট বাক্স পাঠিয়ে ভোট গ্রহণ করা হয়েছে। 

এবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন সাইয়্যেদ ইবরাহিম রাইসি, মোহসেন রেজায়ি, আব্দুন নাসের হেম্মাতি এবং কাজিযাদে হাশেমি। এর আগে অন্যতম প্রার্থী মেহের আলীজাদে অপর সংস্কারপন্থী প্রার্থী আব্দুন নাসের হেম্মাতির প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান এবং অন্য দুই প্রার্থী আলীরেজা যাকানি ও সাঈদ জালিলি নিজেদের প্রত্যাহার করে নিয়ে সাইয়্যেদ ইবরাহিম রাইসির প্রতি সমর্থন ঘোষণা করেন। 
 
ইরানের নির্বাচনী আইন অনুযায়ী কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পেতে ব্যর্থ হলে শীর্ষ দুই প্রার্থীর মধ্যে আবার প্রতিদ্বন্দ্বিতা হবে এবং আগামী এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা ভোট নেওয়া হবে। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত