Ajker Patrika

ইসরায়েলের দূতাবাস বন্ধের পক্ষে ভোট দিল দক্ষিণ আফ্রিকার সংসদ

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০১: ৩০
ইসরায়েলের দূতাবাস বন্ধের পক্ষে ভোট দিল দক্ষিণ আফ্রিকার সংসদ

হামাসের সঙ্গে সংঘাতের সূত্র ধরে গাজায় নির্বিচার বোমাবর্ষণ করে সাধারণ ফিলিস্তিনিদের হত্যার অভিযোগে ইতিপূর্বে বেশ কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। এবার একই পথে হাঁটছে সাউথ আফ্রিকাও। দেশটির পার্লামেন্ট ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। 
বাংলাদেশ সময় অনুযায়ী আজ মঙ্গলবার রাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় হামলার জেরে উত্তেজনার মধ্যে প্রিটোরিয়ায় থাকা ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দেওয়ার প্রস্তাব আনা হয়েছিল সাউথ আফ্রিকার পার্লামেন্টে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রস্তাবটি মূলত প্রতীকী আকারে করা হয়েছিল। এবার এটি বাস্তবায়ন করা হবে কি-না তা সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সরকারের ওপর নির্ভর করছে। দূতাবাস বন্ধের আহ্বান জানিয়ে করা প্রস্তাবটির পক্ষে ভোট পড়েছে ২৪৮ টি। আর দূতাবাস বন্ধ না করার পক্ষে ভোট পড়েছে ৯১ টি। 

বামপন্থী বিরোধী দল ইকোনমিক ফ্রিডম ফাইটারস (ইএফএফ) ওই প্রস্তাবটি করেছিল। পরে এটিকে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসও সমর্থন করে। তবে মধ্যপন্থী ও শ্বেতাঙ্গ সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) প্রস্তাবটির বিরোধিতা করেছে। ডেমোক্রেটিক অ্যালায়েন্স ইসরায়েলি নীতির সমর্থক। 

ইতিপূর্বে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা মন্তব্য করেছিলেন—তাঁর দেশ বিশ্বাস করে, ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ এবং গণহত্যা করছে। সেখানে হাজার হাজার নিরপরাধ সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত