আজকের পত্রিকা ডেস্ক
ইসরায়েলি নৃশংসতায় গাজা উপত্যকায় নতুন করে প্রাণ হারিয়েছেন আরও ৩৫ ফিলিস্তিনি। আজ মঙ্গলবার সূর্যোদয়ের পর থেকে স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত এত সংখ্যক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে ৮ জন ইসরায়েল-মার্কিন সমর্থিত বিতর্কিত মানবিক সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন। উপত্যকার মেডিকেল সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা।
মানবিক সংগঠন রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছে আরও কমপক্ষে ১১৮ জন। তাদের তথ্যমতে, সকাল থেকে এখন পর্যন্ত আহত হয়ে গাজা সিটির আল-কুদস হাসপাতালে ১১৮ জন ভর্তি হয়েছে। শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকা নাবুলসি জাংশনে ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন তারা।
এর আগে, গতকাল সোমবারও উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও ৬৫ ফিলিস্তিনি। আল-জাজিরার তথ্যমতে, গতকাল সোমবার প্রথমবারের মতো মধ্য গাজার দেইর-আল-বালাহে ট্যাংক মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া, উপত্যকার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলেও শুরু করেছে স্থল অভিযান। এর আগে এই দুই অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। কিন্তু তারা কোথায় সরে যাবেন, সে ব্যাপারে কোনো পরিষ্কার করে কিছু জানানো হয়নি।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, দেইর আল-বালাহ শহরে ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাংক হামলায় ঘরবাড়ি ও মসজিদে গোলাবর্ষণের ফলে অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
গতকাল সোমবার সকালে দেইর আল-বালাহ থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজজুম জানান, শহরের মধ্যে ইসরায়েলি ট্যাংক প্রবেশের সময়ই গুলির শব্দ শোনা যাচ্ছিল। তিনি বলেন, ‘পুরো শহরজুড়েই ইসরায়েলি হামলা চলছে। গতরাতে ঘুমানোর কোনো সুযোগই ছিল না। ইসরায়েলি বিমান, ট্যাংক এবং নৌবাহিনীর গানবোট থেকে একযোগে আবাসিক এলাকায় হামলা চালানো হচ্ছে। শহরের আরও তিনটি চত্বর ধ্বংস করা হয়েছে এবং বহু আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।’
এর আগে, রোববারের হামলায় অন্তত ১৩৪ ফিলিস্তিনি নিহত হন এবং ১ হাজার ১৫৫ জন আহত হন। গত বছর অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫৯ হাজার ২৯ জনে।
ইসরায়েলি নৃশংসতায় গাজা উপত্যকায় নতুন করে প্রাণ হারিয়েছেন আরও ৩৫ ফিলিস্তিনি। আজ মঙ্গলবার সূর্যোদয়ের পর থেকে স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত এত সংখ্যক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে ৮ জন ইসরায়েল-মার্কিন সমর্থিত বিতর্কিত মানবিক সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন। উপত্যকার মেডিকেল সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা।
মানবিক সংগঠন রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছে আরও কমপক্ষে ১১৮ জন। তাদের তথ্যমতে, সকাল থেকে এখন পর্যন্ত আহত হয়ে গাজা সিটির আল-কুদস হাসপাতালে ১১৮ জন ভর্তি হয়েছে। শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকা নাবুলসি জাংশনে ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন তারা।
এর আগে, গতকাল সোমবারও উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও ৬৫ ফিলিস্তিনি। আল-জাজিরার তথ্যমতে, গতকাল সোমবার প্রথমবারের মতো মধ্য গাজার দেইর-আল-বালাহে ট্যাংক মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া, উপত্যকার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলেও শুরু করেছে স্থল অভিযান। এর আগে এই দুই অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। কিন্তু তারা কোথায় সরে যাবেন, সে ব্যাপারে কোনো পরিষ্কার করে কিছু জানানো হয়নি।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, দেইর আল-বালাহ শহরে ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাংক হামলায় ঘরবাড়ি ও মসজিদে গোলাবর্ষণের ফলে অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
গতকাল সোমবার সকালে দেইর আল-বালাহ থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজজুম জানান, শহরের মধ্যে ইসরায়েলি ট্যাংক প্রবেশের সময়ই গুলির শব্দ শোনা যাচ্ছিল। তিনি বলেন, ‘পুরো শহরজুড়েই ইসরায়েলি হামলা চলছে। গতরাতে ঘুমানোর কোনো সুযোগই ছিল না। ইসরায়েলি বিমান, ট্যাংক এবং নৌবাহিনীর গানবোট থেকে একযোগে আবাসিক এলাকায় হামলা চালানো হচ্ছে। শহরের আরও তিনটি চত্বর ধ্বংস করা হয়েছে এবং বহু আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।’
এর আগে, রোববারের হামলায় অন্তত ১৩৪ ফিলিস্তিনি নিহত হন এবং ১ হাজার ১৫৫ জন আহত হন। গত বছর অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫৯ হাজার ২৯ জনে।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টস গার্ড ও ইমিগ্রেশন এজেন্টদের দিয়ে অভিবাসীদের আটক নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতির বিরুদ্ধে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন অঙ্গরাজ্যগুলোতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। এসব বিক্ষোভ দমনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ইনসারেকশন অ্যাক্ট বা
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের কঠিন অভ্যন্তরীণ বিমান পরিবহনের বাজারে যেখানে সস্তা বিমান সংস্থাগুলো টিকে থাকার লড়াই করছে, সেখানে একটি নতুন সংস্থা দ্রুত রাজস্ব বাড়িয়ে নজর কেড়েছে। সংস্থাটির নাম ‘ব্রিজ অ্যাভিয়েশন গ্রুপ ইনক’।
১০ ঘণ্টা আগেবিশ্বজুড়ে আজকাল পাখিদের আচরণে অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে। এই অস্বাভাবিকতা শুধু তাদের জন্য নয়, মানবজাতির ভবিষ্যতের জন্যও ভয়ংকর সংকেত বহন করছে বলে সতর্ক করছেন বিজ্ঞানীরা। জলবায়ু পরিবর্তনের ফলে পাখিদের অভিবাসনের প্রাকৃতিক ধারা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
১১ ঘণ্টা আগেআগামী ১৪ অক্টোবর ইতালির শহর উদিনের একটি ফুটবল মাঠে বিশ্বকাপ বাছাই পর্বে মুখোমুখি হবে ইতালি ও ইসরায়েল। কিন্তু ম্যাচটিকে ঘিরে এখন নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনা দ্রুত বাড়ছে। মাত্র ৬ হাজার আসনের ওই মাঠটিতে টিকিটধারী দর্শকের চেয়ে মাঠের বাইরে বিক্ষোভকারীর সংখ্যা অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
১১ ঘণ্টা আগে