Ajker Patrika

হুতিদের ১০টি ড্রোন ও কন্ট্রোল স্টেশন ধ্বংস করল যুক্তরাষ্ট্র

হুতিদের ১০টি ড্রোন ও কন্ট্রোল স্টেশন ধ্বংস করল যুক্তরাষ্ট্র

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ১০টি সামরিক ড্রোন, একটি জাহাজ ধ্বংসে সক্ষম ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন নিয়ন্ত্রণ স্টেশন ধ্বংস করেছে মার্কিন বাহিনী। গতকাল বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইউএস মিলিটারি কমান্ড।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

মিলিটারি কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, বুধবার মধ্যরাতে ইয়েমেনের অভ্যন্তরে হুতিদের ১০টি ইউএভি ড্রোন এবং একটি (ইউএভি) ড্রোন কন্ট্রোল স্টেশন ধ্বংস করেছে মার্কিন বিমান বাহিনী। পাশাপাশি এডেন উপসাগরে হুতিদের ছোড়া একটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও মার্কিন বাহিনী ধ্বংস করেছে।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের অতির্কিত হামলার জবাবে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। তার প্রায় ১ মাস পর নভেম্বরে ইয়েমেনের ভূখণ্ডের অর্ধেক অঞ্চল নিয়ন্ত্রণকারী হুতি বিদ্রোহী গোষ্ঠী এডেন উপসাগর ও লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলার চালানোর ঘোষণা দেয়। গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়, গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই কর্মসূচি নিয়েছে তারা।

তারপর নভেম্বর-ডিসেম্বর দু’মাসে এডেন উপসাগর ও লোহিত সাগরে ৬০বারেরও  বেশি হামলা চালানোর পর গত জানুয়ারি মাসে হুতিদের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দেয় মার্কিন ও ব্রিটিশ বাহিনী।

সেই অভিযানের অংশ হিসেবেই বুধবার এসব ড্রোন, ক্ষেপণাস্ত্র ও কন্ট্রোল স্টেশন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইউএস মিলিটারি কমান্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত