ইসরায়েলের মাত্র ২৭ শতাংশ মানুষ বেনিয়ামিন নেতানিয়াহুকে সরকার পরিচালনার জন্য যোগ্য বলে মনে করেন। একটি গবেষণা প্রতিষ্ঠানের জরিপের বরাতে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর এ তথ্য তুলে ধরেছে।
গত শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সংবাদমাধ্যম মারিভের জন্য গবেষণাপ্রতিষ্ঠান লাজার রিসার্চ ইসরায়েলি জনগণের ওপর এ জরিপ চালায়। এতে দেখা যায়, মাত্র ২৭ শতাংশ ইসরায়েলি প্রধানমন্ত্রী পদের জন্য বেনিয়ামিন নেতানিয়াহু সবচেয়ে যোগ্য বলে মনে করেন।
জরিপে সবচেয়ে বেশি ৪৯ শতাংশ ইসরায়েলি বলেছেন, প্রধানমন্ত্রী পদের জন্য দেশটির ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা ও ওয়ার ক্যাবিনেটের সদস্য বেনি গ্যান্টজকে সবচেয়ে যোগ্য বলে মনে করেন তাঁরা।
গবেষণাপ্রতিষ্ঠান লাজার রিসার্চ প্রায় ৫১৫ জন ইসরায়েলির ওপর জরিপ চালায়। জরিপে ২৪ শতাংশই কোনো নির্দিষ্ট উত্তর দিতে পারেনি। জরিপে গ্যান্টজের নেতৃত্বে ন্যাশনাল ইউনিটি পার্টির অগ্রগতির বিষয়টি উঠে এসেছে।
জরিপে ফল অনুসারে, এখন নির্বাচন হলে ন্যাশনাল ইউনিটি পার্টি নেসেটের (ইসরায়েলের পার্লামেন্ট) ১২০টি আসনের মধ্যে ৩৯টি আসনই পাবে। আর নেতানিয়াহুর লিকুদ পার্টি পেতে পারে ১৮ আসন।
এখন নেসেটের ৩২ আসন দখল করে আছে লিকুদ পার্টি। অন্যদিকে ন্যাশনাল ইউনিটির আসন রয়েছে ১২টি।
জরিপে বলা হচ্ছে, আজ ইসরায়েলে নির্বাচনের আয়োজন করা হলে যেসব পার্টি এখন সরকার গঠন করে আছে, তারা ৬৪ আসন থেকে নেমে পেতে পারে ৪২ আসন। নেতানিয়াহুর বিরোধী দল পেতে পারে ৭৮ আসন। বর্তমানে তাদের আসনসংখ্যা ৫৬।
লিকুদের নেতৃত্বে আটটি ডানপন্থী দল নিয়ে ইসরায়েলের বর্তমান সরকার গঠিত। গত কয়েক বছরে অনাস্থার কারণে ইসরায়েলে বেশ কয়েকবার সময়ের আগেই নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে গাজায় যুদ্ধ শুরুর পর এখন আর নতুন করে নির্বাচনের সম্ভাবনা নেই বললেই চলে।
ইসরায়েলের মাত্র ২৭ শতাংশ মানুষ বেনিয়ামিন নেতানিয়াহুকে সরকার পরিচালনার জন্য যোগ্য বলে মনে করেন। একটি গবেষণা প্রতিষ্ঠানের জরিপের বরাতে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর এ তথ্য তুলে ধরেছে।
গত শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সংবাদমাধ্যম মারিভের জন্য গবেষণাপ্রতিষ্ঠান লাজার রিসার্চ ইসরায়েলি জনগণের ওপর এ জরিপ চালায়। এতে দেখা যায়, মাত্র ২৭ শতাংশ ইসরায়েলি প্রধানমন্ত্রী পদের জন্য বেনিয়ামিন নেতানিয়াহু সবচেয়ে যোগ্য বলে মনে করেন।
জরিপে সবচেয়ে বেশি ৪৯ শতাংশ ইসরায়েলি বলেছেন, প্রধানমন্ত্রী পদের জন্য দেশটির ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা ও ওয়ার ক্যাবিনেটের সদস্য বেনি গ্যান্টজকে সবচেয়ে যোগ্য বলে মনে করেন তাঁরা।
গবেষণাপ্রতিষ্ঠান লাজার রিসার্চ প্রায় ৫১৫ জন ইসরায়েলির ওপর জরিপ চালায়। জরিপে ২৪ শতাংশই কোনো নির্দিষ্ট উত্তর দিতে পারেনি। জরিপে গ্যান্টজের নেতৃত্বে ন্যাশনাল ইউনিটি পার্টির অগ্রগতির বিষয়টি উঠে এসেছে।
জরিপে ফল অনুসারে, এখন নির্বাচন হলে ন্যাশনাল ইউনিটি পার্টি নেসেটের (ইসরায়েলের পার্লামেন্ট) ১২০টি আসনের মধ্যে ৩৯টি আসনই পাবে। আর নেতানিয়াহুর লিকুদ পার্টি পেতে পারে ১৮ আসন।
এখন নেসেটের ৩২ আসন দখল করে আছে লিকুদ পার্টি। অন্যদিকে ন্যাশনাল ইউনিটির আসন রয়েছে ১২টি।
জরিপে বলা হচ্ছে, আজ ইসরায়েলে নির্বাচনের আয়োজন করা হলে যেসব পার্টি এখন সরকার গঠন করে আছে, তারা ৬৪ আসন থেকে নেমে পেতে পারে ৪২ আসন। নেতানিয়াহুর বিরোধী দল পেতে পারে ৭৮ আসন। বর্তমানে তাদের আসনসংখ্যা ৫৬।
লিকুদের নেতৃত্বে আটটি ডানপন্থী দল নিয়ে ইসরায়েলের বর্তমান সরকার গঠিত। গত কয়েক বছরে অনাস্থার কারণে ইসরায়েলে বেশ কয়েকবার সময়ের আগেই নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে গাজায় যুদ্ধ শুরুর পর এখন আর নতুন করে নির্বাচনের সম্ভাবনা নেই বললেই চলে।
যুদ্ধবিমানের মহড়া, লাল গালিচায় সংবর্ধনা আর দেয়ালে সাঁটানো স্লোগান ‘শান্তির পথে অগ্রযাত্রা’। গতকাল শুক্রবার এমন রাজকীয় আবহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলাস্কায় বৈঠক যে আশায়, তা যেন এখনো অধরা।
২৩ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গতকাল শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় অনুষ্ঠিত বৈঠকের পর একটি বিবৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবৃতিতে তিনি বলেন, বিগত চার বছরেরও বেশি সময় ধরে রুশ-মার্কিন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এই দীর্ঘ সময় দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য খুবই কঠিন ছিল। ত
৩৮ মিনিট আগেউত্তর পাকিস্তানের বিভিন্ন এলাকায় হঠাৎ বৃষ্টি ও ভারী বন্যা-ভূমিধসের কারণে অন্তত ২৫০ জনের বেশি নিহত হয়েছেন। এদের মধ্যে বুনের এলাকায় নিহতের সংখ্যা ২১৩ এর বেশি। এছাড়া বিভিন্ন জেলা থেকে বহু আহতের খবর পাওয়া গেছে।
২ ঘণ্টা আগেফিলিস্তিনে যুদ্ধবিধ্বস্ত ছিটমহল গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের চলমান হামলায় প্রায় ৬২ হাজার মানুষ নিহত হয়েছে। গতকাল শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলটিতে অন্তত ৬১ হাজার ৮২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
২ ঘণ্টা আগে