Ajker Patrika

ইসরায়েলের হাইফা বন্দরে মার্স্ক কনটেইনারবাহী জাহাজ চলাচল বন্ধ

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২১ জুন ২০২৫, ০০: ১৯
ছবি: এএফপি
ছবি: এএফপি

ইরান-ইসরায়েলের চলমান সংঘাতের জেরে বিশ্বের বৃহত্তম কনটেইনার শিপিং কোম্পানি মার্স্ক (Maersk) ইসরায়েলের হাইফা বন্দরে তাদের জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। আজ শুক্রবার (২০ জুন) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ডেনমার্কের এই সংস্থা। তবে এই অঞ্চলে তাদের অন্যান্য কার্যক্রমে আপাতত কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছে মার্স্ক।

প্রসঙ্গত, হাইফা বন্দর ২০২২ সালে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছিল। বর্তমানে এর ৭০ শতাংশ মালিকানা ভারতের আদানি পোর্টসের (Adani Ports) হাতে, বাকি ৩০ শতাংশ ইসরায়েলের গ্যাডট গ্রুপের (Gadot Group)।

আদানি পোর্টস হলো বিলিয়নিয়ার গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গ্রুপের বন্দর পরিচালনাকারী সংস্থা। হাইফা বন্দরসহ ভারতের বাইরে এই সংস্থা মোট চারটি বন্দর পরিচালনা করে। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে আদানি গ্রুপের একজন মুখপাত্রের মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো উত্তর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত শুক্রবার থেকে ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালিয়ে আসছে, যার উদ্দেশ্য হিসেবে তারা তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকানোর কথা বলছে। তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা অস্বীকার করে ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) ইরানের বিপ্লবী গার্ডস জানিয়েছে, তারা হাইফা ও তেল আবিবের ইসরায়েলি প্রতিরক্ষাশিল্পের সঙ্গে যুক্ত সামরিক ও শিল্প স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

তাহসান তো জিহাদিদের মতোই কথা বললেন: তসলিমা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত