ফিলিস্তিনের জেনিন শরণার্থী ক্যাম্প থেকে ইসরায়েল সেনা বহর সরিয়ে নেওয়া শুরু করেছে। দুই দিন ধরে চলা এই সংঘাতে ১২ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এই সংবাদ নিশ্চিত করেছে।
এই সংবাদ আসার পরও জেনিন ক্যাম্পে গোলাগুলি ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পরে ইসরায়েলি সেনারা জানিয়েছে, গাজা উপত্যকা থেকে পাঁচটি মিসাইল হামলা হয়েছে। তবে কোনো পক্ষই এই হামলার দায় স্বীকার করেনি।
জেনিন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু হওয়ার সময় ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা আরেক ফিলিস্তিনি নিহতের খবর জানান। সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে নিহতদের ১২তম ফিলিস্তিনি তিনি।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, মঙ্গলবার সন্ধ্যায় শরণার্থীশিবিরে ফিলিস্তিনিদের দেওয়া আগুনে এক নন-কমিশন্ড অফিসার নিহত হয়েছেন। এর আগে তেল আবিবে গাড়ি হামলা ও ছুরিকাঘাতের ঘটনাকে জেনিনে ইসরায়েলে আগ্রাসনের সাহসী প্রতিক্রিয়া বলে জানায় হামাস।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তেল আবিব শহরের একটি ব্যস্ত শপিং রাস্তায় সাতজন আহত হয়েছে এবং হামলাকারী পশ্চিম তীরের একজন ফিলিস্তিনি ব্যক্তি। তিনি একজন বেসামরিক নাগরিকের গুলিতে নিহত হন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘যদি কেউ মনে করে এ ধরনের হামলা আমাদের পিছপা করবে, তা ভুল। ইসরায়েলি বাহিনী জেনিনে ‘মিশন সম্পূর্ণ করছে’, তবে এটিই শেষ নয়।’
এর আগে গত সোমবার সকালে ইসরায়েল ফিলিস্তিনের জেনিন শরণার্থীশিবিরে আগ্রাসন শুরু করে।
আরও পড়ুন:
ফিলিস্তিনের জেনিন শরণার্থী ক্যাম্প থেকে ইসরায়েল সেনা বহর সরিয়ে নেওয়া শুরু করেছে। দুই দিন ধরে চলা এই সংঘাতে ১২ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এই সংবাদ নিশ্চিত করেছে।
এই সংবাদ আসার পরও জেনিন ক্যাম্পে গোলাগুলি ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পরে ইসরায়েলি সেনারা জানিয়েছে, গাজা উপত্যকা থেকে পাঁচটি মিসাইল হামলা হয়েছে। তবে কোনো পক্ষই এই হামলার দায় স্বীকার করেনি।
জেনিন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু হওয়ার সময় ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা আরেক ফিলিস্তিনি নিহতের খবর জানান। সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে নিহতদের ১২তম ফিলিস্তিনি তিনি।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, মঙ্গলবার সন্ধ্যায় শরণার্থীশিবিরে ফিলিস্তিনিদের দেওয়া আগুনে এক নন-কমিশন্ড অফিসার নিহত হয়েছেন। এর আগে তেল আবিবে গাড়ি হামলা ও ছুরিকাঘাতের ঘটনাকে জেনিনে ইসরায়েলে আগ্রাসনের সাহসী প্রতিক্রিয়া বলে জানায় হামাস।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তেল আবিব শহরের একটি ব্যস্ত শপিং রাস্তায় সাতজন আহত হয়েছে এবং হামলাকারী পশ্চিম তীরের একজন ফিলিস্তিনি ব্যক্তি। তিনি একজন বেসামরিক নাগরিকের গুলিতে নিহত হন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘যদি কেউ মনে করে এ ধরনের হামলা আমাদের পিছপা করবে, তা ভুল। ইসরায়েলি বাহিনী জেনিনে ‘মিশন সম্পূর্ণ করছে’, তবে এটিই শেষ নয়।’
এর আগে গত সোমবার সকালে ইসরায়েল ফিলিস্তিনের জেনিন শরণার্থীশিবিরে আগ্রাসন শুরু করে।
আরও পড়ুন:
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের পর এবার গ্রেপ্তার হলেন তার স্ত্রী কিম কেওন হি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, শেয়ারবাজার কারসাজি ও ঘুষসহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ কোরিয়া একাধিকবার সাবেক প্রেসিডেন্টকে গ্রেপ্তার করার নজির থাকলেও সাবেক প্রেসিডেন্ট ও সাবেক...
১২ মিনিট আগেবিশ্ব শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন ‘অ্যান্টি-ওক’ (ওক হলো এমন এক প্রজন্ম, যারা সামাজিক ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারের বিষয়ে সচেতন ও সক্রিয়, তবে তারা অতিরিক্ত সংবেদনশীল এবং ভিন্নমত সহ্য করতে অনিচ্ছুক) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট গ্রোক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে...
১৬ মিনিট আগেগাজায় যেন থামছেই না মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে আরও ৭৩ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে রয়েছে এক শিশুও। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ১৯ জন ইসরায়েল-যুক্তরাষ্ট্র সমর্থিত বির্তকিত সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ
২ ঘণ্টা আগেপাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মার্কিন মাটি থেকে দেওয়া পারমাণবিক হুমকি ঘিরে বিশ্বরাজনীতিতে তোলপাড়। মুনির বলেছেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ, প্রয়োজনে অর্ধেক বিশ্বকে ধ্বংসের পথে নিয়ে যাব। তাঁর এই বক্তব্য আন্তর্জাতিক মহলে উত্তেজনা সৃষ্টি করেছে।
১১ ঘণ্টা আগে