Ajker Patrika

১২ ফিলিস্তিনিকে হত্যার পর জেনিন ক্যাম্প থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার 

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১০: ২৬
১২ ফিলিস্তিনিকে হত্যার পর জেনিন ক্যাম্প থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার 

ফিলিস্তিনের জেনিন শরণার্থী ক্যাম্প থেকে ইসরায়েল সেনা বহর সরিয়ে নেওয়া শুরু করেছে। দুই দিন ধরে চলা এই সংঘাতে ১২ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এই সংবাদ নিশ্চিত করেছে।

এই সংবাদ আসার পরও জেনিন ক্যাম্পে গোলাগুলি ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পরে ইসরায়েলি সেনারা জানিয়েছে, গাজা উপত্যকা থেকে পাঁচটি মিসাইল হামলা হয়েছে। তবে কোনো পক্ষই এই হামলার দায় স্বীকার করেনি।

জেনিন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু হওয়ার সময় ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা আরেক ফিলিস্তিনি নিহতের খবর জানান। সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে নিহতদের ১২তম ফিলিস্তিনি তিনি।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, মঙ্গলবার সন্ধ্যায় শরণার্থীশিবিরে ফিলিস্তিনিদের দেওয়া আগুনে এক নন-কমিশন্ড অফিসার নিহত হয়েছেন। এর আগে তেল আবিবে গাড়ি হামলা ও ছুরিকাঘাতের ঘটনাকে জেনিনে ইসরায়েলে আগ্রাসনের সাহসী প্রতিক্রিয়া বলে জানায় হামাস।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তেল আবিব শহরের একটি ব্যস্ত শপিং রাস্তায় সাতজন আহত হয়েছে এবং হামলাকারী পশ্চিম তীরের একজন ফিলিস্তিনি ব্যক্তি। তিনি একজন বেসামরিক নাগরিকের গুলিতে নিহত হন। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘যদি কেউ মনে করে এ ধরনের হামলা আমাদের পিছপা করবে, তা ভুল। ইসরায়েলি বাহিনী জেনিনে ‘মিশন সম্পূর্ণ করছে’, তবে এটিই শেষ নয়।’ 

এর আগে গত সোমবার সকালে ইসরায়েল ফিলিস্তিনের জেনিন শরণার্থীশিবিরে আগ্রাসন শুরু করে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত