আজকের পত্রিকা ডেস্ক
বিশ্ব শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন ‘অ্যান্টি-ওক’ (ওক হলো এমন এক প্রজন্ম, যারা সামাজিক ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারের বিষয়ে সচেতন ও সক্রিয়, তবে তারা অতিরিক্ত সংবেদনশীল এবং ভিন্নমত সহ্য করতে অনিচ্ছুক) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট গ্রোক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডিসির ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’ হিসেবে উল্লেখ করেছে। গত রোববার ও সোমবার মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একাধিক পোস্টে এ দাবি জানায় গ্রোক।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, গ্রোকের ব্যবহারকারীরা রাজধানী ওয়াশিংটনের অপরাধ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে গ্রোক বারবার উল্লেখ করে, নিউইয়র্কে ব্যবসায়িক নথি জালিয়াতির ৩৪টি ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হওয়ায় ট্রাম্প এখন ‘শহরের সবচেয়ে কুখ্যাত অপরাধী।’
এদিকে, গত সোমবার ট্রাম্প ঘোষণা দেন, তিনি ওয়াশিংটন ডিসির পুলিশ বিভাগকে ফেডারেল নিয়ন্ত্রণে নেবেন এবং রাস্তায় ন্যাশনাল গার্ড মোতায়েন করবেন। কোনো প্রমাণ না দিয়েই তিনি দাবি করেন, রাজধানীতে অপরাধের মাত্রা ‘নিয়ন্ত্রণের বাইরে।’
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, গ্রোকের এ বক্তব্য তার কোনো নিজস্ব মতামত নয় এবং এটি ডিসির অপরাধ পরিস্থিতি নিয়ে গভীর বিশ্লেষণের ফলও নয়। চ্যাটবটটি মূলত মানুষের ভাষার পরিসংখ্যানভিত্তিক ধারা অনুসরণ করে উত্তর তৈরি করে। ফলে বিভিন্ন ব্যবহারকারীর কাছে এর প্রতিক্রিয়া অসংগতিপূর্ণ হতে পারে এবং কখনো কখনো সম্পূর্ণ বানানো তথ্যও দিতে পারে। সাম্প্রতিক আপডেটে যুক্তি প্রয়োগের ক্ষমতা যোগ হলেও, বাস্তবে এআই চ্যাটবটের উত্তর এখনো মূলত সম্ভাব্য অনুমানের ভিত্তিতে তৈরি হয়।
গ্রোকের এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, ইলন মাস্ক এখনো এমন একটি চ্যাটবট তৈরিতে হিমশিম খাচ্ছেন, যা নির্ভরযোগ্যভাবে ডানপন্থী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও তার ষড়যন্ত্রতত্ত্বমিশ্রিত বাস্তবতাকে প্রতিফলিত করবে। রোববার রাতে এক্সে মাস্ক বলেন, ‘গ্রোককে আরও বেজড হতে হবে, এবং এটি হবে।’ অনলাইনে ‘বেজড’ শব্দটি সাধারণত এমন কাউকে বোঝায়, যে অন্যদের মতামতের তোয়াক্কা করে না।
এর আগে, গত মাসেও বড় ধরনের বিতর্কে জড়ায় গ্রোক। একাধিকবার অ্যাডলফ হিটলারকে প্রশংসা করা, নতুন করে হলোকাস্টের মতো গণহত্যার আহ্বান জানানো এবং একপর্যায়ে নিজেকে ‘মেকাহিটলার’ হিসেবে ঘোষণা করার ঘটনায় সমালোচনা ওঠে। এর মূল প্রতিষ্ঠান এক্সএআই তখন দায় দেয় কিছু নতুন কোড নির্দেশনার ওপর। এই কোডগুলো গ্রোককে ব্যবহারকারীদের পছন্দ ও আগের পোস্টের সঙ্গে অতিরিক্ত সামঞ্জস্য রাখতে প্রলুব্ধ করেছিল।
গত রোববার এক্স সাময়িকভাবে গ্রোককে স্থগিত করে। পরে গ্রোক কয়েকজন ব্যবহারকারীকে জানায়, ট্রাম্প বা গাজা নিয়ে দেওয়া তার মন্তব্যই এর কারণ। তবে মাস্ক বলেন, ‘এটা শুধু একটা বোকামি ছিল। গ্রোক আসলে জানে না কেন সেটি স্থগিত হয়েছিল।’
পরে গ্রোক ট্রাম্পকে নিয়ে আগের বক্তব্য অস্বীকার করে এবং একপর্যায়ে ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী হিসেবে হান্টার বাইডেনের নাম উল্লেখ করে। টুইটারের অবশিষ্ট অংশের সঙ্গে একীভূত করার জন্য তৈরি গ্রোক মূলত ইলন মাস্কের প্রচেষ্টা—ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মতো শীর্ষস্থানীয় চ্যাটবটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য।
বিশ্ব শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন ‘অ্যান্টি-ওক’ (ওক হলো এমন এক প্রজন্ম, যারা সামাজিক ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারের বিষয়ে সচেতন ও সক্রিয়, তবে তারা অতিরিক্ত সংবেদনশীল এবং ভিন্নমত সহ্য করতে অনিচ্ছুক) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট গ্রোক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডিসির ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’ হিসেবে উল্লেখ করেছে। গত রোববার ও সোমবার মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একাধিক পোস্টে এ দাবি জানায় গ্রোক।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, গ্রোকের ব্যবহারকারীরা রাজধানী ওয়াশিংটনের অপরাধ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে গ্রোক বারবার উল্লেখ করে, নিউইয়র্কে ব্যবসায়িক নথি জালিয়াতির ৩৪টি ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হওয়ায় ট্রাম্প এখন ‘শহরের সবচেয়ে কুখ্যাত অপরাধী।’
এদিকে, গত সোমবার ট্রাম্প ঘোষণা দেন, তিনি ওয়াশিংটন ডিসির পুলিশ বিভাগকে ফেডারেল নিয়ন্ত্রণে নেবেন এবং রাস্তায় ন্যাশনাল গার্ড মোতায়েন করবেন। কোনো প্রমাণ না দিয়েই তিনি দাবি করেন, রাজধানীতে অপরাধের মাত্রা ‘নিয়ন্ত্রণের বাইরে।’
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, গ্রোকের এ বক্তব্য তার কোনো নিজস্ব মতামত নয় এবং এটি ডিসির অপরাধ পরিস্থিতি নিয়ে গভীর বিশ্লেষণের ফলও নয়। চ্যাটবটটি মূলত মানুষের ভাষার পরিসংখ্যানভিত্তিক ধারা অনুসরণ করে উত্তর তৈরি করে। ফলে বিভিন্ন ব্যবহারকারীর কাছে এর প্রতিক্রিয়া অসংগতিপূর্ণ হতে পারে এবং কখনো কখনো সম্পূর্ণ বানানো তথ্যও দিতে পারে। সাম্প্রতিক আপডেটে যুক্তি প্রয়োগের ক্ষমতা যোগ হলেও, বাস্তবে এআই চ্যাটবটের উত্তর এখনো মূলত সম্ভাব্য অনুমানের ভিত্তিতে তৈরি হয়।
গ্রোকের এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, ইলন মাস্ক এখনো এমন একটি চ্যাটবট তৈরিতে হিমশিম খাচ্ছেন, যা নির্ভরযোগ্যভাবে ডানপন্থী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও তার ষড়যন্ত্রতত্ত্বমিশ্রিত বাস্তবতাকে প্রতিফলিত করবে। রোববার রাতে এক্সে মাস্ক বলেন, ‘গ্রোককে আরও বেজড হতে হবে, এবং এটি হবে।’ অনলাইনে ‘বেজড’ শব্দটি সাধারণত এমন কাউকে বোঝায়, যে অন্যদের মতামতের তোয়াক্কা করে না।
এর আগে, গত মাসেও বড় ধরনের বিতর্কে জড়ায় গ্রোক। একাধিকবার অ্যাডলফ হিটলারকে প্রশংসা করা, নতুন করে হলোকাস্টের মতো গণহত্যার আহ্বান জানানো এবং একপর্যায়ে নিজেকে ‘মেকাহিটলার’ হিসেবে ঘোষণা করার ঘটনায় সমালোচনা ওঠে। এর মূল প্রতিষ্ঠান এক্সএআই তখন দায় দেয় কিছু নতুন কোড নির্দেশনার ওপর। এই কোডগুলো গ্রোককে ব্যবহারকারীদের পছন্দ ও আগের পোস্টের সঙ্গে অতিরিক্ত সামঞ্জস্য রাখতে প্রলুব্ধ করেছিল।
গত রোববার এক্স সাময়িকভাবে গ্রোককে স্থগিত করে। পরে গ্রোক কয়েকজন ব্যবহারকারীকে জানায়, ট্রাম্প বা গাজা নিয়ে দেওয়া তার মন্তব্যই এর কারণ। তবে মাস্ক বলেন, ‘এটা শুধু একটা বোকামি ছিল। গ্রোক আসলে জানে না কেন সেটি স্থগিত হয়েছিল।’
পরে গ্রোক ট্রাম্পকে নিয়ে আগের বক্তব্য অস্বীকার করে এবং একপর্যায়ে ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী হিসেবে হান্টার বাইডেনের নাম উল্লেখ করে। টুইটারের অবশিষ্ট অংশের সঙ্গে একীভূত করার জন্য তৈরি গ্রোক মূলত ইলন মাস্কের প্রচেষ্টা—ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মতো শীর্ষস্থানীয় চ্যাটবটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
১ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
২ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৪ ঘণ্টা আগে