রয়টার্সের প্রতিবেদন
আজকের পত্রিকা ডেস্ক
সিরিয়ার উপকূলীয় অঞ্চলে আলাওয়ি সম্প্রদায়ের ওপর চালানো ভয়াবহ গণহত্যার ঘটনায় দেশটির নতুন সরকারের সঙ্গে যুক্ত বিভিন্ন সামরিক ও বিদ্রোহী গোষ্ঠীর সম্পৃক্ততা খুঁজে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্চ মাসের ৭ থেকে ৯ তারিখের মধ্যে চালানো এসব হামলায় সংখ্যালঘু আলাওয়ি সম্প্রদায়ের প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিহত হয়। নিখোঁজ হয় আরও অনেকে।
উত্তর-পশ্চিমাঞ্চলের আল-রুসাফা গ্রামের ২৫ বছর বয়সী সুলায়মান রশিদ সাদের বুকে ছুরি চালিয়ে তাঁর হৃৎপিণ্ড বের করে শরীরের ওপরে রাখা হয়েছিল। তাঁর পরিবারের হাতে হত্যার শিকার মানুষের একটি তালিকা পৌঁছায়—যেখানে ৬০ জনের নাম ছিল, যাদের মধ্যে ছিল তাদের আত্মীয়, প্রতিবেশী ও শিশুরাও।
রশিদ সাদের বাবাকে হত্যাকারীরা ছেলের ফোন থেকে কল দিয়ে জানায়, ‘লাশটা নিয়ে যাও, ওটা নাপিতের দোকানের পাশে।’ সেখানে গিয়ে তিনি দেখেন, ছেলের বুক চেরা, হৃৎপিণ্ড তুলে নিয়ে রাখা ছিল লাশের ওপর। এই হত্যাকাণ্ড সিরিয়ার উপকূলীয় অঞ্চলে আলাওয়িদের ওপর চালানো গণহত্যার একটি অংশমাত্র। ঘটনাগুলো ঘটে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত কর্মকর্তাদের নেতৃত্বে সংঘটিত এক বিদ্রোহের প্রতিক্রিয়ায়। ওই বিদ্রোহে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর ২০০ সদস্য নিহত হন বলে দাবি বর্তমান সরকারের।
২০২৪ সালের ২৯ জানুয়ারি দামেস্কের প্রেসিডেনশিয়াল প্রাসাদে মিলিত হন বিদ্রোহী কমান্ডাররা। হায়াত তাহরির আল-শামসের (এইচটিএস) নেতা আহমেদ আল-শারা (আবু মুহাম্মদ আল-জুলানি) প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এবং আসাদ সরকারের সংবিধান, সেনাবাহিনী ও নিরাপত্তা কাঠামো বিলুপ্ত ঘোষণা করেন। এর পর থেকেই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সিরিয়ার নতুন সেনাবাহিনীতে একীভূত করা হয়। প্রতিটি গোষ্ঠী পায় নিজস্ব ডিভিশন ও সামরিক পদমর্যাদা। তবে এইচটিএস আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হলেও বাস্তবে তাদের ইউনিটগুলো এখনো সক্রিয়।
রয়টার্সের অনুসন্ধানে দেখা গেছে, দেশজুড়ে ৪০টি স্থানে গণহত্যা, লুটপাট ও সহিংসতার ঘটনা ঘটেছে, যার পেছনে রয়েছে পাঁচটি প্রধান গোষ্ঠী। এতে ১ হাজার ৪৭৯ জন আলাওয়ি নিহত হয়েছে।
পাঁচটি প্রধান সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ছিল—
এইচটিএসের ইউনিট-৪০০
এইচটিএসের ইউনিট-৪০০-এর অধীনে উসমান ব্রিগেড ও সাধারণ নিরাপত্তা সংস্থা (জিএসএস) অন্তত ১০টি স্থানে হামলায় অংশ নেয়, যেখানে প্রায় ৯০০ জনকে হত্যা করা হয়। জিএসএস আগে ইদলিবে এইচটিএসের প্রধান আইনশৃঙ্খলা সংস্থা হিসেবে পরিচিত ছিল, যা এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে।
ইউনিট-৪০০-এর সদস্যদের পশ্চিমাঞ্চলে মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এই ইউনিট সাবেক নেভাল একাডেমিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে এবং সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ স্তরে জবাবদিহি করছে।
তুরস্ক-সমর্থিত মিলিশিয়া
সুলতান সুলায়মান শাহ ব্রিগেড (আমশাত নামেও পরিচিত) ও হামজা ডিভিশন নামে দুটি তুরস্ক-সমর্থিত গোষ্ঠী অন্তত আটটি স্থানে হামলা চালায়, যেখানে প্রায় ৭০০ জন নিহত হয়। এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আগে থেকেই অপহরণ, যৌন সহিংসতা ও লুটপাটের অভিযোগ রয়েছে।
তুরস্ক-সমর্থিত মিলিশিয়াদের একটি হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে দেখা গেছে। এতে এক মিলিশিয়া কর্মীকে বলতে শোনা গেছে, ‘ক্যামেরা বন্ধ করো। সব পুরুষকে হত্যা করো। তাদের রক্ত শূকরের মতো অপবিত্র।’ তিনি সংখ্যালঘু আলাওয়ি সম্প্রদায়ের পুরুষদের উদ্দেশে এসব কথা বলেন।
সুন্নি বিদ্রোহী গোষ্ঠী
জায়েশ আল-ইসলাম, জায়েশ আল-আহরার ও জায়েশ আল-ইজ্জা অন্তত চারটি স্থানে হামলায় জড়িত ছিল, যেখানে প্রায় ৩৫০ জন নিহত হয়। এই জায়েশ আল-ইসলাম ২০১৩ সালে দামেস্কে আলাওয়ি নারী ও পুরুষদের লোহার খাঁচায় বন্দী করে মানবঢাল হিসেবে ব্যবহার করেছিল।
বিদেশি যোদ্ধারা
তুর্কিস্তান ইসলামিক পার্টি (টিআইপি), উজবেক, চেচেন ও কিছু আরব যোদ্ধা ছয়টি স্থানে অন্তত ৫০০ জন আলাওয়িকে হত্যা করেছে বলে রয়টার্সের অনুসন্ধানে জানা গেছে।
সাধারণ সুন্নি গ্রামবাসী
বহু বছরের গৃহযুদ্ধ ও আসাদ সরকারের নিপীড়নের কারণে সাধারণ সুন্নি জনগণও প্রতিবেশী আলাওয়ি গ্রামে আক্রমণ চালায়। এসব আক্রমণে আরজা ও বানিয়াস শহরের দুটি স্থানে প্রায় ৩০০ জন নিহত হয়।
সিরিয়ার নতুন সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় উপকূলীয় অঞ্চলকে বিভিন্ন সেক্টরে ভাগ করে শীর্ষ সেনা কর্মকর্তাদের অধীনে দায়িত্ব দেয়। হাজার হাজার যোদ্ধা ও অস্ত্র সেখানে পাঠানো হয় বিদ্রোহ দমনে। এই সেনা অভিযানের নেতৃত্বে ছিলেন সুলতান সুলায়মান শাহ ব্রিগেডের মোহাম্মদ আল-জসিম।
আহমেদ আল-শারা ক্ষমতা গ্রহণের দিন বলেছিলেন, ‘নতুন সিরিয়ার সূর্য উদিত হয়েছে।’ কিন্তু সেই সূর্য আলাওয়িদের জন্য বয়ে এনেছে মৃত্যুর বিভীষিকা। পুরোনো শত্রুতা ভুলে গোষ্ঠীগুলো একজোট হলেও তাদের হাতে সংঘটিত সহিংসতা নতুন সরকারের ভাবমূর্তিকে করেছে প্রশ্নবিদ্ধ। প্রেসিডেন্ট আহমেদ আল-শারা অবশ্য এসব হামলার দায় অস্বীকার করেছেন। তিনি অপরাধীদের শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে রয়টার্সের অনুসন্ধানে জানা গেছে, হামলাকারীদের সঙ্গে সিরিয়ার নতুন নেতৃত্বের একটি সরাসরি চেইন অব কমান্ড বিদ্যমান ছিল। সুতরাং এর থেকে ধারণা করা যায়, এই গণহত্যার বিচার কখনোই হবে না।
সিরিয়ার উপকূলীয় অঞ্চলে আলাওয়ি সম্প্রদায়ের ওপর চালানো ভয়াবহ গণহত্যার ঘটনায় দেশটির নতুন সরকারের সঙ্গে যুক্ত বিভিন্ন সামরিক ও বিদ্রোহী গোষ্ঠীর সম্পৃক্ততা খুঁজে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্চ মাসের ৭ থেকে ৯ তারিখের মধ্যে চালানো এসব হামলায় সংখ্যালঘু আলাওয়ি সম্প্রদায়ের প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিহত হয়। নিখোঁজ হয় আরও অনেকে।
উত্তর-পশ্চিমাঞ্চলের আল-রুসাফা গ্রামের ২৫ বছর বয়সী সুলায়মান রশিদ সাদের বুকে ছুরি চালিয়ে তাঁর হৃৎপিণ্ড বের করে শরীরের ওপরে রাখা হয়েছিল। তাঁর পরিবারের হাতে হত্যার শিকার মানুষের একটি তালিকা পৌঁছায়—যেখানে ৬০ জনের নাম ছিল, যাদের মধ্যে ছিল তাদের আত্মীয়, প্রতিবেশী ও শিশুরাও।
রশিদ সাদের বাবাকে হত্যাকারীরা ছেলের ফোন থেকে কল দিয়ে জানায়, ‘লাশটা নিয়ে যাও, ওটা নাপিতের দোকানের পাশে।’ সেখানে গিয়ে তিনি দেখেন, ছেলের বুক চেরা, হৃৎপিণ্ড তুলে নিয়ে রাখা ছিল লাশের ওপর। এই হত্যাকাণ্ড সিরিয়ার উপকূলীয় অঞ্চলে আলাওয়িদের ওপর চালানো গণহত্যার একটি অংশমাত্র। ঘটনাগুলো ঘটে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত কর্মকর্তাদের নেতৃত্বে সংঘটিত এক বিদ্রোহের প্রতিক্রিয়ায়। ওই বিদ্রোহে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর ২০০ সদস্য নিহত হন বলে দাবি বর্তমান সরকারের।
২০২৪ সালের ২৯ জানুয়ারি দামেস্কের প্রেসিডেনশিয়াল প্রাসাদে মিলিত হন বিদ্রোহী কমান্ডাররা। হায়াত তাহরির আল-শামসের (এইচটিএস) নেতা আহমেদ আল-শারা (আবু মুহাম্মদ আল-জুলানি) প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এবং আসাদ সরকারের সংবিধান, সেনাবাহিনী ও নিরাপত্তা কাঠামো বিলুপ্ত ঘোষণা করেন। এর পর থেকেই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সিরিয়ার নতুন সেনাবাহিনীতে একীভূত করা হয়। প্রতিটি গোষ্ঠী পায় নিজস্ব ডিভিশন ও সামরিক পদমর্যাদা। তবে এইচটিএস আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হলেও বাস্তবে তাদের ইউনিটগুলো এখনো সক্রিয়।
রয়টার্সের অনুসন্ধানে দেখা গেছে, দেশজুড়ে ৪০টি স্থানে গণহত্যা, লুটপাট ও সহিংসতার ঘটনা ঘটেছে, যার পেছনে রয়েছে পাঁচটি প্রধান গোষ্ঠী। এতে ১ হাজার ৪৭৯ জন আলাওয়ি নিহত হয়েছে।
পাঁচটি প্রধান সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ছিল—
এইচটিএসের ইউনিট-৪০০
এইচটিএসের ইউনিট-৪০০-এর অধীনে উসমান ব্রিগেড ও সাধারণ নিরাপত্তা সংস্থা (জিএসএস) অন্তত ১০টি স্থানে হামলায় অংশ নেয়, যেখানে প্রায় ৯০০ জনকে হত্যা করা হয়। জিএসএস আগে ইদলিবে এইচটিএসের প্রধান আইনশৃঙ্খলা সংস্থা হিসেবে পরিচিত ছিল, যা এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে।
ইউনিট-৪০০-এর সদস্যদের পশ্চিমাঞ্চলে মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এই ইউনিট সাবেক নেভাল একাডেমিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে এবং সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ স্তরে জবাবদিহি করছে।
তুরস্ক-সমর্থিত মিলিশিয়া
সুলতান সুলায়মান শাহ ব্রিগেড (আমশাত নামেও পরিচিত) ও হামজা ডিভিশন নামে দুটি তুরস্ক-সমর্থিত গোষ্ঠী অন্তত আটটি স্থানে হামলা চালায়, যেখানে প্রায় ৭০০ জন নিহত হয়। এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আগে থেকেই অপহরণ, যৌন সহিংসতা ও লুটপাটের অভিযোগ রয়েছে।
তুরস্ক-সমর্থিত মিলিশিয়াদের একটি হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে দেখা গেছে। এতে এক মিলিশিয়া কর্মীকে বলতে শোনা গেছে, ‘ক্যামেরা বন্ধ করো। সব পুরুষকে হত্যা করো। তাদের রক্ত শূকরের মতো অপবিত্র।’ তিনি সংখ্যালঘু আলাওয়ি সম্প্রদায়ের পুরুষদের উদ্দেশে এসব কথা বলেন।
সুন্নি বিদ্রোহী গোষ্ঠী
জায়েশ আল-ইসলাম, জায়েশ আল-আহরার ও জায়েশ আল-ইজ্জা অন্তত চারটি স্থানে হামলায় জড়িত ছিল, যেখানে প্রায় ৩৫০ জন নিহত হয়। এই জায়েশ আল-ইসলাম ২০১৩ সালে দামেস্কে আলাওয়ি নারী ও পুরুষদের লোহার খাঁচায় বন্দী করে মানবঢাল হিসেবে ব্যবহার করেছিল।
বিদেশি যোদ্ধারা
তুর্কিস্তান ইসলামিক পার্টি (টিআইপি), উজবেক, চেচেন ও কিছু আরব যোদ্ধা ছয়টি স্থানে অন্তত ৫০০ জন আলাওয়িকে হত্যা করেছে বলে রয়টার্সের অনুসন্ধানে জানা গেছে।
সাধারণ সুন্নি গ্রামবাসী
বহু বছরের গৃহযুদ্ধ ও আসাদ সরকারের নিপীড়নের কারণে সাধারণ সুন্নি জনগণও প্রতিবেশী আলাওয়ি গ্রামে আক্রমণ চালায়। এসব আক্রমণে আরজা ও বানিয়াস শহরের দুটি স্থানে প্রায় ৩০০ জন নিহত হয়।
সিরিয়ার নতুন সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় উপকূলীয় অঞ্চলকে বিভিন্ন সেক্টরে ভাগ করে শীর্ষ সেনা কর্মকর্তাদের অধীনে দায়িত্ব দেয়। হাজার হাজার যোদ্ধা ও অস্ত্র সেখানে পাঠানো হয় বিদ্রোহ দমনে। এই সেনা অভিযানের নেতৃত্বে ছিলেন সুলতান সুলায়মান শাহ ব্রিগেডের মোহাম্মদ আল-জসিম।
আহমেদ আল-শারা ক্ষমতা গ্রহণের দিন বলেছিলেন, ‘নতুন সিরিয়ার সূর্য উদিত হয়েছে।’ কিন্তু সেই সূর্য আলাওয়িদের জন্য বয়ে এনেছে মৃত্যুর বিভীষিকা। পুরোনো শত্রুতা ভুলে গোষ্ঠীগুলো একজোট হলেও তাদের হাতে সংঘটিত সহিংসতা নতুন সরকারের ভাবমূর্তিকে করেছে প্রশ্নবিদ্ধ। প্রেসিডেন্ট আহমেদ আল-শারা অবশ্য এসব হামলার দায় অস্বীকার করেছেন। তিনি অপরাধীদের শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে রয়টার্সের অনুসন্ধানে জানা গেছে, হামলাকারীদের সঙ্গে সিরিয়ার নতুন নেতৃত্বের একটি সরাসরি চেইন অব কমান্ড বিদ্যমান ছিল। সুতরাং এর থেকে ধারণা করা যায়, এই গণহত্যার বিচার কখনোই হবে না।
কাশির সিরাপে কোডিন নামের একধরনের মাদক ব্যবহার করা হয়। এটি হালকা ওপিওয়েড শ্রেণির মাদক, যা উচ্চমাত্রায় নিলে উচ্ছ্বাস বা নেশার অনুভূতি দেয় এবং আসক্তির ঝুঁকি বাড়ায়। ফলে বড়রা দীর্ঘদিন এই সিরাপ খেলে এতে আসক্ত হয়ে পড়েন।
১ ঘণ্টা আগেপাকিস্তানের জাফর এক্সপ্রেসে আবারও ভয়াবহ বোমা হামলা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দেশটির সিন্ধু প্রদেশের সুলতান কোট রেলস্টেশনের কাছে ওই বিস্ফোরণে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয় এবং অন্তত সাতজন আহত হয়।
২ ঘণ্টা আগেআফগানিস্তানে কিছু সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্টে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। বুধবার রাতে (৮ অক্টোবর) তালেবান সূত্রের বরাতে এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তালেবান সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ওই সূত্রটি জানিয়েছে—ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স সহ বিভিন্ন প্ল্যাটফর্মের কিছু
২ ঘণ্টা আগেঘটনার সূত্রপাত মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায়। সেখানেই প্রথম রহস্যজনকভাবে কয়েকটি শিশুর মৃত্যু হয়। পরে জানা যায়, তারা সবাই ‘কোল্ডরিফ’ নামের একটি কাশির সিরাপ খেয়েছিল। এই ওষুধ তৈরি করেছিল তামিলনাড়ুভিত্তিক একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এই সিরাপ খেয়ে সেপ্টেম্বরের শুরু থেকে ২৯ তারিখের মধ্যে ১০টি শিশুর..
৩ ঘণ্টা আগে