ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে উচ্চ নিরাপত্তা নিয়ে আকস্মিক সফরে গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আজ রোববার এ সফরে তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ বৈঠকের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে।
সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন অনুসারে, ইসরায়েলের গাজা অভিযান ঘিরে বৈশ্বিক উদ্বেগকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের এ কূটনীতিবিদ পশ্চিম তীরের রামাল্লা শহরে আব্বাসের সঙ্গে বৈঠক করেন।
৭ অক্টোবরের হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় অনবরত বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। যুদ্ধ শুরুর পর থেকে অবরুদ্ধ গাজায় স্থল ও বিমান হামলায় এখন পর্যন্ত ৯ হাজার ৫০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
চলমান এ যুদ্ধকে ঘিরে ব্লিঙ্কেন ইসরায়েলে তিনবার এবং আরও অনেক আরব দেশ সফর করেছে। কিন্তু গত ৭ অক্টোবরের পর ব্লিঙ্কেনের এটিই প্রথম পশ্চিম তীর সফর।
নিরাপত্তার স্বার্থে এ সফর সম্পর্কে আগে কোনো ঘোষণা দেওয়া হয়নি। গত শুক্রবার জর্ডান ও ইসরায়েল সফরের পরই ব্লিঙ্কেন পশ্চিম তীর সফরে যান।
ব্লিঙ্কেনের সফরকে কেন্দ্র করে এক বিবৃতিতে বলা হয়, জর্ডান সফরের সময় রাজা দ্বিতীয় আব্দুল্লাহের সঙ্গে বৈঠকে ব্লিঙ্কেন পশ্চিম তীরের ক্রম বর্ধমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি ওই অঞ্চলে দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তি স্থাপনের উদ্দেশ্যে সহযোগী দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতির ওপর জোর দেন।
রামাল্লাভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত ১৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
আব্বাসের ধর্ম নিরপেক্ষ দল ফাতাহ হামাসের প্রতিদ্বন্দ্বী। ব্লিঙ্কেন এদিকে আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করছে, ওদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রাজনৈতিকভাবে ও সামরিকভাবে সহায়তা করছে।
ইসরায়েল–ফিলিস্তিন সংঘর্ষের একমাত্র সমাধান হিসেবে যুক্তরাষ্ট্র সব সময় দ্বি–রাষ্ট্র নীতিকেই সমর্থন জানিয়ে আসছে।
সম্প্রতি ব্লিঙ্কেন বলেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি কর্তৃপক্ষেরই নিয়ন্ত্রণ থাকা উচিত, যা বর্তমানে হামাসের নিয়ন্ত্রণে আছে।
যুক্তরাষ্ট্র, বেশ কয়েকটি ইউরোপীয় ও আরব দেশ এবং জাতিসংঘ পশ্চিম তীরে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
মধ্যপ্রাচ্য সফরের সময় ব্লিঙ্কেন বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও বোমাবর্ষণের শিকার ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহ সহজ করার জন্য ‘মানবিক বিরতির’ কথা বলেছেন।
রোববার সন্ধ্যায় তুরস্কের আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে তাঁর।
ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে উচ্চ নিরাপত্তা নিয়ে আকস্মিক সফরে গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আজ রোববার এ সফরে তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ বৈঠকের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে।
সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন অনুসারে, ইসরায়েলের গাজা অভিযান ঘিরে বৈশ্বিক উদ্বেগকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের এ কূটনীতিবিদ পশ্চিম তীরের রামাল্লা শহরে আব্বাসের সঙ্গে বৈঠক করেন।
৭ অক্টোবরের হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় অনবরত বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। যুদ্ধ শুরুর পর থেকে অবরুদ্ধ গাজায় স্থল ও বিমান হামলায় এখন পর্যন্ত ৯ হাজার ৫০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
চলমান এ যুদ্ধকে ঘিরে ব্লিঙ্কেন ইসরায়েলে তিনবার এবং আরও অনেক আরব দেশ সফর করেছে। কিন্তু গত ৭ অক্টোবরের পর ব্লিঙ্কেনের এটিই প্রথম পশ্চিম তীর সফর।
নিরাপত্তার স্বার্থে এ সফর সম্পর্কে আগে কোনো ঘোষণা দেওয়া হয়নি। গত শুক্রবার জর্ডান ও ইসরায়েল সফরের পরই ব্লিঙ্কেন পশ্চিম তীর সফরে যান।
ব্লিঙ্কেনের সফরকে কেন্দ্র করে এক বিবৃতিতে বলা হয়, জর্ডান সফরের সময় রাজা দ্বিতীয় আব্দুল্লাহের সঙ্গে বৈঠকে ব্লিঙ্কেন পশ্চিম তীরের ক্রম বর্ধমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি ওই অঞ্চলে দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তি স্থাপনের উদ্দেশ্যে সহযোগী দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতির ওপর জোর দেন।
রামাল্লাভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত ১৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
আব্বাসের ধর্ম নিরপেক্ষ দল ফাতাহ হামাসের প্রতিদ্বন্দ্বী। ব্লিঙ্কেন এদিকে আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করছে, ওদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রাজনৈতিকভাবে ও সামরিকভাবে সহায়তা করছে।
ইসরায়েল–ফিলিস্তিন সংঘর্ষের একমাত্র সমাধান হিসেবে যুক্তরাষ্ট্র সব সময় দ্বি–রাষ্ট্র নীতিকেই সমর্থন জানিয়ে আসছে।
সম্প্রতি ব্লিঙ্কেন বলেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি কর্তৃপক্ষেরই নিয়ন্ত্রণ থাকা উচিত, যা বর্তমানে হামাসের নিয়ন্ত্রণে আছে।
যুক্তরাষ্ট্র, বেশ কয়েকটি ইউরোপীয় ও আরব দেশ এবং জাতিসংঘ পশ্চিম তীরে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
মধ্যপ্রাচ্য সফরের সময় ব্লিঙ্কেন বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও বোমাবর্ষণের শিকার ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহ সহজ করার জন্য ‘মানবিক বিরতির’ কথা বলেছেন।
রোববার সন্ধ্যায় তুরস্কের আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে তাঁর।
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে একটি ক্যাথলিক স্কুলে বন্দুক হামলায় বন্দুকধারীসহ মোট তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ জানিয়েছেন, আজ বুধবার স্থানীয় সময় সকালে এই হামলার ঘটনা ঘটে। তিনি এই ঘটনাকে ‘ভয়ংকর’ বলে বর্ণনা করেছেন।
১৬ মিনিট আগেভারতের পণ্য আমদানিতে শুল্ক দ্বিগুণ করে সর্বোচ্চ ৫০ শতাংশ আরোপের সিদ্ধান্ত আজ বুধবার থেকে কার্যকর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একুশ শতকের শুরু থেকে উষ্ণতর হতে থাকা দুই দেশের কৌশলগত অংশীদারত্ব বড় ধাক্কা খেল।
১ ঘণ্টা আগেফ্রাবাতনাম্পু মন্দিরের প্রধান ভিক্ষু বা আবোট ছিলেন অ্যালংকট ওয়াত। ১৯৯২ সালে তিনি সেখানে এইচআইভি/এইডস আক্রান্তদের জন্য একটি নিরাময়কেন্দ্র চালু করেন এবং এই মানবিক উদ্যোগের কারণে তিনি ব্যাপক পরিচিতি পান। এই কেন্দ্রে অন্যান্য রোগীকেও আশ্রয় দেওয়া হয়, পাশাপাশি রোগীদের সন্তানদের জন্য শিক্ষার ব্যবস্থাও করা
২ ঘণ্টা আগেপ্রেসিডেন্টের এ নির্বাহী আদেশ জারির পরেই গত সোমবার সন্ধ্যায় হোয়াইট হাউসের বিপরীত দিকে এক ব্যক্তি মার্কিন পতাকায় আগুন ধরিয়ে দেন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পতাকা অবমাননাবিরোধী নির্বাহী আদেশের প্রতিবাদেই ওই ব্যক্তি পতাকা পোড়ান।
২ ঘণ্টা আগে