Ajker Patrika

পূর্ব সতর্কতা ছাড়াই ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা করেছে ইসরায়েল

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১০: ০৮
খান ইউনিসে হাসপাতালে নিহত স্বজনদের জন্য শোক করছেন নারীরা। ছবি: আনাদুলো
খান ইউনিসে হাসপাতালে নিহত স্বজনদের জন্য শোক করছেন নারীরা। ছবি: আনাদুলো

ইসরায়েলি সামরিক বাহিনী গত কয়েক ঘণ্টায় ব্যাপকভাবে হামলা করেছে। গাজার বিভিন্ন স্থানে একযোগে সামরিক আক্রমণ চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিমান হামলাগুলোর মূল লক্ষ্য ছিল ঘনবসতিপূর্ণ এলাকা, অস্থায়ী স্কুল ও আবাসিক ভবন, যেখানে লোকজন আশ্রয় নিয়েছিল। অন্তত ২০০ জন ফিলিস্তিনি নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।

গত এক ঘণ্টায় গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমানের স্পষ্ট উপস্থিতি দেখা গেছে। নিহতদের মধ্যে নবজাতক, শিশু, নারী, বৃদ্ধ ও কয়েকজন শীর্ষস্থানীয় হামাস নেতা রয়েছেন।

জানা গেছে, এই হামলাগুলো একযোগে এবং পূর্ব সতর্কতা ছাড়াই চালানো হয়েছে এমন এলাকায়, যেগুলোকে নিরাপদ মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল, যার মধ্যে মাওয়াসি এলাকাও রয়েছে।

আলজাজিরা আরবির গাজার প্রতিবেদক জানিয়েছেন, খান ইউনিসের আবাসান শহরের পূর্বাঞ্চলে ইসরায়েলি ট্যাংক থেকে গোলাবর্ষণ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত