Ajker Patrika

ইরাকের পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের হামলা

আপডেট : ২৮ জুলাই ২০২২, ১১: ২৩
ইরাকের পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের হামলা

ইরাকের বাগদাদে ‘হাই সিকিউরিটি জোন’ হিসেবে পরিচিত পার্লামেন্ট ভবনে হামলা করেছে শত শত বিক্ষোভকারী। স্থানীয় সময় বুধবার দেশটির শিয়া ধর্মগুরু মুকতাদা আল-সদরের সমর্থকেরা এই হামলা করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

গত অক্টোবরের সাধারণ নির্বাচনে মুকতাদা আল-সদরের রাজনৈতিক জোট সর্বাধিক আসনে জয়লাভ করার পরেও ক্ষমতা গ্রহণ করতে পারেনি। এ নিয়ে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়। সম্প্রতি মোহাম্মদ আল-সুদানিকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়ার পর এর বিরোধিতায় বিক্ষোভে নামেন সদরের সমর্থকেরা। মুকতাদা আল-সদর মনে করেন, মোহাম্মদ আল-সুদানি ইরানঘেঁষা। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্ট ভবনে হামলার পর পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও জলকামান ছুড়েছে। এ সময় সেখানে কোনো সংসদ সদস্য উপস্থিত ছিলেন না। পার্লামেন্ট ভবনের এই এলাকা গ্রিন জোন হিসেবে পরিচিত। এখানে দূতাবাসসহ আরও অনেক গুরুত্বপূর্ণ ভবন রয়েছে। 

একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী প্রথমে অনুপ্রবেশকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বিক্ষোভকরীরা বাধা ভেঙে পার্লামেন্ট ভবনে প্রবেশ করে। এরপর বিক্ষোভকারী সেখানে নাচ, গান, উৎসব শুরু করে। কেউ কেউ টেবিলের ওপর শুয়ে পড়ে। 

ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদিমি বিক্ষোভকারীদের পার্লামেন্ট ভবন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। 

প্রায় ৯ মাস ধরে রাজনৈতিক অচলাবস্থা চলছে ইরাকে। দেশটিতে একটি নতুন সরকার গঠনে বাধা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। মূলত ২০১৯ সাল থেকেই দুর্নীতি, বেকারত্ব, সরকারি পরিষেবার ওপর জনগণের অনাস্থাসহ নানা কারণে বিক্ষোভ চলছে তেলসমৃদ্ধ এই দেশে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মতে, সে সময় নিরাপত্তা বাহিনীর হাতে শত শত মানুষ নিহত হয়েছে। 

এর আগে ২০১৬ সালেও একবার পার্লামেন্ট ভবনে হামলা করেছিল মুকতাদা আল-সদরের সমর্থকেরা। 

এদিকে ইরাকের জাতিসংঘ মিশন বলেছে, শান্তিপূর্ণভাবে ও আইনের মধ্যে থেকে বিক্ষোভকারীদের বিক্ষোভ প্রদর্শনের অধিকার রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত