ইরাকের বাগদাদে ‘হাই সিকিউরিটি জোন’ হিসেবে পরিচিত পার্লামেন্ট ভবনে হামলা করেছে শত শত বিক্ষোভকারী। স্থানীয় সময় বুধবার দেশটির শিয়া ধর্মগুরু মুকতাদা আল-সদরের সমর্থকেরা এই হামলা করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত অক্টোবরের সাধারণ নির্বাচনে মুকতাদা আল-সদরের রাজনৈতিক জোট সর্বাধিক আসনে জয়লাভ করার পরেও ক্ষমতা গ্রহণ করতে পারেনি। এ নিয়ে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়। সম্প্রতি মোহাম্মদ আল-সুদানিকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়ার পর এর বিরোধিতায় বিক্ষোভে নামেন সদরের সমর্থকেরা। মুকতাদা আল-সদর মনে করেন, মোহাম্মদ আল-সুদানি ইরানঘেঁষা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্ট ভবনে হামলার পর পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও জলকামান ছুড়েছে। এ সময় সেখানে কোনো সংসদ সদস্য উপস্থিত ছিলেন না। পার্লামেন্ট ভবনের এই এলাকা গ্রিন জোন হিসেবে পরিচিত। এখানে দূতাবাসসহ আরও অনেক গুরুত্বপূর্ণ ভবন রয়েছে।
একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী প্রথমে অনুপ্রবেশকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বিক্ষোভকরীরা বাধা ভেঙে পার্লামেন্ট ভবনে প্রবেশ করে। এরপর বিক্ষোভকারী সেখানে নাচ, গান, উৎসব শুরু করে। কেউ কেউ টেবিলের ওপর শুয়ে পড়ে।
ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদিমি বিক্ষোভকারীদের পার্লামেন্ট ভবন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রায় ৯ মাস ধরে রাজনৈতিক অচলাবস্থা চলছে ইরাকে। দেশটিতে একটি নতুন সরকার গঠনে বাধা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। মূলত ২০১৯ সাল থেকেই দুর্নীতি, বেকারত্ব, সরকারি পরিষেবার ওপর জনগণের অনাস্থাসহ নানা কারণে বিক্ষোভ চলছে তেলসমৃদ্ধ এই দেশে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মতে, সে সময় নিরাপত্তা বাহিনীর হাতে শত শত মানুষ নিহত হয়েছে।
এর আগে ২০১৬ সালেও একবার পার্লামেন্ট ভবনে হামলা করেছিল মুকতাদা আল-সদরের সমর্থকেরা।
এদিকে ইরাকের জাতিসংঘ মিশন বলেছে, শান্তিপূর্ণভাবে ও আইনের মধ্যে থেকে বিক্ষোভকারীদের বিক্ষোভ প্রদর্শনের অধিকার রয়েছে।
ইরাকের বাগদাদে ‘হাই সিকিউরিটি জোন’ হিসেবে পরিচিত পার্লামেন্ট ভবনে হামলা করেছে শত শত বিক্ষোভকারী। স্থানীয় সময় বুধবার দেশটির শিয়া ধর্মগুরু মুকতাদা আল-সদরের সমর্থকেরা এই হামলা করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত অক্টোবরের সাধারণ নির্বাচনে মুকতাদা আল-সদরের রাজনৈতিক জোট সর্বাধিক আসনে জয়লাভ করার পরেও ক্ষমতা গ্রহণ করতে পারেনি। এ নিয়ে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়। সম্প্রতি মোহাম্মদ আল-সুদানিকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়ার পর এর বিরোধিতায় বিক্ষোভে নামেন সদরের সমর্থকেরা। মুকতাদা আল-সদর মনে করেন, মোহাম্মদ আল-সুদানি ইরানঘেঁষা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্ট ভবনে হামলার পর পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও জলকামান ছুড়েছে। এ সময় সেখানে কোনো সংসদ সদস্য উপস্থিত ছিলেন না। পার্লামেন্ট ভবনের এই এলাকা গ্রিন জোন হিসেবে পরিচিত। এখানে দূতাবাসসহ আরও অনেক গুরুত্বপূর্ণ ভবন রয়েছে।
একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী প্রথমে অনুপ্রবেশকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বিক্ষোভকরীরা বাধা ভেঙে পার্লামেন্ট ভবনে প্রবেশ করে। এরপর বিক্ষোভকারী সেখানে নাচ, গান, উৎসব শুরু করে। কেউ কেউ টেবিলের ওপর শুয়ে পড়ে।
ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদিমি বিক্ষোভকারীদের পার্লামেন্ট ভবন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রায় ৯ মাস ধরে রাজনৈতিক অচলাবস্থা চলছে ইরাকে। দেশটিতে একটি নতুন সরকার গঠনে বাধা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। মূলত ২০১৯ সাল থেকেই দুর্নীতি, বেকারত্ব, সরকারি পরিষেবার ওপর জনগণের অনাস্থাসহ নানা কারণে বিক্ষোভ চলছে তেলসমৃদ্ধ এই দেশে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মতে, সে সময় নিরাপত্তা বাহিনীর হাতে শত শত মানুষ নিহত হয়েছে।
এর আগে ২০১৬ সালেও একবার পার্লামেন্ট ভবনে হামলা করেছিল মুকতাদা আল-সদরের সমর্থকেরা।
এদিকে ইরাকের জাতিসংঘ মিশন বলেছে, শান্তিপূর্ণভাবে ও আইনের মধ্যে থেকে বিক্ষোভকারীদের বিক্ষোভ প্রদর্শনের অধিকার রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে অবশেষে খনিজ চুক্তি স্বাক্ষর হয়েই গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে এই চুক্তির পক্ষে উকালতি করেছেন। স্থানীয় সময় গতকাল বুধবার ইউক্রেন ও যুক্তরাষ্ট্র এই চুক্তিকে স্বাক্ষর করে। এই চুক্তির ফলে ইউক্রেনের খনিজ উত্তোলনে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার পাবে ও ইউক্রেন
১ ঘণ্টা আগেপাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানান
২ ঘণ্টা আগেভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা সপ্তম দিনের মতো গোলাগুলি হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার গভীর রাতে কাশ্মীরে বিবদমান সীমান্তে এই গোলাগুলি হয়। এতে কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেকাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান। সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ছয় দিন ধরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটছে। সীমান্তে জোরদার করা হয়েছে সামরিক বাহিনীর উপস্থিতি। কূটনীতিক বহিষ্কারসহ...
৯ ঘণ্টা আগে