ইরাকের বাগদাদে ‘হাই সিকিউরিটি জোন’ হিসেবে পরিচিত পার্লামেন্ট ভবনে হামলা করেছে শত শত বিক্ষোভকারী। স্থানীয় সময় বুধবার দেশটির শিয়া ধর্মগুরু মুকতাদা আল-সদরের সমর্থকেরা এই হামলা করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত অক্টোবরের সাধারণ নির্বাচনে মুকতাদা আল-সদরের রাজনৈতিক জোট সর্বাধিক আসনে জয়লাভ করার পরেও ক্ষমতা গ্রহণ করতে পারেনি। এ নিয়ে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়। সম্প্রতি মোহাম্মদ আল-সুদানিকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়ার পর এর বিরোধিতায় বিক্ষোভে নামেন সদরের সমর্থকেরা। মুকতাদা আল-সদর মনে করেন, মোহাম্মদ আল-সুদানি ইরানঘেঁষা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্ট ভবনে হামলার পর পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও জলকামান ছুড়েছে। এ সময় সেখানে কোনো সংসদ সদস্য উপস্থিত ছিলেন না। পার্লামেন্ট ভবনের এই এলাকা গ্রিন জোন হিসেবে পরিচিত। এখানে দূতাবাসসহ আরও অনেক গুরুত্বপূর্ণ ভবন রয়েছে।
একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী প্রথমে অনুপ্রবেশকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বিক্ষোভকরীরা বাধা ভেঙে পার্লামেন্ট ভবনে প্রবেশ করে। এরপর বিক্ষোভকারী সেখানে নাচ, গান, উৎসব শুরু করে। কেউ কেউ টেবিলের ওপর শুয়ে পড়ে।
ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদিমি বিক্ষোভকারীদের পার্লামেন্ট ভবন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রায় ৯ মাস ধরে রাজনৈতিক অচলাবস্থা চলছে ইরাকে। দেশটিতে একটি নতুন সরকার গঠনে বাধা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। মূলত ২০১৯ সাল থেকেই দুর্নীতি, বেকারত্ব, সরকারি পরিষেবার ওপর জনগণের অনাস্থাসহ নানা কারণে বিক্ষোভ চলছে তেলসমৃদ্ধ এই দেশে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মতে, সে সময় নিরাপত্তা বাহিনীর হাতে শত শত মানুষ নিহত হয়েছে।
এর আগে ২০১৬ সালেও একবার পার্লামেন্ট ভবনে হামলা করেছিল মুকতাদা আল-সদরের সমর্থকেরা।
এদিকে ইরাকের জাতিসংঘ মিশন বলেছে, শান্তিপূর্ণভাবে ও আইনের মধ্যে থেকে বিক্ষোভকারীদের বিক্ষোভ প্রদর্শনের অধিকার রয়েছে।
ইরাকের বাগদাদে ‘হাই সিকিউরিটি জোন’ হিসেবে পরিচিত পার্লামেন্ট ভবনে হামলা করেছে শত শত বিক্ষোভকারী। স্থানীয় সময় বুধবার দেশটির শিয়া ধর্মগুরু মুকতাদা আল-সদরের সমর্থকেরা এই হামলা করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত অক্টোবরের সাধারণ নির্বাচনে মুকতাদা আল-সদরের রাজনৈতিক জোট সর্বাধিক আসনে জয়লাভ করার পরেও ক্ষমতা গ্রহণ করতে পারেনি। এ নিয়ে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়। সম্প্রতি মোহাম্মদ আল-সুদানিকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়ার পর এর বিরোধিতায় বিক্ষোভে নামেন সদরের সমর্থকেরা। মুকতাদা আল-সদর মনে করেন, মোহাম্মদ আল-সুদানি ইরানঘেঁষা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্ট ভবনে হামলার পর পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও জলকামান ছুড়েছে। এ সময় সেখানে কোনো সংসদ সদস্য উপস্থিত ছিলেন না। পার্লামেন্ট ভবনের এই এলাকা গ্রিন জোন হিসেবে পরিচিত। এখানে দূতাবাসসহ আরও অনেক গুরুত্বপূর্ণ ভবন রয়েছে।
একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী প্রথমে অনুপ্রবেশকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বিক্ষোভকরীরা বাধা ভেঙে পার্লামেন্ট ভবনে প্রবেশ করে। এরপর বিক্ষোভকারী সেখানে নাচ, গান, উৎসব শুরু করে। কেউ কেউ টেবিলের ওপর শুয়ে পড়ে।
ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদিমি বিক্ষোভকারীদের পার্লামেন্ট ভবন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রায় ৯ মাস ধরে রাজনৈতিক অচলাবস্থা চলছে ইরাকে। দেশটিতে একটি নতুন সরকার গঠনে বাধা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। মূলত ২০১৯ সাল থেকেই দুর্নীতি, বেকারত্ব, সরকারি পরিষেবার ওপর জনগণের অনাস্থাসহ নানা কারণে বিক্ষোভ চলছে তেলসমৃদ্ধ এই দেশে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মতে, সে সময় নিরাপত্তা বাহিনীর হাতে শত শত মানুষ নিহত হয়েছে।
এর আগে ২০১৬ সালেও একবার পার্লামেন্ট ভবনে হামলা করেছিল মুকতাদা আল-সদরের সমর্থকেরা।
এদিকে ইরাকের জাতিসংঘ মিশন বলেছে, শান্তিপূর্ণভাবে ও আইনের মধ্যে থেকে বিক্ষোভকারীদের বিক্ষোভ প্রদর্শনের অধিকার রয়েছে।
যুদ্ধবিমানের মহড়া, লাল গালিচায় সংবর্ধনা আর দেয়ালে সাঁটানো স্লোগান ‘শান্তির পথে অগ্রযাত্রা’। গতকাল শুক্রবার এমন রাজকীয় আবহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলাস্কায় বৈঠক যে আশায়, তা যেন এখনো অধরা।
২৬ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গতকাল শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় অনুষ্ঠিত বৈঠকের পর একটি বিবৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবৃতিতে তিনি বলেন, বিগত চার বছরেরও বেশি সময় ধরে রুশ-মার্কিন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এই দীর্ঘ সময় দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য খুবই কঠিন ছিল। ত
৪১ মিনিট আগেউত্তর পাকিস্তানের বিভিন্ন এলাকায় হঠাৎ বৃষ্টি ও ভারী বন্যা-ভূমিধসের কারণে অন্তত ২৫০ জনের বেশি নিহত হয়েছেন। এদের মধ্যে বুনের এলাকায় নিহতের সংখ্যা ২১৩ এর বেশি। এছাড়া বিভিন্ন জেলা থেকে বহু আহতের খবর পাওয়া গেছে।
২ ঘণ্টা আগেফিলিস্তিনে যুদ্ধবিধ্বস্ত ছিটমহল গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের চলমান হামলায় প্রায় ৬২ হাজার মানুষ নিহত হয়েছে। গতকাল শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলটিতে অন্তত ৬১ হাজার ৮২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
২ ঘণ্টা আগে