Ajker Patrika

ইসরায়েলের তেলের ট্যাংকের হামলার প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলের তেলের ট্যাংকের হামলার প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র

ওমান সাগরে ইসরায়েলি তেলবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানের যুক্ত থাকার প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তদন্তকারী দল। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তেলের ট্যাংকে ইরানের উৎপাদিত মানব বিহীন বিমান হামলা করা হয়েছে। চীনা গণমাধ্যম সিনহুয়া নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এই তদন্ত প্রতিবেদন নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের বিস্ফোরক বিশেষজ্ঞদের মধ্যে ত্রিমুখী আলোচনা হয়েছে। আলোচনা শেষে যুক্তরাজ্য ও ইসরায়েলের তদন্তে একই রকম তথ্য উঠে এসেছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। 

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান ইসরায়েলের তেলবাহী জাহাজকে লক্ষ্যে করে তিনটি রকেট হামলা চালায়। প্রথম দুটি লক্ষ্যভ্রষ্ট হলেও তৃতীয়টি আঘাত হানতে সক্ষম হয়। 

এ দিকে উন্নত দেশগুলোর জোট জি–৭ গতকালও এই হামলায় ইরানকে দায়ী করে বিবৃতি দিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত