অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাত নতুন এবং আরও ভয়াবহ মোড় নিয়েছে। আল জাজিরার প্রতিবেদক ডোরসা জাব্বারি জানিয়েছেন, ইসরায়েলের আজকের হামলার পরিধি ও তীব্রতা গত বছরের দুটি পাল্টাপাল্টি হামলার চেয়ে অনেক বেশি।
২০২৪ সালের এপ্রিলে ইসরায়েল দামেস্কে ইরানের দূতাবাসে বোমা হামলার পর ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় সে বছরের অক্টোবরে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ এবং ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরুশানকে হত্যা করার মাত্র কয়েক দিন পর দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। ওই উভয়বারই ইসরায়েল ইরানের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে পাল্টা হামলা চালিয়েছিল।
জাব্বারি ব্যাখ্যা করেন, ইসরায়েল ও ইরানের মধ্যে ২০২৪ সালের পাল্টাপাল্টি সামরিক হামলা ১৯৭৯ সালের পর এ ধরনের প্রথম ঘটনা। ফলে সেটি একটি ‘গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বাধা’ ভেঙে দিয়েছিল। তবে, এবারের হামলার সর্বশেষ ঢেউ সেই বাধাকে আরও এগিয়ে নিয়ে গেছে, কারণ পূর্ববর্তী সময়ের মতো এবার কোনো আগাম সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়েছে।
জাব্বারি বলেন, ‘এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। এই হামলার মাত্রা অনেক বড় ও বিস্তৃত। আমরা তেহরান, তাবরিজ, কেরমানশাহ, ইস্পাহান, নাতানজ-এর মতো স্থানে হামলা দেখতে পাচ্ছি। এর মাত্রা, এর পরিধি নিশ্চিতভাবে অনেক বড় এবং এটি এখনো চলছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি কোনো কৌশলগত “ইন-অ্যান্ড-আউট” ধরনের হামলা নয়, আমরা যখন কথা বলছি তখনো হামলা চলছে এবং আমরা জানি না কখন তারা শেষ হবে।’
এই পরিস্থিতি ইঙ্গিত দেয়, ইসরায়েল-ইরান সংঘাত এখন এক নতুন ও অপ্রত্যাশিত পর্যায়ে প্রবেশ করেছে, যেখানে কোনো আগাম সতর্কতা ছাড়াই ব্যাপক আকারের হামলা চালানো হচ্ছে। এটি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি এবং উভয় পক্ষের মধ্যে একটি পূর্ণাঙ্গ সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাত নতুন এবং আরও ভয়াবহ মোড় নিয়েছে। আল জাজিরার প্রতিবেদক ডোরসা জাব্বারি জানিয়েছেন, ইসরায়েলের আজকের হামলার পরিধি ও তীব্রতা গত বছরের দুটি পাল্টাপাল্টি হামলার চেয়ে অনেক বেশি।
২০২৪ সালের এপ্রিলে ইসরায়েল দামেস্কে ইরানের দূতাবাসে বোমা হামলার পর ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় সে বছরের অক্টোবরে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ এবং ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরুশানকে হত্যা করার মাত্র কয়েক দিন পর দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। ওই উভয়বারই ইসরায়েল ইরানের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে পাল্টা হামলা চালিয়েছিল।
জাব্বারি ব্যাখ্যা করেন, ইসরায়েল ও ইরানের মধ্যে ২০২৪ সালের পাল্টাপাল্টি সামরিক হামলা ১৯৭৯ সালের পর এ ধরনের প্রথম ঘটনা। ফলে সেটি একটি ‘গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বাধা’ ভেঙে দিয়েছিল। তবে, এবারের হামলার সর্বশেষ ঢেউ সেই বাধাকে আরও এগিয়ে নিয়ে গেছে, কারণ পূর্ববর্তী সময়ের মতো এবার কোনো আগাম সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়েছে।
জাব্বারি বলেন, ‘এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। এই হামলার মাত্রা অনেক বড় ও বিস্তৃত। আমরা তেহরান, তাবরিজ, কেরমানশাহ, ইস্পাহান, নাতানজ-এর মতো স্থানে হামলা দেখতে পাচ্ছি। এর মাত্রা, এর পরিধি নিশ্চিতভাবে অনেক বড় এবং এটি এখনো চলছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি কোনো কৌশলগত “ইন-অ্যান্ড-আউট” ধরনের হামলা নয়, আমরা যখন কথা বলছি তখনো হামলা চলছে এবং আমরা জানি না কখন তারা শেষ হবে।’
এই পরিস্থিতি ইঙ্গিত দেয়, ইসরায়েল-ইরান সংঘাত এখন এক নতুন ও অপ্রত্যাশিত পর্যায়ে প্রবেশ করেছে, যেখানে কোনো আগাম সতর্কতা ছাড়াই ব্যাপক আকারের হামলা চালানো হচ্ছে। এটি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি এবং উভয় পক্ষের মধ্যে একটি পূর্ণাঙ্গ সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধান নিয়ে সমঝোতায় পৌঁছেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, যুদ্ধ শেষ হবে ইউক্রেনের ভূখণ্ড অদলবদল আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চয়তার মাধ্যমে।
২০ মিনিট আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপরই এখন যুদ্ধবিরতি আলোচনার দায়িত্ব বর্তেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার রাতে তিনি জানান, শিগগিরই জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক আয়োজন করা হবে।
২৯ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চান, ভবিষ্যতে ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তি নিয়ে আলোচনার জন্য তাঁদের সম্ভাব্য বৈঠকে তিনি উপস্থিত থাকুন।
৩৯ মিনিট আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখনো কিছু বিষয়ে সমঝোতা বাকি আছে। তবে বৈঠককে তিনি ফলপ্রসূ বলছেন।
১ ঘণ্টা আগে