Ajker Patrika

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৩: ১৮
ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসন ও অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়া এক কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ওই কিশোরের নাম মোহাম্মদ মুনির আল তামিমি (১৭)।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বিক্ষোভ চলাচলে ওই কিশোর গুলিবিদ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে হাসপাতালে মারা যায়।

রেড ক্রিসেন্ট বলেছে, ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘাতে ৩২০ ফিলিস্তিনি আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন ২১ জন। রাবার বুলেটে আঘাতপ্রাপ্ত হয়েছেন ৬৮ জন। কাঁদানে গ্যাসে আহত হয়েছেন অনেকেই।

এএফপির ফটোগ্রাফার বলেন, শুক্রবার শত শত ফিলিস্তিনি বিক্ষোভের জন্য বেইতায় জড়ো হন। কয়েক মাস ধরেই এলাকাটি উত্তপ্ত রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, প্রথমে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়। এরপর তাঁদের ছত্রভঙ্গ করতে ব্যবস্থা নেওয়া হয়। সহিংসতায় দুজন ইসরায়েলি সেনা আহত হয়েছে।

ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, নিহত কিশোরের জানাজায় শত শত ফিলিস্তিনি অংশ নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত