অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কিছুদিন আগে নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি পোপের পোশাক পরা ছবিটি তাঁর নয়। এই ছবির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেছেন, তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প এই ছবিটিকে ‘কিউট’ বলেছেন।
মার্কিন সংবাদমাধ্যম ইউএস টুডের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প এই দাবি করেন। তিনি বলেন, পোপের পোশাক পরা তাঁর কৃত্রিম ছবি নিয়ে তিনি কিছুই জানতেন না। ছবিটি তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে গত সপ্তাহে পোস্ট করা হয়েছিল।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। কেউ পোপের মতো পোশাক পরা আমার একটি ছবি বানিয়ে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। এটা আমি করিনি। কোথা থেকে এটা এসেছে, আমার কোনো ধারণা নেই। হয়তো এটা এআই দিয়ে তৈরি, কিন্তু আমি এ সম্পর্কে কিছুই জানি না। আমি গতকাল সন্ধ্যায় এটি প্রথম দেখেছি।’
হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যম আইডি থেকেও ছবিটি শেয়ার করা হয়। বিষয়টি ক্যাথলিক খ্রিষ্টানদের সমালোচনার মুখে পড়েছে। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তারা এখনো শোকাহত। গত সপ্তাহে অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে ট্রাম্প প্রয়াত পোপের শেষকৃত্যে অংশ নিয়েছিলেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পের কথাও উল্লেখ করেন। কৃত্রিম ছবিটির বিষয়ে তিনি বলেন, ‘আসলে আমার স্ত্রীর কাছে এটা সুন্দর লেগেছে। সে বলেছে, “এটা কি কিউট নয়? ”’ তিনি আরও বলেন, ‘আসলে, আমি হয়তো বিবাহিত হতে পারতাম না। আমি যত দূর জানি, পোপরা বিয়ে করার ব্যাপারে খুব আগ্রহী নন, তাই না? অন্তত আমরা যত দূর জানি।’
হোয়াইট হাউসে প্রশ্নোত্তর পর্বের সময় ছবিটি নিয়ে ক্যাথলিকদের হতাশার বিষয়ে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প সংবাদমাধ্যমকে বিতর্ক উসকে দেওয়ার অভিযোগ করেন। সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘তারা রসিকতা বোঝে না।’ তিনি আরও বলেন, ‘ক্যাথলিকেরা এটা পছন্দ করেছে।’
ছবিটি হোয়াইট হাউসের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করা উচিত হয়েছে কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘ছেড়ে দিন তো। কেউ এটা মজা করে করেছে, ঠিকই আছে। একটু মজা তো করতেই হবে, তাই না?’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কিছুদিন আগে নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি পোপের পোশাক পরা ছবিটি তাঁর নয়। এই ছবির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেছেন, তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প এই ছবিটিকে ‘কিউট’ বলেছেন।
মার্কিন সংবাদমাধ্যম ইউএস টুডের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প এই দাবি করেন। তিনি বলেন, পোপের পোশাক পরা তাঁর কৃত্রিম ছবি নিয়ে তিনি কিছুই জানতেন না। ছবিটি তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে গত সপ্তাহে পোস্ট করা হয়েছিল।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। কেউ পোপের মতো পোশাক পরা আমার একটি ছবি বানিয়ে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। এটা আমি করিনি। কোথা থেকে এটা এসেছে, আমার কোনো ধারণা নেই। হয়তো এটা এআই দিয়ে তৈরি, কিন্তু আমি এ সম্পর্কে কিছুই জানি না। আমি গতকাল সন্ধ্যায় এটি প্রথম দেখেছি।’
হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যম আইডি থেকেও ছবিটি শেয়ার করা হয়। বিষয়টি ক্যাথলিক খ্রিষ্টানদের সমালোচনার মুখে পড়েছে। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তারা এখনো শোকাহত। গত সপ্তাহে অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে ট্রাম্প প্রয়াত পোপের শেষকৃত্যে অংশ নিয়েছিলেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পের কথাও উল্লেখ করেন। কৃত্রিম ছবিটির বিষয়ে তিনি বলেন, ‘আসলে আমার স্ত্রীর কাছে এটা সুন্দর লেগেছে। সে বলেছে, “এটা কি কিউট নয়? ”’ তিনি আরও বলেন, ‘আসলে, আমি হয়তো বিবাহিত হতে পারতাম না। আমি যত দূর জানি, পোপরা বিয়ে করার ব্যাপারে খুব আগ্রহী নন, তাই না? অন্তত আমরা যত দূর জানি।’
হোয়াইট হাউসে প্রশ্নোত্তর পর্বের সময় ছবিটি নিয়ে ক্যাথলিকদের হতাশার বিষয়ে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প সংবাদমাধ্যমকে বিতর্ক উসকে দেওয়ার অভিযোগ করেন। সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘তারা রসিকতা বোঝে না।’ তিনি আরও বলেন, ‘ক্যাথলিকেরা এটা পছন্দ করেছে।’
ছবিটি হোয়াইট হাউসের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করা উচিত হয়েছে কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘ছেড়ে দিন তো। কেউ এটা মজা করে করেছে, ঠিকই আছে। একটু মজা তো করতেই হবে, তাই না?’
ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার গোবর্ধন পর্বতের পবিত্র পরিক্রমা পথ সংলগ্ন অন্যৌর গ্রামে গত রবি ও সোমবার—এই দুই দিনে এক ডজনের বেশি বানর মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, তাদের শরীরে এয়ারগানের ক্ষতের চিহ্ন রয়েছে।
২৪ মিনিট আগেগত বুধবার মালয়েশিয়ার কুচিং আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৫ বছর বয়সী মিস্টার ল’ হঠাৎ করে পড়ে যান। তিনি চীন ভ্রমণ শেষে সিবু শহর থেকে কুচিংয়ে ফিরছিলেন। বিমানের গেট পেরিয়ে বের হওয়ার সময় হঠাৎ করেই তিনি জ্ঞান হারান।
৩৮ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ও মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, শিগগিরই আব্রাহাম অ্যাকর্ডস সম্প্রসারণ সংক্রান্ত বেশ কয়েকটি ঘোষণা আসছে। গত রোববার ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসে আয়োজিত ইসরায়েলের ৭৭তম স্বাধীনতা দিবসের
২ ঘণ্টা আগেযুক্তরাজ্যে যারা কাজ কিংবা পড়াশোনার জন্য যান, অথচ পরে রাজনৈতিক আশ্রয় চেয়ে বসেন, এমন অভিবাসীদের দমনে নতুন কড়াকড়ি আরোপের পরিকল্পনা করছে যুক্তরাজ্য সরকার। এর ফলে পাকিস্তান, নাইজেরিয়া ও শ্রীলঙ্কার মতো কয়েকটি দেশের নাগরিকদের জন্য যুক্তরাজ্যে কাজ ও পড়াশোনার ভিসা পাওয়া কঠিন হতে পারে।
২ ঘণ্টা আগে