Ajker Patrika

ইরানে পানির সংকটে বিক্ষোভ, গুলিতে নিহত ৩

ইরানে পানির সংকটে বিক্ষোভ, গুলিতে নিহত ৩

ইরানে পানি সংকটের প্রতিবাদে শুরু হওয়া সহিংস বিক্ষোভে গুলিতে কমপক্ষে তিন বিক্ষোভকারী নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন।

ইরানের সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে শুরু হওয়া বিক্ষোভ পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশের আলিগুদারজ শহর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আলিগুদারজ শহরে বিক্ষোভে কমপক্ষে তিনজনের প্রাণহানি ঘটেছে। কর্তৃপক্ষের অভিযোগ, অজ্ঞাতনামা কিছু ব্যক্তি শান্তিপূর্ণ বিক্ষোভে অনুপ্রবেশ করে গুলি চালানোয় এই প্রাণহানি ঘটেছে।

অর্ধ-শতাব্দীর বেশি সময় পর প্রচণ্ড খরার মুখোমুখি হলো ইরান। এর ফলে সেখানে তীব্র পানি সংকটের জেরে এক সপ্তাহের বেশি সময় আগে বিক্ষোভ শুরু করেন দেশটির নাগরিকেরা। পানি সংকটের কারণে গৃহস্থালির কাজ, কৃষি জমির সেচ, গবাদি পশুপালন এবং বিদ্যুৎ উৎপাদন কাজও ব্যাহত হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে তেল-সমৃদ্ধ খুজেস্তান প্রদেশের নিরপেক্ষ দু’টি সূত্র সিএনএনকে বলেছে, এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভে হতাহতের যে খবর সরকারিভাবে দেওয়া হয়েছে প্রকৃত সংখ্যা তার চেয়ে বেশি।

খুজেস্তান প্রদেশের বিক্ষোভের একজন প্রত্যক্ষদর্শী সিএনএনকে বলেছেন, দাঙ্গাবিরোধী পুলিশ এবং নিরাপত্তা এজেন্টদের গুলিতে লোকজন মারা গেছেন। শনিবারও খুজেস্তানে ব্যাপক নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছেন তিনি।

ইরানের ভিন্নমতাবলম্বীদের সংবাদমাধ্যম হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) বলেছে, বিক্ষোভে অন্তত ১০ জন মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছেন অনেক।

এইচআরএএনএ’র দাবি, গত ১০ রাতে ইরানের ৩০টি শহরে কমপক্ষে ১০২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। গত সপ্তাহে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের আপলোড করা ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা টিয়ার গ্যাস ব্যবহার করছেন।

অন্য একটি ভিডিওতে মানবাধিকার কর্মীদের তেহরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জড়ো হয়ে খুজেস্তানের বিক্ষোভকারীদের সমর্থনে স্লোগান দিতে দেখা যায়। ওই ভিডিওতে দেশটির প্রখ্যাত মানবাধিকার কর্মী নারগিস মোহাম্মদিকে বলতে শোনা যায়, পানি প্রাপ্তির জন্য যে বিক্ষোভকারীরা আন্দোলন করছেন, আমরা আইনশৃঙ্খলাবাহিনীকে তাদের ক্ষতি না করার আহ্বান জানাচ্ছি।

মার্কিন নিষেধাজ্ঞা এবং করোনা মহামারিতে খুঁড়িয়ে চলছে ইরানের অর্থনীতি। দেশটির মূল্যস্ফীতির হার ৫০ শতাংশের বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত