Ajker Patrika

আমরা বেসামরিক নাগরিকদের ওপর হামলা করছি না: হামাস

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১৪: ৫০
আমরা বেসামরিক নাগরিকদের ওপর হামলা করছি না: হামাস

হামাসের সিনিয়র মুখপাত্র ওসামা হামাদান বলেছেন, ‘আমরা ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ওপর হামলা করছি না।’ আজ রোববার আল জাজিরাকে এ কথা বলেন হামাসের এই সিনিয়র মুখপাত্র। 

তবে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার সংগঠনগুলো উল্লেখ করেছে, হামাসের হাতে ইসরায়েলি বেসামরিক মানুষ নিহত হয়েছে। 

ওসামা হামাদান বলেন, ‘আপনাকে বসতি স্থাপনকারী এবং বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য করতে হবে। বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর আক্রমণ করেছে...।’ 

দক্ষিণ ইস্রায়েলের বেসামরিক নাগরিকদেরও বসতি স্থাপনকারী হিসেবে বিবেচনা করা হয় কি না, জানতে চাইলে হামদান বলেন, ‘সবাই জানে সেখানে বসতি রয়েছে।’ 

হামদান আরও বলেন, ‘আমরা উদ্দেশ্যমূলকভাবে বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করছি না। আমরা ঘোষণা করেছি, বসতি স্থাপনকারীরা দখলদারিত্বের অংশ এবং সশস্ত্র ইসরায়েলি বাহিনীর অংশ। তারা বেসামরিক নয়।’ 

এদিকে গাজায় ৩১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। 

স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, শনিবার থেকে ইসরায়েলের পাল্টা বিমান হামলায় গাজায় মোট ৩১৩ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ২ হাজার জন আহত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত