অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় এখনো চলছে ইসরায়েলের নির্বিচার বিমান হামলা। পাশাপাশি চলছে স্থল অভিযানও। এরই মধ্যে ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছে অন্তত ১৩ হাজার ৩ শতাধিক মানুষ। এই অবস্থায় হামাস জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি সন্নিকটে। বার্তা সংস্থা রয়টার্স ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার পৃথক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন আজ মঙ্গলবার। পরে তিনি তাঁর টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, ‘আমরা একটি যুদ্ধবিরতির খুব সন্নিকটে।’ রয়টার্সের কাছে পাঠানো এক বিবৃতিতেও তিনি বিষয়টি জানিয়েছেন। ওই বিবৃতিতে বলা হয়েছে, কাতারের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে যে আলোচনা চলছিল তাতে হামাস সায় দিয়েছে।
ইসমাইল হানিয়ার ওই বিবৃতিতে আর বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। তবে হামাসের শীর্ষস্থানীয় এক নেতা আল-জাজিরাকে জানিয়েছেন, মূলত এই যুদ্ধবিরতি কত দিন স্থায়ী হবে, ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার বিনিময়ে গাজায় কী পরিমাণ এবং কীভাবে সহায়তা পাঠানো হবে একই সঙ্গে ইসরায়েলে ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করার বিষয়গুলো আলোচিত হয়েছে।
হামাস কর্মকর্তা ইজ্জাত আল-রাশিক বলেছেন, কাতারের মধ্যস্থতায় উভয় পক্ষই মূলত নারী ও শিশুদের ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেছে। তবে এই বিষয়ে বিস্তারিত প্রকাশ করবে কাতার। উল্লেখ্য, হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্ত পেরিয়ে ভেতরে ঢুকে পড়ে দেশটির ২৪০ জন নাগরিককে জিম্মি করে আনে।
আল-রাশিক জানিয়েছেন, জিম্মি মুক্তির বাইরেও যুদ্ধবিরতির সময়সীমা, গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দেওয়া, আহত গাজাবাসীকে চিকিৎসার জন্য অন্য দেশে নেওয়ার ব্যবস্থা করাসহ বিভিন্ন বিষয় আলোচিত হয়েছে। তিনি আরও জানিয়েছেন, এই আলোচনা বিগত কয়েক সপ্তাহ ধরেই চলছে তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী এখনো অনেকটাই অনড়।
আল-রাশিক জানান, ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হলে গাজা এবং ফিলিস্তিনের সব সশস্ত্র গোষ্ঠীকে জানিয়ে দেওয়া হবে। কারণ, ফিলিস্তিনের সব সশস্ত্র গোষ্ঠীই এই যুদ্ধবিরতির শর্তের বিষয়ে সম্মতি দিয়েছে।
অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় এখনো চলছে ইসরায়েলের নির্বিচার বিমান হামলা। পাশাপাশি চলছে স্থল অভিযানও। এরই মধ্যে ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছে অন্তত ১৩ হাজার ৩ শতাধিক মানুষ। এই অবস্থায় হামাস জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি সন্নিকটে। বার্তা সংস্থা রয়টার্স ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার পৃথক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন আজ মঙ্গলবার। পরে তিনি তাঁর টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, ‘আমরা একটি যুদ্ধবিরতির খুব সন্নিকটে।’ রয়টার্সের কাছে পাঠানো এক বিবৃতিতেও তিনি বিষয়টি জানিয়েছেন। ওই বিবৃতিতে বলা হয়েছে, কাতারের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে যে আলোচনা চলছিল তাতে হামাস সায় দিয়েছে।
ইসমাইল হানিয়ার ওই বিবৃতিতে আর বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। তবে হামাসের শীর্ষস্থানীয় এক নেতা আল-জাজিরাকে জানিয়েছেন, মূলত এই যুদ্ধবিরতি কত দিন স্থায়ী হবে, ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার বিনিময়ে গাজায় কী পরিমাণ এবং কীভাবে সহায়তা পাঠানো হবে একই সঙ্গে ইসরায়েলে ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করার বিষয়গুলো আলোচিত হয়েছে।
হামাস কর্মকর্তা ইজ্জাত আল-রাশিক বলেছেন, কাতারের মধ্যস্থতায় উভয় পক্ষই মূলত নারী ও শিশুদের ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেছে। তবে এই বিষয়ে বিস্তারিত প্রকাশ করবে কাতার। উল্লেখ্য, হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্ত পেরিয়ে ভেতরে ঢুকে পড়ে দেশটির ২৪০ জন নাগরিককে জিম্মি করে আনে।
আল-রাশিক জানিয়েছেন, জিম্মি মুক্তির বাইরেও যুদ্ধবিরতির সময়সীমা, গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দেওয়া, আহত গাজাবাসীকে চিকিৎসার জন্য অন্য দেশে নেওয়ার ব্যবস্থা করাসহ বিভিন্ন বিষয় আলোচিত হয়েছে। তিনি আরও জানিয়েছেন, এই আলোচনা বিগত কয়েক সপ্তাহ ধরেই চলছে তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী এখনো অনেকটাই অনড়।
আল-রাশিক জানান, ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হলে গাজা এবং ফিলিস্তিনের সব সশস্ত্র গোষ্ঠীকে জানিয়ে দেওয়া হবে। কারণ, ফিলিস্তিনের সব সশস্ত্র গোষ্ঠীই এই যুদ্ধবিরতির শর্তের বিষয়ে সম্মতি দিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দেশের অর্থনীতি সংকুচিত হওয়ার জন্য দায়ী করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে। নতুন শুল্ক আরোপের আগেই আমদানির চাপ, সরকারি ব্যয়ে কাটছাঁট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা— এই বাস্তব কারণগুলো উপেক্ষা করে তিনি বারবার দায় দিচ্ছেন বাইডেন প্রশাসন
৬ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ১০০ দিন পেরোতেই তাঁর প্রশাসনে প্রথম বড় ধাক্কা লাগল। পদত্যাগ করলেন রিপাবলিকান সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ট্রাম্প প্রশাসন থেকে ওয়াল্টজের সরে দাঁড়ানোর ঘটনায় হোয়াইট হাউসের অভ্যন্তরীণ গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
৬ ঘণ্টা আগেকাশ্মীরে সাম্প্রতিক সহিংসতার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এরই মধ্যে ভারতীয় হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সব মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তারা বলছে, নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিরীহ শিক্ষার্থীরা কোনো ঝুঁকিতে না...
৭ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায় দিয়ে আসছে নয়াদিল্লি। তবে পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে। হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতীয় বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ
১০ ঘণ্টা আগে