তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে দেওয়ার যে নীতি নিয়েছে, সেই দুরভিসন্ধি ছাড়তে হবে তাদের। গতকাল রোববার জার্মানি থেকে দেশে ফেরার পথে ফ্লাইটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অমানবিক হামলা বন্ধের আহ্বান জানিয়ে তুরস্কের এরদোয়ান বলেন, ‘মানবাধিকার ও আন্তর্জাতিক আইনকে পদদলিত করে গাজায় অব্যাহতভাবে গণহত্যা চালানোর ওপর জোর দিয়ে আসছে ইসরায়েল। তাদের উচিত এই গণহত্যা বন্ধ করা। তারা (ইসরায়েলের নেতারা) লেবাননকেও হুমকি দিচ্ছে। ইসরায়েলকে অবশ্যই এই অঞ্চলে সংঘাত ছড়ানোর দুরভিসন্ধি ত্যাগ করতে হবে।’
তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুরস্ক ও সিরিয়ার মধ্যকার সম্পর্ক নিয়েও কথা বলেন এরদোয়ান। এ সময় দুই দেশের সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত দেন তিনি।
প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্কোন্নয়নের আগ্রহের কথা জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নিলে আঙ্কারাও একই পথে হাঁটবে।’ তিনি বলেন, ‘আমরা আসাদকে আমন্ত্রণ জানাব। তুর্কি-সিরিয়া সম্পর্ককে আমরা আগের জায়গায় নিয়ে যেতে চাই।’
ইরান ইস্যুতে আলাপকালে দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এরদোয়ান। তিনি বলেন, ‘ইরান একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। আশা করি, আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও ইতিবাচক ধারায় অগ্রসর হবে।’
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে দেওয়ার যে নীতি নিয়েছে, সেই দুরভিসন্ধি ছাড়তে হবে তাদের। গতকাল রোববার জার্মানি থেকে দেশে ফেরার পথে ফ্লাইটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অমানবিক হামলা বন্ধের আহ্বান জানিয়ে তুরস্কের এরদোয়ান বলেন, ‘মানবাধিকার ও আন্তর্জাতিক আইনকে পদদলিত করে গাজায় অব্যাহতভাবে গণহত্যা চালানোর ওপর জোর দিয়ে আসছে ইসরায়েল। তাদের উচিত এই গণহত্যা বন্ধ করা। তারা (ইসরায়েলের নেতারা) লেবাননকেও হুমকি দিচ্ছে। ইসরায়েলকে অবশ্যই এই অঞ্চলে সংঘাত ছড়ানোর দুরভিসন্ধি ত্যাগ করতে হবে।’
তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুরস্ক ও সিরিয়ার মধ্যকার সম্পর্ক নিয়েও কথা বলেন এরদোয়ান। এ সময় দুই দেশের সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত দেন তিনি।
প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্কোন্নয়নের আগ্রহের কথা জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নিলে আঙ্কারাও একই পথে হাঁটবে।’ তিনি বলেন, ‘আমরা আসাদকে আমন্ত্রণ জানাব। তুর্কি-সিরিয়া সম্পর্ককে আমরা আগের জায়গায় নিয়ে যেতে চাই।’
ইরান ইস্যুতে আলাপকালে দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এরদোয়ান। তিনি বলেন, ‘ইরান একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। আশা করি, আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও ইতিবাচক ধারায় অগ্রসর হবে।’
জম্মু–কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের কূটনৈতিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় আকাশসীমা বন্ধ করে করে দিয়েছে পাকিস্তান। আগামী ২৩ মে পর্যন্ত এটি বহাল থাকার সম্ভাবনা রয়েছে। তবে, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
৪১ মিনিট আগেগত ২৪ এপ্রিল রাত থেকে, ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার কয়েক ঘণ্টা পরেই, পাকিস্তানি সেনারা জম্মু ও কাশ্মীরের এলওসির বিভিন্ন স্থানে বিনা উসকানিতে গুলি চালাচ্ছে বলে অভিযোগ ভারতীয় নিরাপত্তা বাহিনীর।
১ ঘণ্টা আগেউপত্যকার বিভিন্ন স্থান থেকে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। কুদ্স নিউজ নেটওয়ার্ক আজ সকালে জানিয়েছে, মধ্য গাজার বুরেজি শরণার্থী শিবিরে বোমা হামলায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের অন্তত ৫ জন। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দেশের অর্থনীতি সংকুচিত হওয়ার জন্য দায়ী করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে। নতুন শুল্ক আরোপের আগেই আমদানির চাপ, সরকারি ব্যয়ে কাটছাঁট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা— এই বাস্তব কারণগুলো উপেক্ষা করে তিনি বারবার দায় দিচ্ছেন বাইডেন প্রশাসন
১৪ ঘণ্টা আগে