অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে ফেলেছিলেন, এমন সময় তিনি তাঁর শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দেন গণমাধ্যমকে জানাতে যে, তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় নেবেন। এই নির্দেশনার পেছনের উদ্দেশ্য ছিল, প্রকৃত পরিকল্পনা গোপন রাখা।
সূত্রের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এমন সংবাদ পরিবেশনায় বিরক্ত ছিলেন যেখানে বলা হচ্ছিল, তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তাঁর ধারণা ছিল, দুই সপ্তাহের সময়সীমার কথা বললে ইরান বিভ্রান্ত হবে এবং তাঁর আসল পরিকল্পনা গোপন থাকবে।
গত বৃহস্পতিবার সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননের সঙ্গে মধ্যাহ্নভোজের ঠিক আগে ট্রাম্প এই বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত নেন। ব্যানন প্রকাশ্যে মার্কিন সামরিক হস্তক্ষেপে সংশয় প্রকাশ করেছিলেন। এর পরপরই ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট হোয়াইট হাউসের ব্রিফিং রুমে গিয়ে প্রেসিডেন্টের নির্দেশ পালন করেন এবং বিশ্বকে বোঝান যে, ট্রাম্প এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
যদিও চূড়ান্ত সিদ্ধান্ত গত শনিবার আসে, যখন মার্কিন বোমারু বিমানগুলো ইতিমধ্যেই আকাশে উড়ছিল। ট্রাম্পের ঘনিষ্ঠজনরা মনে করেন, তিনি কয়েক দিন ধরেই ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে মনে মনে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন। ট্রাম্পকে ইতিমধ্যেই হামলা পরিকল্পনা সম্পর্কে জানানো হয়েছিল এবং তিনি প্রতিদিন তাঁর জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ব্যক্তিগতভাবে বৈঠক করার পাশাপাশি একাধিক ফোনকলও করছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে ফেলেছিলেন, এমন সময় তিনি তাঁর শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দেন গণমাধ্যমকে জানাতে যে, তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় নেবেন। এই নির্দেশনার পেছনের উদ্দেশ্য ছিল, প্রকৃত পরিকল্পনা গোপন রাখা।
সূত্রের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এমন সংবাদ পরিবেশনায় বিরক্ত ছিলেন যেখানে বলা হচ্ছিল, তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তাঁর ধারণা ছিল, দুই সপ্তাহের সময়সীমার কথা বললে ইরান বিভ্রান্ত হবে এবং তাঁর আসল পরিকল্পনা গোপন থাকবে।
গত বৃহস্পতিবার সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননের সঙ্গে মধ্যাহ্নভোজের ঠিক আগে ট্রাম্প এই বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত নেন। ব্যানন প্রকাশ্যে মার্কিন সামরিক হস্তক্ষেপে সংশয় প্রকাশ করেছিলেন। এর পরপরই ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট হোয়াইট হাউসের ব্রিফিং রুমে গিয়ে প্রেসিডেন্টের নির্দেশ পালন করেন এবং বিশ্বকে বোঝান যে, ট্রাম্প এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
যদিও চূড়ান্ত সিদ্ধান্ত গত শনিবার আসে, যখন মার্কিন বোমারু বিমানগুলো ইতিমধ্যেই আকাশে উড়ছিল। ট্রাম্পের ঘনিষ্ঠজনরা মনে করেন, তিনি কয়েক দিন ধরেই ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে মনে মনে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন। ট্রাম্পকে ইতিমধ্যেই হামলা পরিকল্পনা সম্পর্কে জানানো হয়েছিল এবং তিনি প্রতিদিন তাঁর জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ব্যক্তিগতভাবে বৈঠক করার পাশাপাশি একাধিক ফোনকলও করছিলেন।
যুক্তরাজ্যের শিক্ষার্থীদের মধ্যে এ লেভেলে অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা বেছে নেওয়ার প্রবণতা বেড়েছে। এর পেছনে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রভাবে বেড়েছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক এক জরিপ বলছে, দেশটির ইতিহাসে প্রথমবারের মতো এ লেভেলে শীর্ষ পাঁচ জনপ্রিয় বিষয়ের মধ্যে উঠে এসেছে ব্যাবসায় শিক্ষা।
১১ মিনিট আগেভারতের জম্মু ও কাশ্মীরে আকস্মিক ভারী বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬। এখনো নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৮০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। হিমালয় সংলগ্ন এলাকায় এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ক্লাউডবার্স্টের ঘটনা।
১ ঘণ্টা আগেএক ফেডারেল এজেন্টের দিকে স্যান্ডউইচ ছুড়ে মারার অভিযোগে মার্কিন বিচার বিভাগের এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণার পর সেখানে মোতায়েন করা হয়েছিল ওই এজেন্টকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শন চার
২ ঘণ্টা আগেহাইতির গ্যাংদের নিয়ন্ত্রণে এবার কাজ পাচ্ছে মার্কিন বেসরকারি নিরাপত্তা ঠিকাদারি সংস্থা। এরই মধ্যে একটি দীর্ঘমেয়াদি চুক্তি হয়েছে। এই সংস্থা সেখানে প্রবল ক্ষমতাধর গ্যাংগুলোকে নিয়ন্ত্রণ করবে এবং একই সঙ্গে কর আদায়ের দায়িত্বও পালন করবে।
২ ঘণ্টা আগে