Ajker Patrika

বিভ্রান্ত করতেই ‘দুই সপ্তাহের সময়সীমার’ কথা বলেছিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
বিভ্রান্ত করতেই ‘দুই সপ্তাহের সময়সীমার’ কথা বলেছিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে ফেলেছিলেন, এমন সময় তিনি তাঁর শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দেন গণমাধ্যমকে জানাতে যে, তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় নেবেন। এই নির্দেশনার পেছনের উদ্দেশ্য ছিল, প্রকৃত পরিকল্পনা গোপন রাখা।

সূত্রের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এমন সংবাদ পরিবেশনায় বিরক্ত ছিলেন যেখানে বলা হচ্ছিল, তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তাঁর ধারণা ছিল, দুই সপ্তাহের সময়সীমার কথা বললে ইরান বিভ্রান্ত হবে এবং তাঁর আসল পরিকল্পনা গোপন থাকবে।

গত বৃহস্পতিবার সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননের সঙ্গে মধ্যাহ্নভোজের ঠিক আগে ট্রাম্প এই বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত নেন। ব্যানন প্রকাশ্যে মার্কিন সামরিক হস্তক্ষেপে সংশয় প্রকাশ করেছিলেন। এর পরপরই ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট হোয়াইট হাউসের ব্রিফিং রুমে গিয়ে প্রেসিডেন্টের নির্দেশ পালন করেন এবং বিশ্বকে বোঝান যে, ট্রাম্প এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

যদিও চূড়ান্ত সিদ্ধান্ত গত শনিবার আসে, যখন মার্কিন বোমারু বিমানগুলো ইতিমধ্যেই আকাশে উড়ছিল। ট্রাম্পের ঘনিষ্ঠজনরা মনে করেন, তিনি কয়েক দিন ধরেই ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে মনে মনে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন। ট্রাম্পকে ইতিমধ্যেই হামলা পরিকল্পনা সম্পর্কে জানানো হয়েছিল এবং তিনি প্রতিদিন তাঁর জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ব্যক্তিগতভাবে বৈঠক করার পাশাপাশি একাধিক ফোনকলও করছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত