অনলাইন ডেস্ক
বিশ্বের অনেক দেশ ইরানকে সরাসরি নিজেদের পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত বলে দাবি করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। কোন কোন দেশ মধ্যপ্রাচ্যের দেশটিকে এ সহায়তা দিতে ইচ্ছুক, তা অবশ্য তিনি খোলাসা করেননি।
ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ দাবি করেন মেদভেদেভ।
ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—এই তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘ট্রাম্প যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে আরেকটি নতুন যুদ্ধে ঠেলে দিয়েছেন।
‘শান্তির বার্তা নিয়ে আসা ট্রাম্প এখন যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি যুদ্ধ শুরু করেছেন।’
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের এই অভিযান কতটা কার্যকর হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, এই হামলা কোনো উল্লেখযোগ্য সামরিক লক্ষ্য অর্জন করতে পারেনি।
মেদভেদেভ বলেন, ‘ইরানের পারমাণবিক জ্বালানি চক্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো হয় ক্ষতিগ্রস্তই হয়নি বা খুব সামান্য ক্ষতি হয়েছে।’
‘এখন আমরা খোলাখুলিই বলতে পারি, পারমাণবিক অস্ত্রের উৎপাদন অব্যাহত থাকবে’, যোগ করেন তিনি।
মেদভেদেভ বলেন, ইসরায়েলের সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতার মধ্যে বাস করছে। কারণ, দেশটির বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটছে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এখন নতুন একটি সংঘাতে জড়িয়ে পড়েছে। এ ছাড়া সামনে স্থল অভিযান শুরু হওয়ার আশঙ্কাও দেখা দিচ্ছে।’
মেদভেদেভ মনে করেন, এসব হামলা ইরানকে রাজনৈতিকভাবে আরও শক্তিশালী করেছে। তাঁর ভাষ্য, ইরানের রাজনৈতিক শাসন টিকে গেছে এবং সম্ভবত আরও শক্ত অবস্থানে পৌঁছেছে। দেশটির মানুষ এখন আধ্যাত্মিক নেতৃত্বের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছেন। এমনকি যাঁরা আগে নির্লিপ্ত ছিলেন বা বিরোধিতা করতেন, তাঁরাও এখন এই নেতৃত্বের পাশে দাঁড়াচ্ছেন।
এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
আজ রোববার ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে তিনি এ বৈঠকের কথা জানান।
আরাঘচি বলেন, ‘রাশিয়া ইরানের বন্ধু। আমরা সব সময় একে অপরের সঙ্গে পরামর্শ করি।’
ইস্তাম্বুল থেকে রোববার দুপুরে রাশিয়ায় যাবেন উল্লেখ করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামীকাল সকালে রুশ প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় বসব আমি।’
আরও খবর পড়ুন:
বিশ্বের অনেক দেশ ইরানকে সরাসরি নিজেদের পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত বলে দাবি করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। কোন কোন দেশ মধ্যপ্রাচ্যের দেশটিকে এ সহায়তা দিতে ইচ্ছুক, তা অবশ্য তিনি খোলাসা করেননি।
ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ দাবি করেন মেদভেদেভ।
ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—এই তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘ট্রাম্প যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে আরেকটি নতুন যুদ্ধে ঠেলে দিয়েছেন।
‘শান্তির বার্তা নিয়ে আসা ট্রাম্প এখন যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি যুদ্ধ শুরু করেছেন।’
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের এই অভিযান কতটা কার্যকর হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, এই হামলা কোনো উল্লেখযোগ্য সামরিক লক্ষ্য অর্জন করতে পারেনি।
মেদভেদেভ বলেন, ‘ইরানের পারমাণবিক জ্বালানি চক্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো হয় ক্ষতিগ্রস্তই হয়নি বা খুব সামান্য ক্ষতি হয়েছে।’
‘এখন আমরা খোলাখুলিই বলতে পারি, পারমাণবিক অস্ত্রের উৎপাদন অব্যাহত থাকবে’, যোগ করেন তিনি।
মেদভেদেভ বলেন, ইসরায়েলের সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতার মধ্যে বাস করছে। কারণ, দেশটির বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটছে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এখন নতুন একটি সংঘাতে জড়িয়ে পড়েছে। এ ছাড়া সামনে স্থল অভিযান শুরু হওয়ার আশঙ্কাও দেখা দিচ্ছে।’
মেদভেদেভ মনে করেন, এসব হামলা ইরানকে রাজনৈতিকভাবে আরও শক্তিশালী করেছে। তাঁর ভাষ্য, ইরানের রাজনৈতিক শাসন টিকে গেছে এবং সম্ভবত আরও শক্ত অবস্থানে পৌঁছেছে। দেশটির মানুষ এখন আধ্যাত্মিক নেতৃত্বের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছেন। এমনকি যাঁরা আগে নির্লিপ্ত ছিলেন বা বিরোধিতা করতেন, তাঁরাও এখন এই নেতৃত্বের পাশে দাঁড়াচ্ছেন।
এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
আজ রোববার ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে তিনি এ বৈঠকের কথা জানান।
আরাঘচি বলেন, ‘রাশিয়া ইরানের বন্ধু। আমরা সব সময় একে অপরের সঙ্গে পরামর্শ করি।’
ইস্তাম্বুল থেকে রোববার দুপুরে রাশিয়ায় যাবেন উল্লেখ করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামীকাল সকালে রুশ প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় বসব আমি।’
আরও খবর পড়ুন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৩ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৪ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৫ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগে