Ajker Patrika

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

অধিকৃত পশ্চিম তীরে গুলি চালিয়ে ফিলিস্তিনি এক কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। পশ্চিম তীরের বালাতা শরণার্থীশিবিরে ইসরায়েলি সেনাদের অভিযানে ফিলিস্তিনি কিশোর নিহতের ঘটনাটি ঘটে। মঙ্গলবার (২৪ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর অভিযানে মাথায় গুলিবিদ্ধ হন ১৫ বছর বয়সী ইমাদ খালেদ সালেহ হাশশ। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৪ আগস্ট) তাঁর মৃত্যু হয়। ইমাদ খালেদ সালেহ হাশশের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে হামাস। 

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বালাতা শরণার্থীশিবিরে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তারের জন্য রাতভর অভিযান চালানো হয়। অভিযানের সময় ছাদ থেকে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। জবাবে সরাসরি গুলি ছোড়া হয়। 

এর আগে গত শনিবার (২১ আগস্ট) ৫২ বছর আগে আল-আকসা মসজিদ আগুনে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে এক বিক্ষোভে অংশ নেয় শত শত ফিলিস্তিনি। সেই বিক্ষোভে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ আহত হয় ৪১ জন। আহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক শিশু রয়েছে। বিক্ষোভে গুলি চালানোর কয়েক ঘণ্টা পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েল।

আল জাজিরার ইউমনা আল-সাঈদ বলেন, আহতদের মধ্যে কমপক্ষে ১০ জন শিশু রয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। 

উল্লেখ্য, গত মাসে ইসরায়েল-হামাসের ১১ দিনের সংঘাতে প্রাণ হারিয়েছিলেন ২৬০ ফিলিস্তিনি। এর মধ্যে ৬৭ জন শিশু ছিল। এছাড়াও সে সময় নিহত হয় ১৩ ইসরায়েলি। ২১ মে ঘোষণা আসে যুদ্ধ বিরতির।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত