Ajker Patrika

ইসরায়েলের আকাশে আবার ইরানি ক্ষেপণাস্ত্র

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জেরুজালেম ও তেল আবিবের আকাশে রাতভর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্য। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে আকাশেই তা ধ্বংস করতে কাজ করছে।

রোববার রাত ১১টা ৫৮ মিনিটে জেরুজালেমজুড়ে সাইরেন বাজতে শুরু করে। নিরাপত্তা সংস্থাগুলো নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলে। রাতের আকাশে বিস্ফোরণের শব্দ স্পষ্ট শোনা গেছে, যেগুলো ‘আয়রন ডোম’-এর প্রতিরক্ষা বিস্ফোরণ বলেই ধারণা করা হচ্ছে।

ইসরায়েল-ইরান যুদ্ধের তৃতীয় দিনেই এই হামলা সংঘটিত হলো। এর আগে, ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় অভূতপূর্ব হামলা চালালে সংঘাত শুরু হয়। পাল্টা জবাবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের বিভিন্ন স্থানে।

ইসরায়েলের দাবি, তারা ইরানকে "পারমাণবিক হুমকি" থেকে মুক্ত করতে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। ইরান বলেছে, এটি তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার নামান্তর।

ইসরায়েলে নাগরিকদের জন্য বেশ কিছু সুরক্ষা ব্যবস্থা থাকলেও যুদ্ধ পরিস্থিতিতে আতঙ্ক বাড়ছে। বিশেষ করে জেরুজালেম, তেল আবিবসহ মধ্য ও দক্ষিণ ইসরায়েলে এখন সরাসরি হামলার আশঙ্কা থাকায় নাগরিকদের নিয়মিত আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত