গোলান মালভূমিতে রকেট ছোড়ার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার (৯ এপ্রিল) যুদ্ধবিমানের সহায়তায় সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেল আবিব।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, এদিন ভোরে সিরিয়ার ভূখণ্ড থেকে দুই দফায় ইসরায়েলের উদ্দেশে রকেট হামলা চালানো হয়। এর মধ্যে প্রথম দফায় ছোড়া তিনটি রকেটের একটি ইসরায়েলি অধিকৃত গোলান মালভূমিতে পড়ে। দ্বিতীয় দফায় আরও তিনটি রকেট ছোড়া হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে সিরিয়ার যেখান থেকে রকেট ছোড়া হয়েছে, সেই জায়গা লক্ষ্য করে গোলা ছোড়ে ও ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
ইরান সমর্থিত ফিলিস্তিনি ইসলামিক জিহাদ মুভমেন্টের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড গোলান লক্ষ্য করে রকেট ছোড়ার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে লেবাননভিত্তিক আল-ময়দান টিভি।
মুসলিমদের পবিত্র রমজান মাসে জেরুজালেমের আল-আকসা মসজিদে পুলিশি অভিযানকে কেন্দ্র করে ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যকার উত্তেজনা চলছে। গত কয়েক দিন ধরে গাজা উপত্যকা, লেবানন, অধিকৃত পূর্ব জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরসহ একাধিক জায়গায় ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতার খবর পাওয়া যায়।
বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ৩০টিরও বেশি রকেট ছোড়া হয়। এর পাল্টায় তেল আবিবও লেবানন ও গাজায় হামাস-সংশ্লিষ্ট একাধিক স্থাপনায় হামলা চালায়।
২০২১ সালে এ রকম সহিংসতাকে কেন্দ্র করেই ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে ১০ দিনের যুদ্ধ চলে। অঞ্চলটিতে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলা সেই যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিচ্ছে।
গোলান মালভূমিতে রকেট ছোড়ার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার (৯ এপ্রিল) যুদ্ধবিমানের সহায়তায় সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেল আবিব।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, এদিন ভোরে সিরিয়ার ভূখণ্ড থেকে দুই দফায় ইসরায়েলের উদ্দেশে রকেট হামলা চালানো হয়। এর মধ্যে প্রথম দফায় ছোড়া তিনটি রকেটের একটি ইসরায়েলি অধিকৃত গোলান মালভূমিতে পড়ে। দ্বিতীয় দফায় আরও তিনটি রকেট ছোড়া হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে সিরিয়ার যেখান থেকে রকেট ছোড়া হয়েছে, সেই জায়গা লক্ষ্য করে গোলা ছোড়ে ও ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
ইরান সমর্থিত ফিলিস্তিনি ইসলামিক জিহাদ মুভমেন্টের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড গোলান লক্ষ্য করে রকেট ছোড়ার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে লেবাননভিত্তিক আল-ময়দান টিভি।
মুসলিমদের পবিত্র রমজান মাসে জেরুজালেমের আল-আকসা মসজিদে পুলিশি অভিযানকে কেন্দ্র করে ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যকার উত্তেজনা চলছে। গত কয়েক দিন ধরে গাজা উপত্যকা, লেবানন, অধিকৃত পূর্ব জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরসহ একাধিক জায়গায় ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতার খবর পাওয়া যায়।
বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ৩০টিরও বেশি রকেট ছোড়া হয়। এর পাল্টায় তেল আবিবও লেবানন ও গাজায় হামাস-সংশ্লিষ্ট একাধিক স্থাপনায় হামলা চালায়।
২০২১ সালে এ রকম সহিংসতাকে কেন্দ্র করেই ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে ১০ দিনের যুদ্ধ চলে। অঞ্চলটিতে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলা সেই যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিচ্ছে।
ইসরায়েলে ফিলিস্তিনি শ্রমিকদের শূন্যস্থান পূরণে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ভারতীয় শ্রমিক দেশটিতে গেছে। এমনটাই জানিয়েছে ভারত সরকার জানিয়েছে। গাজায় ইসরায়েলের চলমান অভিযানের মধ্যেই এ খবর প্রকাশ্যে এল। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের প্রতি চাপ বাড়ার সময় ভারতের গুরুত্বপ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থাই সংকটাপন্ন। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে পিটসবার্গের কাছে ইউএস স্টিলের ক্লেয়ারটন কারখানায় এ বিস্ফোরণ হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।
১ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য শান্তি স্থাপন ও মানবিক সহায়তা পৌঁছে দিতে মালয়েশিয়া, বাংলাদেশ ও আঞ্চলিক কয়েকটি দেশ যৌথভাবে একটি প্রতিনিধিদল পাঠাতে যাচ্ছে। আজ মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন। খবর সিঙ্গাপুরভিত্তিক
১ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা সরকারকে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে দেবে না স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গোষ্ঠীটি জানিয়েছে, মিয়ানমারের পশ্চিমাঞ্চলে অবস্থিত বাংলাদেশ সংলগ্ন এই রাজ্যটিতে নিজেদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় নির্বাচনের কোনো স্বীকৃতি তারা
২ ঘণ্টা আগে