Ajker Patrika

গোলানে রকেট ছোড়ায় সিরিয়ায় ইসরায়েলের পাল্টা হামলা

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১৪: ১৯
গোলানে রকেট ছোড়ায় সিরিয়ায় ইসরায়েলের পাল্টা হামলা

গোলান মালভূমিতে রকেট ছোড়ার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার (৯ এপ্রিল) যুদ্ধবিমানের সহায়তায় সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেল আবিব।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, এদিন ভোরে সিরিয়ার ভূখণ্ড থেকে দুই দফায় ইসরায়েলের উদ্দেশে রকেট হামলা চালানো হয়। এর মধ্যে প্রথম দফায় ছোড়া তিনটি রকেটের একটি ইসরায়েলি অধিকৃত গোলান মালভূমিতে পড়ে। দ্বিতীয় দফায় আরও তিনটি রকেট ছোড়া হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে সিরিয়ার যেখান থেকে রকেট ছোড়া হয়েছে, সেই জায়গা লক্ষ্য করে গোলা ছোড়ে ও ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ইরান সমর্থিত ফিলিস্তিনি ইসলামিক জিহাদ মুভমেন্টের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড গোলান লক্ষ্য করে রকেট ছোড়ার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে লেবাননভিত্তিক আল-ময়দান টিভি।

মুসলিমদের পবিত্র রমজান মাসে জেরুজালেমের আল-আকসা মসজিদে পুলিশি অভিযানকে কেন্দ্র করে ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যকার উত্তেজনা চলছে। গত কয়েক দিন ধরে গাজা উপত্যকা, লেবানন, অধিকৃত পূর্ব জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরসহ একাধিক জায়গায় ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতার খবর পাওয়া যায়।

বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ৩০টিরও বেশি রকেট ছোড়া হয়। এর পাল্টায় তেল আবিবও লেবানন ও গাজায় হামাস-সংশ্লিষ্ট একাধিক স্থাপনায় হামলা চালায়।

 ২০২১ সালে এ রকম সহিংসতাকে কেন্দ্র করেই ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে ১০ দিনের যুদ্ধ চলে। অঞ্চলটিতে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলা সেই যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত