Ajker Patrika

ইরাকে মার্কিন হামলায় বেসামরিক নাগরিকসহ নিহত অন্তত ১৬ 

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ১২
ইরাকে মার্কিন হামলায় বেসামরিক নাগরিকসহ নিহত অন্তত ১৬ 

ইরাকের পশ্চিমে সশস্ত্র ইরানপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন হামলায় বেসামরিক নাগরিকসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ২৫ জন। 

আজ শনিবার ইরাকি সরকারের মুখপাত্র বাসেম আল-আওয়াদি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

আওয়াদি একটি বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের এহেন হামলায় ইরাক এবং এই অঞ্চলের নিরাপত্তা অতল গহ্বরে নিমজ্জিত হবে। ইরাক সরকারের সঙ্গে সমন্বয় করে ইরানপন্থী যোদ্ধাদের ঘাঁটিতে হামলা করা হচ্ছে—ওয়াশিংটনের এমন দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে জানিয়েছেন আওয়াদ। একই সঙ্গে হামলাকে সিরিয়ার সার্বভৌমত্বের ওপর আঘাত বলেও উল্লেখ করেছেন তিনি। 

গাজা যুদ্ধের মধ্যে জর্ডানে মার্কিন সৈন্যদের হত্যার প্রতিশোধ নিতে ইরাক এবং সিরিয়ায় ইরান সমর্থিত ঘাঁটিগুলোতে যুক্তরাষ্ট্র আরও হামলা চালাবে বলে জানিয়েছে। 

এদিকে সিরিয়া ওয়াশিংটনের এই হামলাকে ‘সন্ত্রাসবাদের’ সমর্থন বলে অভিযোগ করেছে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে কোনো হামলা করেনি। 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ওয়াশিংটন যেই ‘বহুস্তরের’ আক্রমণের কথা বলেছে—তা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর আক্রমণ বন্ধ করার জন্য, ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর জন্য নয়। 

এদিকে যুক্তরাষ্টের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমাদের পছন্দমতো সময়ে এবং স্থানে এই হামলা চলতে থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত