Ajker Patrika

ইরানজুড়ে বিক্ষোভের ডাক

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৪: ৫৬
ইরানজুড়ে বিক্ষোভের ডাক

ইরানের বিভিন্ন শহরে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে এবার পুরো দেশে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন দেশটির অধিকারকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। যুক্তরাজ্যভিত্তিক ইরানি টেলিভিশন ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

২ অক্টোবর ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শনিবার (৮ অক্টোবর) দেশটির সব বিশ্ববিদ্যালয়ে সমাবেশের আহ্বান জানিয়েছেন তেহরানের শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপকেরা। বৃহস্পতিবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে দেশের সব ছাত্র ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি এই আহ্বান জানানো হয়।

শরিফ ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভরত অনেক ছাত্রকে আটক করা হয়েছে, যেখানে আইন অনুযায়ী সশস্ত্র বাহিনীর প্রবেশ নিষিদ্ধ। এমনকি শুধু ক্যাম্পাসেই নয়, অনেক শিক্ষার্থীকে তাদের বাড়িসহ অন্যান্য স্থান থেকে আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এসব ঘটনার প্রতিবাদ বিচ্ছিন্নভাবে না করে সামগ্রিকভাবে সমাবেশ করতে চাইছে বিশ্ববিদ্যালয়গুলো। ইতিমধ্যে দেশটির অনেক স্থানে স্কুলছাত্রীরা বিক্ষোভ করছে, মাথার হিজাব খুলে বাতাসে উড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে তারা।

এদিকে চলমান বিক্ষোভ দমাতে আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে ইরানি পুলিশ ও নিরাপত্তা বাহিনী। নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের দেওয়া তথ্যানুসারে, তিন সপ্তাহ আগে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত দেড় শতাধিক মানুষ নিহত হয়েছে। এ ছাড়া সাংবাদিক, অধিকারকর্মী, শিক্ষকসহ অন্তত ১ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ইরানে নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর ঘটনায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। ওই তরুণীর মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ করা হয়। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

শ্বশুরবাড়ি যাওয়া হলো না জাবি শিক্ষক মৌমিতার

অনিয়মের অভিযোগ এনে জাকসু নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত