পুলিশের হেফাজতে মারা যাওয়া কুর্দি তরুণী মাহসা আমিনির পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি ইরানে চলমান বিক্ষোভে অংশ না নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন মাহসার চাচাতো ভাই ইরফান মোরতেজাই।
বিবিসিকে ইরফান বলেন, ‘আমাদের পরিবার ইসলামিক প্রজাতন্ত্র ইরানের কর্মকর্তাদের কাছ থেকে প্রচুর চাপের মধ্যে রয়েছে। তাই আমরা বিদেশি কোনো মানবাধিকার সংস্থা বা চ্যানেলের সঙ্গে কথা বলি না এবং বাইরের দেশের কাউকে মাহসার মৃত্যু সম্পর্কে কিছু বলি না।’
ইরফান বলেন, ‘কর্মকর্তারা আমাদের ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে হুমকি দিয়েছেন এবং পরিবারের সদস্যদের বলেছেন, যদি তাঁরা বিক্ষোভে অংশ নেন, তবে তাঁদের হত্যা করা হতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমি নিজেও ফোনে অনেক হুমকি পাচ্ছি। আমাকে শহরে দেখলে অপহরণ করে মেরে ফেলবে বলে হুমকি দেন তাঁরা।’
মাহসা ও তাঁর পরিবার কুর্দি বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ করছে ইরান সরকার। তবে মাহসার বাবা ও চাচা এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন।
মাহসার রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে ইরফান বলেন, ‘মাহসা তাঁর ২২ বছরের জীবনে কখনো ইরানের বাইরে পা রাখেনি। সে ছিল সংস্কৃতিমনা। মাহসা কোনো রাজনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল না।’
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যু হয়। এরপর ইরানের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে এ পর্যন্ত ১৯ শিশুসহ অন্তত ১৮৫ জন নিহত হয়েছেন। পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন হাজারের বেশি মানুষ।
পুলিশের হেফাজতে মারা যাওয়া কুর্দি তরুণী মাহসা আমিনির পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি ইরানে চলমান বিক্ষোভে অংশ না নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন মাহসার চাচাতো ভাই ইরফান মোরতেজাই।
বিবিসিকে ইরফান বলেন, ‘আমাদের পরিবার ইসলামিক প্রজাতন্ত্র ইরানের কর্মকর্তাদের কাছ থেকে প্রচুর চাপের মধ্যে রয়েছে। তাই আমরা বিদেশি কোনো মানবাধিকার সংস্থা বা চ্যানেলের সঙ্গে কথা বলি না এবং বাইরের দেশের কাউকে মাহসার মৃত্যু সম্পর্কে কিছু বলি না।’
ইরফান বলেন, ‘কর্মকর্তারা আমাদের ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে হুমকি দিয়েছেন এবং পরিবারের সদস্যদের বলেছেন, যদি তাঁরা বিক্ষোভে অংশ নেন, তবে তাঁদের হত্যা করা হতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমি নিজেও ফোনে অনেক হুমকি পাচ্ছি। আমাকে শহরে দেখলে অপহরণ করে মেরে ফেলবে বলে হুমকি দেন তাঁরা।’
মাহসা ও তাঁর পরিবার কুর্দি বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ করছে ইরান সরকার। তবে মাহসার বাবা ও চাচা এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন।
মাহসার রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে ইরফান বলেন, ‘মাহসা তাঁর ২২ বছরের জীবনে কখনো ইরানের বাইরে পা রাখেনি। সে ছিল সংস্কৃতিমনা। মাহসা কোনো রাজনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল না।’
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যু হয়। এরপর ইরানের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে এ পর্যন্ত ১৯ শিশুসহ অন্তত ১৮৫ জন নিহত হয়েছেন। পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন হাজারের বেশি মানুষ।
রাশিয়ার একটি ড্রোন সম্প্রতি পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করার পর ইউরোপের পূর্ব প্রান্তের প্রতিরক্ষা শক্তিশালী করতে ন্যাটো নতুন অভিযান শুরু করেছে। শুক্রবার এ তথ্য জানান ন্যাটো মহাসচিব মার্ক রুটে।
৯ ঘণ্টা আগেনেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় শীতল নিবাসে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাঁকে শপথবাক্য পাঠ করান। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী প্রধানমন্ত্রী ও নির্বাহী প্রধানের দায়িত্ব নিলেন কারকি।
১১ ঘণ্টা আগেনেপালে জেন-জি বিক্ষোভে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) নেপাল পুলিশের মুখপাত্র ডিআইজি বিনোদ ঘিমিরে বিষয়টি নিশ্চিত করেছেন।
১১ ঘণ্টা আগেআমেরিকার জনপ্রিয় ডানপন্থী ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায় মূল সন্দেহভাজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার ইউটাহ অঙ্গরাজ্যের গভর্নর স্পেনসার কক্স জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম টাইলার রবিনসন। তাঁর বয়স ২২ বছর।
১২ ঘণ্টা আগে