Ajker Patrika

ইসরায়েলি সৈন্যদের গুলিতেই শিরিন আবু আকলেহের মৃত্যু হয়েছে: জাতিসংঘ

আপডেট : ২৪ জুন ২০২২, ১৭: ০৬
ইসরায়েলি সৈন্যদের গুলিতেই শিরিন আবু আকলেহের মৃত্যু হয়েছে: জাতিসংঘ

ইসরায়েলি সৈন্যদের গুলিতেই ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ। বৈশ্বিক সংস্থাটি বলেছে, তাদের কাছে যেসব তথ্য-প্রমাণ রয়েছে, তা থেকে নিশ্চিত হওয়া গেছে যে ১১ মে শিরিন আবু আকলেহ ইসরায়েলি সৈন্যদের গুলিতেই নিহত হয়েছিলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শুক্রবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় ইউএনওএইচসিএইচআরের মুখপাত্র রাভিনা সামদাসানি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

জেনেভায় সাংবাদিকদের রাভিনা বলেন, ‘আমরা যেসব তথ্য সংগ্রহ করেছি, তা থেকে দেখা গেছে যেসব গুলিতে আবু আকলেহ নিহত হয়েছেন এবং তাঁর সহকর্মী আলি সাম্মৌদি আহত হয়েছেন তা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর দিক থেকেই এসেছে। সশস্ত্র ফিলিস্তিনিদের কাছ থেকে নয়।’

রাভিনা সামদাসানি আরও বলেন, ইউএনওএইচসিএইচআরের যেসব তথ্য হাতে পেয়েছে, তা থেকে দেখা গেছে, ‘ওই সময় ঘটনাস্থলে সাংবাদিকদের আশপাশেও সশস্ত্র ফিলিস্তিনিদের কোনো কার্যকলাপ ছিল না।’

রাভিনা সামদাসানি আরও বলেন, ‘ইসরায়েলি বাহিনীর দিক থেকে সাংবাদিকদের দলটির দিকে সরাসরি লক্ষ্য স্থির করেই গুলি ছোড়া হয়।’

গত ১১ মে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক শিরিন আবু আকলেহ ইসরায়েলি বাহিনীর অভিযানের সংবাদ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাঁর মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিনিরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মুখর হয়ে ওঠে।

এর আগে ঘটনাস্থলে থাকা একাধিক প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, আবু আকলেহ ইসরায়েলি বাহিনীর গুলিতেই নিহত হন। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম পরিচালিত একাধিক তদন্ত থেকেও একই ফলাফল পাওয়া যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত