আজকের পত্রিকা ডেস্ক
গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিতর্কিত এক মার্কিন বাইকার গ্যাংয়ের সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে বলে বিবিসির এক অনুসন্ধানে জানা গেছে। এই গ্যাংটির নাম ‘ইনফিডেলস মোটরসাইকেল ক্লাব’। অতীতে এই ক্লাবের ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের ইতিহাস রয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিবিসি নিশ্চিত করেছে, অন্তত ১০ জন গ্যাং সদস্য বর্তমানে ‘ইউজি সলিউশনস’ নামে একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে গাজায় কাজ করছেন। এই প্রতিষ্ঠানটি গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ কেন্দ্রগুলোর নিরাপত্তা দিচ্ছে। ইতিপূর্বে গাজার ওই ত্রাণ কেন্দ্রগুলোতে ভিড় ও গুলিবর্ষণের ঘটনায় শত শত হতাশ মানুষ নিহত হয়েছেন।
বিবিসির তদন্তে দেখা গেছে—গ্যাংটির নেতা জনি মালফোর্ড একসময় মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। বর্তমানে গাজায় ইউজি সল্যুশনসের চুক্তি কার্যক্রম পরিচালনা করছেন। গ্যাংটির আরও অন্তত তিনজন শীর্ষ সদস্য—ল্যারি জ্যারেট, বিল সিবে এবং প্রতিষ্ঠাতা সদস্য রিচার্ড লফটন—গাজায় নিরাপত্তার দায়িত্বে আছেন।
ইনফিডেলস মোটরসাইকেল ক্লাব ২০০৬ সালে ইরাক যুদ্ধ থেকে ফেরা মার্কিন সেনাদের দ্বারা গঠিত হয়েছিল। তারা নিজেদের ‘আধুনিক ক্রুসেডার’ মনে করেন এবং প্রতীক হিসেবে ক্রুসেডার ক্রস ব্যবহার করেন। গ্যাংটি অতীতে রমজান মাসে শূকর ভোজের আয়োজনসহ প্রকাশ্যে ইসলামবিরোধী নানা কর্মকাণ্ড করেছে। তাদের ফেসবুক পেজেও নিয়মিত ইসলামবিদ্বেষী বক্তব্য ছড়ানো হচ্ছে।
‘কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স’ নামে একটি মার্কিন মুসলিম অধিকার সংস্থার উপপরিচালক এডওয়ার্ড আহমেদ মিচেল এই পরিস্থিতিকে ‘কু ক্লাক্স ক্ল্যানকে (কৃষ্ণাঙ্গ বিরোধী গ্যাং) সুদানে ত্রাণ বিতরণের দায়িত্ব দেওয়ার সমান’ বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, এই ধরনের সিদ্ধান্ত সহিংসতার পথ তৈরি করেছে, যার প্রমাণ গাজার সাম্প্রতিক প্রাণহানি।
অভিযোগ রয়েছে, ইউজি সল্যুশনসের কিছু নিরাপত্তাকর্মী ভিড় নিয়ন্ত্রণে গুলি চালিয়েছে। তবে প্রতিষ্ঠানটি তা অস্বীকার করে দাবি করেছে—তারা শুধু সতর্কতামূলক গুলি ব্যবহার করা হয়েছে। তারা আরও দাবি করছে, তাদের সব কর্মী যথাযথভাবে যাচাই-বাছাই শেষে নিয়োগপ্রাপ্ত।
জাতিসংঘের তথ্যমতে, গত মে মাসের শেষ থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত গাজায় ত্রাণ কেন্দ্রগুলোর কাছে অন্তত ১ হাজার ১৩৫ মানুষ নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই ক্ষুধার্ত নারী ও শিশু। জাতিসংঘ জানিয়েছে, এর বড় অংশই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে।
ইউজি সলিউশন প্রতিদিন একজন কর্মীকে প্রায় ৯৮০ ডলার এবং টিম লিডারদের ১ হাজার ৫৮০ ডলার পর্যন্ত পারিশ্রমিক দিচ্ছে। বিশ্লেষকদের মতে, ইসলামবিদ্বেষী গ্যাং সদস্যদের এমন সংবেদনশীল দায়িত্বে নিয়োগ গাজায় মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিতর্কিত এক মার্কিন বাইকার গ্যাংয়ের সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে বলে বিবিসির এক অনুসন্ধানে জানা গেছে। এই গ্যাংটির নাম ‘ইনফিডেলস মোটরসাইকেল ক্লাব’। অতীতে এই ক্লাবের ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের ইতিহাস রয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিবিসি নিশ্চিত করেছে, অন্তত ১০ জন গ্যাং সদস্য বর্তমানে ‘ইউজি সলিউশনস’ নামে একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে গাজায় কাজ করছেন। এই প্রতিষ্ঠানটি গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ কেন্দ্রগুলোর নিরাপত্তা দিচ্ছে। ইতিপূর্বে গাজার ওই ত্রাণ কেন্দ্রগুলোতে ভিড় ও গুলিবর্ষণের ঘটনায় শত শত হতাশ মানুষ নিহত হয়েছেন।
বিবিসির তদন্তে দেখা গেছে—গ্যাংটির নেতা জনি মালফোর্ড একসময় মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। বর্তমানে গাজায় ইউজি সল্যুশনসের চুক্তি কার্যক্রম পরিচালনা করছেন। গ্যাংটির আরও অন্তত তিনজন শীর্ষ সদস্য—ল্যারি জ্যারেট, বিল সিবে এবং প্রতিষ্ঠাতা সদস্য রিচার্ড লফটন—গাজায় নিরাপত্তার দায়িত্বে আছেন।
ইনফিডেলস মোটরসাইকেল ক্লাব ২০০৬ সালে ইরাক যুদ্ধ থেকে ফেরা মার্কিন সেনাদের দ্বারা গঠিত হয়েছিল। তারা নিজেদের ‘আধুনিক ক্রুসেডার’ মনে করেন এবং প্রতীক হিসেবে ক্রুসেডার ক্রস ব্যবহার করেন। গ্যাংটি অতীতে রমজান মাসে শূকর ভোজের আয়োজনসহ প্রকাশ্যে ইসলামবিরোধী নানা কর্মকাণ্ড করেছে। তাদের ফেসবুক পেজেও নিয়মিত ইসলামবিদ্বেষী বক্তব্য ছড়ানো হচ্ছে।
‘কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স’ নামে একটি মার্কিন মুসলিম অধিকার সংস্থার উপপরিচালক এডওয়ার্ড আহমেদ মিচেল এই পরিস্থিতিকে ‘কু ক্লাক্স ক্ল্যানকে (কৃষ্ণাঙ্গ বিরোধী গ্যাং) সুদানে ত্রাণ বিতরণের দায়িত্ব দেওয়ার সমান’ বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, এই ধরনের সিদ্ধান্ত সহিংসতার পথ তৈরি করেছে, যার প্রমাণ গাজার সাম্প্রতিক প্রাণহানি।
অভিযোগ রয়েছে, ইউজি সল্যুশনসের কিছু নিরাপত্তাকর্মী ভিড় নিয়ন্ত্রণে গুলি চালিয়েছে। তবে প্রতিষ্ঠানটি তা অস্বীকার করে দাবি করেছে—তারা শুধু সতর্কতামূলক গুলি ব্যবহার করা হয়েছে। তারা আরও দাবি করছে, তাদের সব কর্মী যথাযথভাবে যাচাই-বাছাই শেষে নিয়োগপ্রাপ্ত।
জাতিসংঘের তথ্যমতে, গত মে মাসের শেষ থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত গাজায় ত্রাণ কেন্দ্রগুলোর কাছে অন্তত ১ হাজার ১৩৫ মানুষ নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই ক্ষুধার্ত নারী ও শিশু। জাতিসংঘ জানিয়েছে, এর বড় অংশই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে।
ইউজি সলিউশন প্রতিদিন একজন কর্মীকে প্রায় ৯৮০ ডলার এবং টিম লিডারদের ১ হাজার ৫৮০ ডলার পর্যন্ত পারিশ্রমিক দিচ্ছে। বিশ্লেষকদের মতে, ইসলামবিদ্বেষী গ্যাং সদস্যদের এমন সংবেদনশীল দায়িত্বে নিয়োগ গাজায় মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি, সিপিএন (মাওবাদী কেন্দ্র) চেয়ারম্যান পুষ্পকমল দাহাল, সিপিএন (একীভূত সমাজবাদী) চেয়ারম্যান মাধবকুমার নেপালসহ একাধিক মন্ত্রীকে নিরাপত্তার কারণে সেনাবাহিনীর প্রশিক্ষণকেন্দ্র শিবপুরীতে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগেজাপানের বিখ্যাত রেসের ঘোড়া হারু উরারা মারা গেছে ২৯ বছর বয়সে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কোলিক রোগে আক্রান্ত হয়ে মারা যায় সে। জীবদ্দশায় একটিও দৌড়ে জয়ী না হলেও জাপানে ধৈর্য, অধ্যবসায় ও আশাবাদের প্রতীক হয়ে উঠেছিল হারু উরারা।
২ ঘণ্টা আগেনেপালের প্রভাবশালী রাজনৈতিক নেতা, সাবেক উপপ্রধানমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী টপ বাহাদুর রায়মাঝি আবারও শিরোনাম হলেন। তবে নেপাল কমিউনিস্ট পার্টির (মার্ক্স ও লেনিনপন্থী) এ নেতা এবার শিরোনাম হয়েছেন দেশে বিশৃঙ্খলার সুযোগে কারাগার থেকে পলায়ন করে।
৫ ঘণ্টা আগেনেপালের রাজধানী কাঠমান্ডুতে মঙ্গলবারের তুলনায় বুধবার সকাল কিছুটা শান্ত মনে হলেও পরিস্থিতি এখনো ভয়াবহ। ভোর থেকে এই শহরের প্রধান মোড়গুলোতে ব্যারিকেড বসিয়ে ভেতরের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে সেনারা।
৬ ঘণ্টা আগে