মাত্র কয়েক দিন পরেই মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হবে। এরই মধ্যে সাজ সাজ রব পড়ে গেছে মুসলিম বিশ্বের দেশগুলোতে। হিজরি সনের হিসাব অনুসারে সৌদি আরবে আজ বৃহস্পতিবার হিজরি বছরের একাদশ মাস জিলক্বদের ২৯তম দিন। সেই হিসাবে আজ সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা আছে। এই লক্ষ্যে সৌদি আরবের মুসলিমদের আজ জিলহজ মাসের চাঁদ দেখার অনুরোধ জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে সৌদি আরবের সুপ্রিম কোর্ট এই অনুরোধ জানিয়েছেন।
সুপ্রিম কোর্টের বিবৃতিতে জানানো হয়েছে, যে বা যাঁরা যেখানেই খালি চোখে বা দুরবিন দিয়ে যেভাবেই হোক জিলহজ মাসের চাঁদ দেখতে পান, তাঁরা যেন অতি দ্রুত স্থানীয় আদালতে বিষয়টি নথিবদ্ধ করেন। অথবা আদালতে জানাতে অপারগ হলে তাঁরা যেন স্থানীয় মসজিদে জানান। যাঁরা পরে বিষয়টি স্থানীয় আদালতকে জানানোর ব্যবস্থা করবেন।
এর আগে গত ১০ এপ্রিল বুধবার এই দেশগুলোতে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয় আরব বিশ্বের দেশগুলোতে। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এবার রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের এক দিন পরে। ফলে এবার বাংলাদেশেও ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে সৌদি আরবের এক দিন পরে।
মাত্র কয়েক দিন পরেই মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হবে। এরই মধ্যে সাজ সাজ রব পড়ে গেছে মুসলিম বিশ্বের দেশগুলোতে। হিজরি সনের হিসাব অনুসারে সৌদি আরবে আজ বৃহস্পতিবার হিজরি বছরের একাদশ মাস জিলক্বদের ২৯তম দিন। সেই হিসাবে আজ সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা আছে। এই লক্ষ্যে সৌদি আরবের মুসলিমদের আজ জিলহজ মাসের চাঁদ দেখার অনুরোধ জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে সৌদি আরবের সুপ্রিম কোর্ট এই অনুরোধ জানিয়েছেন।
সুপ্রিম কোর্টের বিবৃতিতে জানানো হয়েছে, যে বা যাঁরা যেখানেই খালি চোখে বা দুরবিন দিয়ে যেভাবেই হোক জিলহজ মাসের চাঁদ দেখতে পান, তাঁরা যেন অতি দ্রুত স্থানীয় আদালতে বিষয়টি নথিবদ্ধ করেন। অথবা আদালতে জানাতে অপারগ হলে তাঁরা যেন স্থানীয় মসজিদে জানান। যাঁরা পরে বিষয়টি স্থানীয় আদালতকে জানানোর ব্যবস্থা করবেন।
এর আগে গত ১০ এপ্রিল বুধবার এই দেশগুলোতে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয় আরব বিশ্বের দেশগুলোতে। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এবার রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের এক দিন পরে। ফলে এবার বাংলাদেশেও ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে সৌদি আরবের এক দিন পরে।
গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে রওনা হওয়া ‘ফ্রিডম ফ্লোটিলা’ জোটের একটি জাহাজ আন্তর্জাতিক পানিসীমায় ড্রোন হামলার শিকার হয়েছে। আজ শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, মাল্টার উপকূল থেকে ১৪ নটিক্যাল মাইল (প্রায় ২৫ কিলোমিটার) দূরে অবস্থান করা ওই জাহাজে দুটি ড্রোন হামলা চালানো হয়।
১৬ মিনিট আগেমিয়ানমারের ইয়াঙ্গুনে নয়নাভিরাম ইনয়া লেকের ধারে অবস্থিত নোবেলজয়ী নেত্রী অং সান সু চির ঐতিহাসিক উপনিবেশ আমলের বাসভবনটি। বাড়িটি বিক্রি করার জন্য টানা চতুর্থবারের মতো নিলামে তোলা হলেও কোনো ক্রেতা পাওয়া যায়নি।
৪২ মিনিট আগেঅস্ট্রিয়ার দানিউব নদীর উত্তরে অবস্থিত একটি পাহাড়ি গ্রামের গির্জার গুহায় শতাব্দীর পর শতাব্দী ধরে সংরক্ষিত একটি রহস্যময় মমি অবশেষে বিজ্ঞানের আলোয় উঠে এসেছে। ধারণা করা হতো, মমিটি ১৮ শতকের কোনো ধর্মযাজকের মরদেহ—যিনি সংক্রামক রোগে মারা গিয়েছিলেন এবং পরে কবর থেকে তুলে গির্জার গুহায় স্থানান্তর করা হয়।
২ ঘণ্টা আগেভারতের বেসরকারি বিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠান আদানি পাওয়ার জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ চুক্তির আওতায় বাংলাদেশ ইতিমধ্যেই বকেয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) দিলীপ ঝা আশা প্রকাশ করেছেন, বাকি প্রায় ৯০০ মিলিয়ন ডলারও আদায় হবে।
৪ ঘণ্টা আগে