Ajker Patrika

নিরাপত্তার নামে চ্যানেল বন্ধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

কলকাতা প্রতিনিধি
নিরাপত্তার নামে চ্যানেল বন্ধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

জাতীয় নিরাপত্তার নামে নিউজ চ্যানেল বন্ধ করার সিদ্ধান্ত বরদাশত করা যায় না বলে আজ বুধবার রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। 

আদালত বলেছেন, জাতীয় নিরাপত্তার নামে মানুষের মৌলিক অধিকার খর্ব করা চলবে না। টেলিভিশনে সংবাদ দেখা মানুষের অধিকারের মধ্যে পড়ে। 

কেরালার মালয়ালম ভাষায় সম্প্রচারিত টিভি চ্যানেল ‘মিডিয়া ওয়ান’–এর সম্প্রচার বন্ধ করে দেয় ভারত সরকার। সরকারের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েও চ্যানেল কর্তৃপক্ষের লাভ হয়নি। তবে বুধবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ হাইকোর্টের রায় বাতিল করে চ্যানেলটির লাইসেন্স ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। 

ভারতের সর্বোচ্চ আদালতের মতে, সংবাদমাধ্যম নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে সরকারের দাম্ভিকতাই প্রকাশ পেয়েছে। 

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন সংবাদপত্র থাকাটা আবশ্যক। গণতান্ত্রিক সমাজে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এটি রাষ্ট্রের কার্যকারিতাকে আলোকিত করে। 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ওই চ্যানেলের সম্প্রচার পুনরায় চালু করতে কোনো অসুবিধা নেই বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। 

মামলার রায় দিতে গিয়ে সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে বলা হয়, সরকারের নীতির সমালোচনা করলেই কাউকে প্রতিষ্ঠান বিরোধী কিংবা সরকার বিরোধী বলা যায় না। শক্তিশালী গণতন্ত্রের জন্য যে স্বাধীন সংবাদমাধ্যমের প্রয়োজন সেটিও স্পষ্ট করে দেওয়া হয়। 

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, জনগণের অধিকারকে অস্বীকার করে জাতীয় নিরাপত্তার প্রসঙ্গ তোলা ঠিক নয়। অথচ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিষ্টাচারের বিরুদ্ধে গিয়ে এই প্রসঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

পাহাড়ের মাটিতে এখন মরুভূমির ফলের স্বাদ

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত