Ajker Patrika

ভারতে দুর্নীতি করে পলাতক বিজয় ও ললিত পার্টি করছেন লন্ডনে

অনলাইন ডেস্ক
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১৭: ৫৪
লন্ডনের পার্টিতে একসঙ্গে গাইছেন বিজয় মাল্যা ও ললিত মোদি। ছবি: সংগৃহীত
লন্ডনের পার্টিতে একসঙ্গে গাইছেন বিজয় মাল্যা ও ললিত মোদি। ছবি: সংগৃহীত

লন্ডনে একটি বিলাসবহুল গ্রীষ্মকালীন পার্টিতে ফ্র্যাঙ্ক সিনাত্রার বিখ্যাত গান ‘মাই ওয়ে’ গেয়ে আবারও আলোচনায় এলেন ভারতের দুই পলাতক ও বিতর্কিত ধনকুবের ললিত মোদি ও বিজয় মাল্যা। ললিত মোদি নিজেই এই পার্টির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। এতে দেখা যায়—দুজনই গানের সঙ্গে হেসে-খেলে সময় কাটাচ্ছেন, আর অতিথিরা উৎসাহ নিয়ে তা উপভোগ করছেন।

আজ শুক্রবার এনডিটিভি জানিয়েছে, বার্ষিক এই গ্রীষ্মকালীন পার্টি লন্ডনে ললিত মোদির বাসভবনে আয়োজন করা হয়। এতে প্রায় ৩১০ জন বন্ধু ও আত্মীয়স্বজন যোগ দেন। অতিথিদের অনেকেই বিদেশ থেকে বিশেষভাবে উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার ক্রিস গেইলও ছিলেন। গেইল একটি ইনস্টাগ্রাম স্টোরিতে মোদি ও মাল্যার সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমরা এটাকে উদ্‌যাপন করছি। একটি সুন্দর সন্ধ্যার জন্য ধন্যবাদ।’

এদিকে মোদি তাঁর পোস্টে লিখেছিলেন, ‘এই রাতটা আমার জীবনের অন্যতম স্মরণীয় রাত। হয়তো এই ভিডিওটা ইন্টারনেট ভেঙে দেবে না, তবে বিতর্ক নিশ্চিত...আর সেটাই আমি সবচেয়ে ভালো পারি।’ তিনি সংগীতশিল্পী কার্লটন ব্রাগানজাকে ক্যারাওকে আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং গেইলকে ‘ইউনিভার্স বস’ বলে সম্মান জানান।

ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ললিত মোদি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। ২০১০ সালে দেশ ছাড়েন তিনি। তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং, টেন্ডার জালিয়াতি ও ফরেন এক্সচেঞ্জ আইনের বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। ভারত সরকার বহুবার তাঁকে ফেরত আনার চেষ্টা করলেও তিনি এখনো যুক্তরাজ্যে বসবাস করছেন এবং সব অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করে আসছেন।

অন্যদিকে, ইউনাইটেড ব্রুয়ারিজ গ্রুপের সাবেক চেয়ারম্যান এবং এখন বন্ধ হয়ে যাওয়া কিংফিশার এয়ারলাইনসের প্রবর্তক বিজয় মাল্যা ২০১৬ সালে বিপুল ঋণের দায় নিয়ে দেশত্যাগ করেন। ভারত সরকার তাঁকে ‘ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার’ ঘোষণা করেছে। গত সপ্তাহে ব্রিটেনের হাইকোর্ট ২০২১ সালের তাঁর দেউলিয়া ঘোষণার বিরুদ্ধে করা আপিল খারিজ করে দেন।

মাল্যা দাবি করেছেন, ভারতের কর্তৃপক্ষ তাঁর কাছ থেকে ১৪ হাজার ১৩১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, যা তাঁর প্রতিষ্ঠানের মোট দেনার চেয়েও বেশি। তিনি বলেছেন, ‘আমি এখনো অপরাধী হিসেবে আছি। কিন্তু আইনি প্রক্রিয়ায় আমি ন্যায়বিচার চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

মহাকাশে হারিয়ে গেল ৯ কোটি ডলারের স্যাটেলাইট, জলবায়ু গবেষণায় বড় ধাক্কা

ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত